Ajker Patrika

বিমানবন্দরে মাদক পাচার বেড়েছে: বেবিচক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিমানবন্দরে মাদক পাচার বেড়েছে: বেবিচক চেয়ারম্যান

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ বিভিন্ন বিমানবন্দরে মাদক পাচার বেড়ে গেছে। বিভিন্ন বিমানবন্দর দিয়ে মাদক চোরা চালান হচ্ছে। সবাই মিলে এসব প্রতিহত করতে হবে। আমরা জোরালো ব্যবস্থা নিচ্ছি, কাউকে ছাড় দেওয়া হবে না। 

আজ সোমবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের অভিযোগ নিয়ে করা গণশুনানিতে বেবিচক চেয়ারম্যান এসব কথা বলেন। 

মফিদুর রহমান বলেন, অনেকের লাগেজে মাদক পাওয়া যাচ্ছে। অনেক যাত্রী দাবি করেন, অন্য কেউ স্বজনের জন্য মালামাল পাঠানোর নামে মাদক ঢুকিয়ে দিয়েছেন। এই ধরনের বক্তব্য আমরা গ্রহণ করব না। আপনারা নিজস্ব লাগেজ ছাড়া অন্য কারও কাছ থেকে কিছু নেবেন না। কারও সঙ্গে যদি মাদক পাওয়া যায়, তাহলে তাঁদের আজীবনের জন্য বিদেশ যাওয়া বন্ধ হয়ে যাবে। আপনারা সচেতন হবেন, যাতে কেউ ভুক্তভোগী না হন। 

বেবিচক চেয়ারম্যান বলেন, 'যাত্রীদের আট ঘণ্টা আগে আসতে হবে। তাহলে এই সময়ে করোনা টেস্টসহ যাবতীয় কার্যক্রম শেষ করা যাবে। এখানে এসে বললে হবে না। ট্রাফিকের জন্য মিস করেছি। তাহলে সমস্যা তৈরি হবে। যারা সমস্যায় পড়েছেন, তাঁদের সহযোগিতা করা হবে।' 

আগের দুই গণশুনানির সমস্যা সমাধান করা হয়েছে জানিয়ে এম মফিদুর রহমান বলেন, ট্রাভেল এজেন্সি নিয়ে অনেক অভিযোগ ছিল, সেগুলো সংশ্লিষ্টদের জানিয়েছি। এ ছাড়া বিমানবন্দরের নিরাপত্তা ব্যাপারেও আমরা সর্বাধিক গুরুত্ব দিচ্ছি। 

বেবিচকের তথ্যমতে, গণশুনানিতে ১৪ জন প্রবাসী তাঁদের সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। সমস্যার মধ্যে রয়েছে করোনা টেস্টে ভোগান্তি, এয়ারলাইনসের অসহযোগিতায় ফ্লাইট মিস, বিমানবন্দর কর্মীদের খারাপ ব্যবহার ইত্যাদি। 

গণশুনানিতে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসানসহ বিভিন্ন এয়ারলাইনসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত