নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফুটপাতের হকার, দোকানি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি বন্ধের আহ্বান জানিয়েছেন ভাসানী অনুসারী পরিষদের প্রধান উপদেষ্টা ড. জাফরুল্লাহ চৌধুরী।
আজ শুক্রবার রাজধানীর প্রেসক্লাবে ‘বিভিন্ন রাজনৈতিক দল থেকে ভাসানী অনুসারী পরিষদে যোগদান’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘শুধু যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের লোকজন চাঁদাবাজি করছে তা নয়, পুলিশও চাঁদাবাজি করছে। আমার কাছে এমনও অভিযোগ আছে, ছোট একটা দোকান থেকে পুলিশ মাস শেষে গিয়ে ২২ হাজার টাকা চাঁদা নেয়। এ রকম হলে এই মানুষগুলো কেমন করে চলবে! বড়লোকদের কাছ থেকে চাঁদাবাজি তো করছেনই। তাই বলে ফুটপাত থেকেও এসব নিম্ন আয়ের মানুষের কাছ থেকে চাঁদাবাজি করতে হবে? এসব বন্ধ করেন।
জাফরুল্লাহ আরও বলেন, ‘দুই বছর ধরে আলেমদের আটকে রেখেছেন। তাদের কী অপরাধ? তাঁরা নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্লোগান দিয়েছেন। এটা কোনো অপরাধ হতে পারে? এবার তাদের মুক্তি দিন। অন্যদিকে হেফাজতকে পাশে বসিয়ে চায়ের দাওয়াত দেন। এসব করে আর লাভ হবে না। বলি, এবার ঘুষ দিয়ে রাজনীতি বন্ধ করেন।’
ভাসানী অনুসারী পরিষদের প্রধান উপদেষ্টা জাফরুল্লাহ বলেন, ‘এই সরকারের অনেক ব্যর্থতা রয়েছে। তবে তার মধ্যে দুটি বড় ব্যর্থতা রয়েছে বলে আমার মনে হয়। একটি হলো স্বাস্থ্য খাত, আরেকটি হলো পররাষ্ট্রনীতি। দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে স্বাস্থ্য খাত ধসে পড়েছে। আর পররাষ্ট্রনীতির দুর্বলতার কারণে এখনো রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারেনি সরকার।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের জাতীয় নির্বাহী কমিটির আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবুলসহ অনেকে।
ফুটপাতের হকার, দোকানি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি বন্ধের আহ্বান জানিয়েছেন ভাসানী অনুসারী পরিষদের প্রধান উপদেষ্টা ড. জাফরুল্লাহ চৌধুরী।
আজ শুক্রবার রাজধানীর প্রেসক্লাবে ‘বিভিন্ন রাজনৈতিক দল থেকে ভাসানী অনুসারী পরিষদে যোগদান’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘শুধু যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের লোকজন চাঁদাবাজি করছে তা নয়, পুলিশও চাঁদাবাজি করছে। আমার কাছে এমনও অভিযোগ আছে, ছোট একটা দোকান থেকে পুলিশ মাস শেষে গিয়ে ২২ হাজার টাকা চাঁদা নেয়। এ রকম হলে এই মানুষগুলো কেমন করে চলবে! বড়লোকদের কাছ থেকে চাঁদাবাজি তো করছেনই। তাই বলে ফুটপাত থেকেও এসব নিম্ন আয়ের মানুষের কাছ থেকে চাঁদাবাজি করতে হবে? এসব বন্ধ করেন।
জাফরুল্লাহ আরও বলেন, ‘দুই বছর ধরে আলেমদের আটকে রেখেছেন। তাদের কী অপরাধ? তাঁরা নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্লোগান দিয়েছেন। এটা কোনো অপরাধ হতে পারে? এবার তাদের মুক্তি দিন। অন্যদিকে হেফাজতকে পাশে বসিয়ে চায়ের দাওয়াত দেন। এসব করে আর লাভ হবে না। বলি, এবার ঘুষ দিয়ে রাজনীতি বন্ধ করেন।’
ভাসানী অনুসারী পরিষদের প্রধান উপদেষ্টা জাফরুল্লাহ বলেন, ‘এই সরকারের অনেক ব্যর্থতা রয়েছে। তবে তার মধ্যে দুটি বড় ব্যর্থতা রয়েছে বলে আমার মনে হয়। একটি হলো স্বাস্থ্য খাত, আরেকটি হলো পররাষ্ট্রনীতি। দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে স্বাস্থ্য খাত ধসে পড়েছে। আর পররাষ্ট্রনীতির দুর্বলতার কারণে এখনো রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারেনি সরকার।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের জাতীয় নির্বাহী কমিটির আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবুলসহ অনেকে।
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
২ ঘণ্টা আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
২ ঘণ্টা আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
২ ঘণ্টা আগে