Ajker Patrika

জমি নিয়ে বিরোধে বাড়িতে আগুন, দগ্ধ গৃহবধূর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
জমি নিয়ে বিরোধে বাড়িতে আগুন, দগ্ধ গৃহবধূর মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়ির ফটকে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে এক গৃহবধূ মারা গেছেন। তাঁর নাম বিউটি বেগম (৫০)। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যু হয় তাঁর। 

আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম। তিনি জানান, বিউটি বেগমের শরীরের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে, গতকাল সোমবার বিকেলে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। 

সোমবার সকালে জমিসংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে রূপগঞ্জ উপজেলার হাবিবনগর এলাকায়। এ সময় একটি পক্ষের অনুসারীদের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। 

নিহত গৃহবধূর মেয়ে স্কুলশিক্ষিকা শিমু আক্তার বলেন, ‘সোমবার সকালে জমি নিয়ে বিরোধে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজের সঙ্গে স্থানীয় জাহের আলীর অনুসারীদের সংঘর্ষ হয়। জাহের আলীর পরিবারের সঙ্গে সুসম্পর্ক রয়েছে তাঁদের পরিবারের। সে সূত্র ধরে বিকেলে হারেজের অনুসারীরা তাঁদের বাড়িতে হামলা চালান। বাড়ির ফটকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন তাঁরা। এ সময় আমার মা আগুনে দগ্ধ হয়। তাঁর গায়ের আগুন নেভাতে এসে আমারও হাত পুড়ে যায়। হামলাকারীরা চলে যাওয়ার পর আশপাশের লোকজন আমাদের প্রথমে একটি প্রাইভেট হাসপাতালে ও পরে ঢাকায় নিয়ে যায়।’

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবির হোসেন বলেন, এ ঘটনায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত