Ajker Patrika

যাত্রী সেজে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই, গ্রেপ্তার ৬

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২০: ৫১
যাত্রী সেজে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই, গ্রেপ্তার ৬

গাজীপুরের কালীগঞ্জে যাত্রী সেজে ইজিবাইকচালক মো. সাইফুল ইসলামকে (২৬) গলা কেটে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ রোববার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব-১।

জানা গেছে, নিহত সাইফুল শেরপুরের শ্রীবর্দী থানার মৃত লাল মিয়ার ছেলে। তিনি ঢাকার উত্তরখান এলাকায় ইজিবাইক চালাতেন। 

সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ অক্টোবর রাতে গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন পূর্বাচল উপশহরস্থ সেক্টর-২৬, রোড নং-২০২ এর ৫৮ নং ব্রিজ থেকে আনুমানিক ১০০ গজ দক্ষিণে ফাঁকা জায়গায় রাস্তার ওপর ভিকটিম মো. সাইফুল ইসলামকে (২৬) অজ্ঞাতনামা ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে হামলা চালায়। তাঁর গলা ও পেটে জখম করে ইজিবাইক ও ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে যাওয়া হয়। 

ছিনতাইকৃত ইজিবাইকস্থানীয় লোকজন সাইফুলকে আহত অবস্থায় উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তাঁর বড় ভাই মো. শাহ-আলম বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা করেন। 

২৩ অক্টোবর রাতে র‍্যাব-১ রাজধানীর উত্তরখান ও গাজীপুর মহানগরীর পূর্বাচল থানা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে। তাঁরা হলেন আজিজুল ইসলাম (১৮), মো. ইমন খান (১৯), মো. মেহেদী হাসান হৃদয় প্রকাশ মাসুম (১৮), বিজয় আহম্মেদ (১৯), আলাউদ্দিন (৩০) ও মো. আরজু মিয়া (৩৩)। তাঁদের কাছ থেকে একটি ছুরি, ছিনতাইকৃত ইজিবাইক এবং ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁরা একটি সংঘবদ্ধ অটোরিকশা ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। এই সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য ১০ থেকে ১২ জন। 

এই ছিনতাই চক্রের মূল হোতা আলাউদ্দিন। তিনি ছিনতাই চক্রটিকে নিয়ন্ত্রণ করতেন। এই চক্রের অপর সদস্য আজিজুল ও আরজু ছিনতাইকৃত ইজিবাইক এবং অন্যান্য মালামাল বিক্রয় করে থাকেন। তাঁরা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ইজিবাইক, অটোরিকশা, প্রাইভেটকার ছিনতাই করে আসছিলেন।      

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত