কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে যাত্রী সেজে ইজিবাইকচালক মো. সাইফুল ইসলামকে (২৬) গলা কেটে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ রোববার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-১।
জানা গেছে, নিহত সাইফুল শেরপুরের শ্রীবর্দী থানার মৃত লাল মিয়ার ছেলে। তিনি ঢাকার উত্তরখান এলাকায় ইজিবাইক চালাতেন।
সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ অক্টোবর রাতে গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন পূর্বাচল উপশহরস্থ সেক্টর-২৬, রোড নং-২০২ এর ৫৮ নং ব্রিজ থেকে আনুমানিক ১০০ গজ দক্ষিণে ফাঁকা জায়গায় রাস্তার ওপর ভিকটিম মো. সাইফুল ইসলামকে (২৬) অজ্ঞাতনামা ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে হামলা চালায়। তাঁর গলা ও পেটে জখম করে ইজিবাইক ও ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে যাওয়া হয়।
স্থানীয় লোকজন সাইফুলকে আহত অবস্থায় উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তাঁর বড় ভাই মো. শাহ-আলম বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা করেন।
২৩ অক্টোবর রাতে র্যাব-১ রাজধানীর উত্তরখান ও গাজীপুর মহানগরীর পূর্বাচল থানা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে। তাঁরা হলেন আজিজুল ইসলাম (১৮), মো. ইমন খান (১৯), মো. মেহেদী হাসান হৃদয় প্রকাশ মাসুম (১৮), বিজয় আহম্মেদ (১৯), আলাউদ্দিন (৩০) ও মো. আরজু মিয়া (৩৩)। তাঁদের কাছ থেকে একটি ছুরি, ছিনতাইকৃত ইজিবাইক এবং ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁরা একটি সংঘবদ্ধ অটোরিকশা ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। এই সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য ১০ থেকে ১২ জন।
এই ছিনতাই চক্রের মূল হোতা আলাউদ্দিন। তিনি ছিনতাই চক্রটিকে নিয়ন্ত্রণ করতেন। এই চক্রের অপর সদস্য আজিজুল ও আরজু ছিনতাইকৃত ইজিবাইক এবং অন্যান্য মালামাল বিক্রয় করে থাকেন। তাঁরা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ইজিবাইক, অটোরিকশা, প্রাইভেটকার ছিনতাই করে আসছিলেন।
গাজীপুরের কালীগঞ্জে যাত্রী সেজে ইজিবাইকচালক মো. সাইফুল ইসলামকে (২৬) গলা কেটে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ রোববার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-১।
জানা গেছে, নিহত সাইফুল শেরপুরের শ্রীবর্দী থানার মৃত লাল মিয়ার ছেলে। তিনি ঢাকার উত্তরখান এলাকায় ইজিবাইক চালাতেন।
সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ অক্টোবর রাতে গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন পূর্বাচল উপশহরস্থ সেক্টর-২৬, রোড নং-২০২ এর ৫৮ নং ব্রিজ থেকে আনুমানিক ১০০ গজ দক্ষিণে ফাঁকা জায়গায় রাস্তার ওপর ভিকটিম মো. সাইফুল ইসলামকে (২৬) অজ্ঞাতনামা ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে হামলা চালায়। তাঁর গলা ও পেটে জখম করে ইজিবাইক ও ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে যাওয়া হয়।
স্থানীয় লোকজন সাইফুলকে আহত অবস্থায় উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তাঁর বড় ভাই মো. শাহ-আলম বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা করেন।
২৩ অক্টোবর রাতে র্যাব-১ রাজধানীর উত্তরখান ও গাজীপুর মহানগরীর পূর্বাচল থানা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে। তাঁরা হলেন আজিজুল ইসলাম (১৮), মো. ইমন খান (১৯), মো. মেহেদী হাসান হৃদয় প্রকাশ মাসুম (১৮), বিজয় আহম্মেদ (১৯), আলাউদ্দিন (৩০) ও মো. আরজু মিয়া (৩৩)। তাঁদের কাছ থেকে একটি ছুরি, ছিনতাইকৃত ইজিবাইক এবং ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁরা একটি সংঘবদ্ধ অটোরিকশা ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। এই সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য ১০ থেকে ১২ জন।
এই ছিনতাই চক্রের মূল হোতা আলাউদ্দিন। তিনি ছিনতাই চক্রটিকে নিয়ন্ত্রণ করতেন। এই চক্রের অপর সদস্য আজিজুল ও আরজু ছিনতাইকৃত ইজিবাইক এবং অন্যান্য মালামাল বিক্রয় করে থাকেন। তাঁরা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ইজিবাইক, অটোরিকশা, প্রাইভেটকার ছিনতাই করে আসছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৩ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৫ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১১ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে