Ajker Patrika

শ্রীপুরে জুট মিলে অগ্নিকাণ্ড, ১ ঘণ্টায় নিয়ন্ত্রণে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
গাজীপুরের শ্রীপুরে আই আর খান জুট মিলে অগ্নিকাণ্ডের সময় উৎসুক মানুষের ভিড়। ছবি: আজকের পত্রিকা
গাজীপুরের শ্রীপুরে আই আর খান জুট মিলে অগ্নিকাণ্ডের সময় উৎসুক মানুষের ভিড়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে আই আর খান জুট মিলে অগ্নিকাণ্ডে মজুত করা বিপুলপরিমাণে পাট পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহমুদুল হাসান। তিনি বলেন, গতকাল রাত ৮টা ৩৫ মিনিটির দিকে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় রাত ৯টা ৪৫ মিনিটে নিয়ন্ত্রণের আনা হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

আই আর জুট মিলের শ্রমিক শাহাদাত হোসেন বলেন, মিলের ভেতর পাট মজুত রাখা বেসিনের পাশে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে মিলের শ্রমিকেরা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুনের লেলিহান শিখা বাড়তে থাকলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার বিপুল পরিমাণ পাট আগুনে পুড়ে গেছে।

আই আর জুট মিলের মালিক ইব্রাহিম খান বলেন, আগুন লাগার খবরটি কারখানার কর্মকর্তারা আমাকে জানিয়েছেন। কারখানায় আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই মুহূর্তে বলা সম্ভব নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত