Ajker Patrika

 ‘খালের জায়গা ফিরিয়ে দিতে হবে, এটা কারও বাপের জায়গা না’ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ০২
 ‘খালের জায়গা ফিরিয়ে দিতে হবে, এটা কারও বাপের জায়গা না’ 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, খালের পানি প্রবাহ আগের অবস্থায় নিয়ে এসে ঢাকা শহরের জলাবদ্ধতা দূর করতে চায় সরকার। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থেই খালের জায়গা ফিরে পেতে সরকারকে কঠিন হতে হবে।

আজ বুধবার রাজধানীর কল্যাণপুর রিটেনশন পন্ড এলাকায় খালের সীমানা নির্ধারণ করে স্থায়ী পিলার বসানোর কাজ শুরুর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম এসব কথা বলেন।

বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ডিএনসিসি এলাকার খালের সীমানা চিহ্নিত করার কাজ শুরু করেছে। ড্রোনের সাহায্যে সিএস জরিপ ও আরএস জরিপ ধরে খালের সীমানায় স্থায়ী পিলার ওঠানোর কাজ উদ্বোধন করেছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম ও ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘২০২০ সালের ডিসেম্বর মাসে খালগুলো হস্তান্তর করা হয়েছে। খালের জায়গায় যখন যাচ্ছি, কেউ বলছে এটা তার জায়গা, তার বাড়ি বা উঠান। এর জন্য স্থায়ী সমাধান করতে আমরা খালের সীমানায় পিলার বসানোর প্রকল্প নিয়েছি। সীমানা নির্ধারণ ও খাল উদ্ধারে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। যাদের বাড়ির মধ্যে সীমানা পিলার পড়বে, সেই সব বাড়ি ভেঙে ফেলা হবে। খালের জায়গা খালে ফিরিয়ে দিতে হবে, এটা কারও বাপের জায়গা না। যারা দখল ছাড়বে না, তাদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিতে হবে ঢাকা শহর বাঁচানোর স্বার্থে। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে। জলাবদ্ধতামুক্ত ঢাকা শহর গড়তে আমাদের কঠিন হতে হবে। খালের পানির প্রবাহ আগের অবস্থায় নিয়ে আসব। খালের পাশে ওয়াকওয়ে ও সাইকেল লেন তৈরি করা হবে।’

উদ্ধার করা খালে ইকো পার্ক করা হবে জানিয়ে ডিএনসিসির মেয়র আরও বলেন, ‘মোহাম্মদপুরের বসিলার খাল, যেটা ১৪ বছর ধরে দখলে ছিল, সেটা আমরা উদ্ধার করেছি। এখন রামচন্দ্রপুর খাল ও রামচন্দ্রপুর পার্ক মোহাম্মদপুরবাসীর স্বপ্ন নয়, এটা কিছুদিনের মধ্যেই বাস্তবায়িত হবে। কল্যাণপুরের খালে ইকো পার্ক করব।’

সীমানা নির্ধারণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত