নিজস্ব প্রতিবেদক
ঢাকা: সম্প্রতি ভারত থেকে আসা দুইজন কোভিড আক্রান্ত হলেও তারা ভারতীয় ভ্যারিয়েন্টের শিকার কি–না তা এখনও নিশ্চিত নয়। বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্বাভাবিক। তারা এখন ডিএনসিসি হাসপাতালে চিকিৎসাধীন। দুজনকেই আলাদা রাখা হয়েছে।
রোববার (১৬ মে) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএনসিসি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন।
ডিএনসিসি হাসপাতালের পরিচালক বলেন, তাদের এখনও অক্সিজেন সাপোর্ট লাগছে না। তাদের নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছে। ভ্যারিয়েন্ট শনাক্ত হলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পরবর্তী তথ্য জানানো হবে।
এর আগে ঈদের দিন শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে হাসপাতালটির পরিচালকেরর উদ্ধৃতি দিয়ে জানানো হয়, ভারতফেরত দুইজনের শরীরে করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। পরদিন পরিচালক সংবাদটি সঠিক নয় বলে জানান।
আজ সংবাদ সম্মেলনে তিনি বলেন, তাদের শরীরে করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্তের বিষয়টি এখনো নিশ্চিত নয়। আইইডিসিআরে তাদের নমুনা পাঠানো হয়েছে। তারা রিপোর্ট দিলে স্বাস্থ্য অধিদপ্তর সেটির ব্যাপারে বিস্তারিত জানাবে।
হাসপাতালে বর্তমান ভর্তি রোগীর চিত্র তুলে ধরে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন বলেন, হাসপাতালে এক হাজার শয্যা ও প্যাথলজি প্রস্তুত থাকলেও ভর্তি রোগীর সংখ্যা এখন অনেক কম। ৫৭ জন রোগী ভর্তি রয়েছে, এর মধ্যে ৪০ জন আছেন আইসিইউতে। অসচেতনভাবে ঈদ যাত্রার পরে রোগীবাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন।
ঢাকা: সম্প্রতি ভারত থেকে আসা দুইজন কোভিড আক্রান্ত হলেও তারা ভারতীয় ভ্যারিয়েন্টের শিকার কি–না তা এখনও নিশ্চিত নয়। বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্বাভাবিক। তারা এখন ডিএনসিসি হাসপাতালে চিকিৎসাধীন। দুজনকেই আলাদা রাখা হয়েছে।
রোববার (১৬ মে) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএনসিসি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন।
ডিএনসিসি হাসপাতালের পরিচালক বলেন, তাদের এখনও অক্সিজেন সাপোর্ট লাগছে না। তাদের নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছে। ভ্যারিয়েন্ট শনাক্ত হলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পরবর্তী তথ্য জানানো হবে।
এর আগে ঈদের দিন শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে হাসপাতালটির পরিচালকেরর উদ্ধৃতি দিয়ে জানানো হয়, ভারতফেরত দুইজনের শরীরে করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। পরদিন পরিচালক সংবাদটি সঠিক নয় বলে জানান।
আজ সংবাদ সম্মেলনে তিনি বলেন, তাদের শরীরে করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্তের বিষয়টি এখনো নিশ্চিত নয়। আইইডিসিআরে তাদের নমুনা পাঠানো হয়েছে। তারা রিপোর্ট দিলে স্বাস্থ্য অধিদপ্তর সেটির ব্যাপারে বিস্তারিত জানাবে।
হাসপাতালে বর্তমান ভর্তি রোগীর চিত্র তুলে ধরে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন বলেন, হাসপাতালে এক হাজার শয্যা ও প্যাথলজি প্রস্তুত থাকলেও ভর্তি রোগীর সংখ্যা এখন অনেক কম। ৫৭ জন রোগী ভর্তি রয়েছে, এর মধ্যে ৪০ জন আছেন আইসিইউতে। অসচেতনভাবে ঈদ যাত্রার পরে রোগীবাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন।
ময়মনসিংহে উচ্ছেদ অভিযানে সাহিত্য সংসদের মুক্তমঞ্চ ভেঙে ফেলার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা। গুঁড়িয়ে দেওয়া মঞ্চেও হলো সাপ্তাহিক আয়োজন বীক্ষণের ২১৪৭তম আসর। আয়োজনের শিরোনাম ছিল ‘ফুটেছে দুঃখের ফুল’।
১৪ মিনিট আগেসাবেক কৃষিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) শেখ মো. আল-আমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন।
১৮ মিনিট আগেখাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
২৮ মিনিট আগেগাইবান্ধায় মসজিদের জায়গা বিক্রি করার কথা বলে নেওয়া ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে কৃষক দল নেতা রুহুল আমিন ওরফে আল আমিন ও যুবলীগ নেতা মোমিন মিয়ার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার কলেজ রোড তিনগাছ তলাসংলগ্ন এলাকায় আল্-আকসা জামে মসজিদের সামনে গাইবান্ধ
৩০ মিনিট আগে