নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনা মহামারির মধ্যে হাসপাতালগুলোর স্বাস্থ্য সেবা ও রোগীদের তথ্য সিভিল সার্জন ছাড়া অন্য কেউ সাংবাদিকদের জানাতে পারবেন না বলে আদেশ জারি করেছিলেন ঢাকার সিভিল সার্জন। এ নিয়ে সমালোচনার মুখে সেই আদেশ বাতিল করে নতুন নির্দেশনা জারি করেছেন তিনি।
ঢাকার সিভিল সার্জন আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত গত ৮ জুলাই এক প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকার জেলার স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিরাজমান কোভিড-১৯ মহামারিকালীন পরিস্থিতিতে সিভিল সার্জন ব্যতীত অন্য কাউকে টিভি চ্যানেল কিংবা কোনো প্রিন্ট মিডিয়ার নিকট স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মকাণ্ড অথবা রোগ ও রোগীদের সম্পর্কে কোনো ধরনের তথ্য আদান-প্রদান বা মন্তব্য না দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। একই সঙ্গে প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গকে রোগীর ছবি তোলা, ভিডিও করা অথবা সাক্ষাৎকার ধারণ করা থেকে বিরত থাকতে অনুরোধ করা যাচ্ছে। এমন কর্মকাণ্ড রোগীর ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গের শামিল। এ সংক্রান্ত কোনো তথ্য নেওয়ার প্রয়োজন হলে সরাসরি ঢাকার সিভিল সার্জনের সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হলো।
ঢাকার সিভিল সার্জনের এমন নিষেধাজ্ঞায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গতকাল বিবৃতি দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। স্বাস্থ্য খাতের অনিয়ম, অপকর্ম ও ব্যর্থতা ঢাকতেই তথ্য দিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিবৃতিতে দাবি করেছে সংগঠনটি। একজন কর্মকর্তা জানান, সিভিল সার্জনের এই আদেশ নিয়ে সমালোচনা হওয়ায় সেটি বাতিল করা হয়েছে।
নতুন আদেশে বলা হয়েছে, করোনা মহামারিকালে ঢাকা জেলার (সিটি করপোরেশন এলাকা ব্যতীত) স্বাস্থ্য বিষয়ক যে কোনো তথ্যের জন্য সংবাদমাধ্যমকে সিভিল সার্জনের সহিত এবং উপজেলার ক্ষেত্রে শুধুমাত্র উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সহিত সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। ছবি তোলার ও তথ্য প্রকাশের ক্ষেত্রে রোগীর ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান প্রদর্শন করার জন্য সকল সংবাদমাধ্যমকে অনুরোধ করা হলো।
এর ব্যাখ্যায় সিভিল সার্জন মঈনুল আহসান শুক্রবার রাতে আজকের পত্রিকাকে বলেন, অনেক সময় চিকিৎসকেরা এসব বিষয়ে কথা বললে ভুল তথ্য আসে, বিভ্রান্তির সৃষ্টি হয়। এ জন্য আমরা এই নির্দেশনা দিয়েছি।
করোনা মহামারির মধ্যে হাসপাতালগুলোর স্বাস্থ্য সেবা ও রোগীদের তথ্য সিভিল সার্জন ছাড়া অন্য কেউ সাংবাদিকদের জানাতে পারবেন না বলে আদেশ জারি করেছিলেন ঢাকার সিভিল সার্জন। এ নিয়ে সমালোচনার মুখে সেই আদেশ বাতিল করে নতুন নির্দেশনা জারি করেছেন তিনি।
ঢাকার সিভিল সার্জন আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত গত ৮ জুলাই এক প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকার জেলার স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিরাজমান কোভিড-১৯ মহামারিকালীন পরিস্থিতিতে সিভিল সার্জন ব্যতীত অন্য কাউকে টিভি চ্যানেল কিংবা কোনো প্রিন্ট মিডিয়ার নিকট স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মকাণ্ড অথবা রোগ ও রোগীদের সম্পর্কে কোনো ধরনের তথ্য আদান-প্রদান বা মন্তব্য না দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। একই সঙ্গে প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গকে রোগীর ছবি তোলা, ভিডিও করা অথবা সাক্ষাৎকার ধারণ করা থেকে বিরত থাকতে অনুরোধ করা যাচ্ছে। এমন কর্মকাণ্ড রোগীর ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গের শামিল। এ সংক্রান্ত কোনো তথ্য নেওয়ার প্রয়োজন হলে সরাসরি ঢাকার সিভিল সার্জনের সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হলো।
ঢাকার সিভিল সার্জনের এমন নিষেধাজ্ঞায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গতকাল বিবৃতি দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। স্বাস্থ্য খাতের অনিয়ম, অপকর্ম ও ব্যর্থতা ঢাকতেই তথ্য দিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিবৃতিতে দাবি করেছে সংগঠনটি। একজন কর্মকর্তা জানান, সিভিল সার্জনের এই আদেশ নিয়ে সমালোচনা হওয়ায় সেটি বাতিল করা হয়েছে।
নতুন আদেশে বলা হয়েছে, করোনা মহামারিকালে ঢাকা জেলার (সিটি করপোরেশন এলাকা ব্যতীত) স্বাস্থ্য বিষয়ক যে কোনো তথ্যের জন্য সংবাদমাধ্যমকে সিভিল সার্জনের সহিত এবং উপজেলার ক্ষেত্রে শুধুমাত্র উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সহিত সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। ছবি তোলার ও তথ্য প্রকাশের ক্ষেত্রে রোগীর ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান প্রদর্শন করার জন্য সকল সংবাদমাধ্যমকে অনুরোধ করা হলো।
এর ব্যাখ্যায় সিভিল সার্জন মঈনুল আহসান শুক্রবার রাতে আজকের পত্রিকাকে বলেন, অনেক সময় চিকিৎসকেরা এসব বিষয়ে কথা বললে ভুল তথ্য আসে, বিভ্রান্তির সৃষ্টি হয়। এ জন্য আমরা এই নির্দেশনা দিয়েছি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
১২ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১৪ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
২০ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে