গাজীপুরের শ্রীপুরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবি বাস্তবায়ন ও বিদ্যুতের মূল বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে শ্রীপুর পৌর শহরের টেংরা রাস্তা মোড় এলাকায় এ কর্মসূচিতে বিএনপির ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন। তবে কর্মসূচি পুলিশি বাধার মুখে পড়েছে বলে অভিযোগ উপজেলার বিএনপির নেতাদের।
শ্রীপুর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তারুল আলম মাস্টার বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির তেলিহাটি ইউনিয়নের টেংরা বাজার থেকে বিপুলসংখ্যক নেতা কর্মী মিছিল নিয়ে শ্রীপুর পৌর শহরের টেংরা রাস্তার মোড়ের দিকে অগ্রসর হলে পুলিশের বাধার মুখে পড়ে। এরপর পুলিশ বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়। এ সময় পুলিশ ও বিএনপির নেতা কর্মীদের মধ্যে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। নির্দিষ্ট স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি।’
শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আক্তারুল আলম মাস্টারের পরিচালনায় বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেব, গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আতাউর রহমান মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, মশিউর রহমান টিটু, জেলা মহিলা দলের সহসভাপতি শেখ ফরিদা জাহান স্বপ্নাসহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা কর্মী।
এদিকে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা প্রধান করেনি। তাঁরা মিছিল নিয়ে রাস্তায় উঠতে চাইলে বাধা প্রধান করা হয়েছে। রাস্তাঘাট বন্ধ করে কোনো রাজনৈতিক দলের কোনো ধরনের কর্মসূচি করা ঠিক নয়। জনগণের চলাচলের ভোগান্তি যাতে না হয় সে দিকে সজাগ থেকে কাজ করছে পুলিশ।
আরও পড়ুন:
গাজীপুরের শ্রীপুরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবি বাস্তবায়ন ও বিদ্যুতের মূল বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে শ্রীপুর পৌর শহরের টেংরা রাস্তা মোড় এলাকায় এ কর্মসূচিতে বিএনপির ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন। তবে কর্মসূচি পুলিশি বাধার মুখে পড়েছে বলে অভিযোগ উপজেলার বিএনপির নেতাদের।
শ্রীপুর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তারুল আলম মাস্টার বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির তেলিহাটি ইউনিয়নের টেংরা বাজার থেকে বিপুলসংখ্যক নেতা কর্মী মিছিল নিয়ে শ্রীপুর পৌর শহরের টেংরা রাস্তার মোড়ের দিকে অগ্রসর হলে পুলিশের বাধার মুখে পড়ে। এরপর পুলিশ বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়। এ সময় পুলিশ ও বিএনপির নেতা কর্মীদের মধ্যে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। নির্দিষ্ট স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি।’
শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আক্তারুল আলম মাস্টারের পরিচালনায় বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেব, গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আতাউর রহমান মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, মশিউর রহমান টিটু, জেলা মহিলা দলের সহসভাপতি শেখ ফরিদা জাহান স্বপ্নাসহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা কর্মী।
এদিকে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা প্রধান করেনি। তাঁরা মিছিল নিয়ে রাস্তায় উঠতে চাইলে বাধা প্রধান করা হয়েছে। রাস্তাঘাট বন্ধ করে কোনো রাজনৈতিক দলের কোনো ধরনের কর্মসূচি করা ঠিক নয়। জনগণের চলাচলের ভোগান্তি যাতে না হয় সে দিকে সজাগ থেকে কাজ করছে পুলিশ।
আরও পড়ুন:
কিশোরগঞ্জের তাড়াইলে ৩০০ বস্তা টিএসপি সার জব্দ করেছে পুলিশ। আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার রাউতি ইউনিয়নের পুরুড়া বাজারের দক্ষিণ পাশের তালজাঙ্গা রোডে টমটমবোঝাই এসব সার জব্দ করা হয়। এ সময় সার পরিবহনে ব্যবহৃত টমটমটিও জব্দ করে পুলিশ। তবে কাউকে আটক করা যায়নি।
১৯ মিনিট আগেযুবলীগের সাবেক কেন্দ্রীয় উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর (৫১) ও তাঁর স্ত্রী জেসমিন আক্তারের (৪৪) বিরুদ্ধে অবৈধভাবে ৩ কোটি টাকা সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৩১ মিনিট আগেঘটনার পর ওই ব্যবসায়ী পুলিশকে জানিয়েছেন, ১৫ দিন আগে একটি বিদেশি ফোন নম্বর থেকে কল করে তাঁর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানান। এ কারণে সন্ত্রাসীরা এসে গুলি করেছেন বলে তাঁর অভিযোগ।
১ ঘণ্টা আগেনাগরিক সমাজের অভিযোগ, হাসপাতাল, বিদ্যালয় ও শিশুপার্কসংলগ্ন ব্যস্ত এলাকায় বাণিজ্য মেলা আয়োজন সরাসরি জনস্বার্থবিরোধী। এতে রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হবে (হাসপাতালে যাওয়া–আসায় অসুবিধা, শব্দদূষণ), শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে
১ ঘণ্টা আগে