Ajker Patrika

কমিটি ঘোষণা না করেই চলে গেলেন আ. লীগ নেতারা

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
কমিটি ঘোষণা না করেই চলে গেলেন আ. লীগ নেতারা

আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বের কারণে কমিটির অনুমোদন না দিয়েই সম্মেলন থেকে চলে গেলেন নেতারা। মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বায়রা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ ঘটনা ঘটে। এতে জেলা-উপজেলা নেতা কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার তৈরি হয়েছে। 

জানা গেছে, সিঙ্গাইর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় চলছে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এরই মধ্যে ৬টি ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার ছিল বায়রা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এদিন সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হয় বিকেল ৪টায়। পরে দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি অনুমোদন দেওয়ার কথা থাকলেও উপজেলা আওয়ামী লীগের নেতাদের দ্বন্দ্বের কারণে নতুন কমিটি অনুমোদন দেওয়া সম্ভব হয়নি। 

এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মমতাজ বেগম এই কমিটি অনলাইনে ঘোষণা দেওয়া কথা বলে সভাস্থান ত্যাগ করেন। সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ খানসহ জেলা-উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ খান বলেন, বায়রা ইউনিয়ন আওয়ামী লীগের ত্যাগী ও সাংগঠনিক নেতাদের মূল্যায়ন না করে অযোগ্য লোকজন দিয়ে কমিটি দেওয়ার চেষ্টা চলছিল। ওয়ার্ড আওয়ামী লীগ নেতাদের ভোটের মাধ্যমে সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত করার কথা থাকলেও তা করা হয়নি। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল রহমান শহিদের কথা মতো সভাপতি মমতাজ বেগম অযোগ্য লোকদের কমিটিতে রাখার প্রস্তাব করেন। তাই স্থানীয় নেতা কর্মীরা বাধা দেয়। পরে কমিটি অনুমোদন না দিয়েই সভা ত্যাগ করেন নেতা কর্মীরা। 

এ বিষয়ে কথা বলতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম ও যুগ্ম সম্পাদক শহিদুর রহমান শহিদের মোবাইল ফোনে একাধিক বার কল করলেও তাঁদের পাওয়া যায়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত