নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ বিভিন্ন বিমানবন্দরে মাদক পাচার বেড়ে গেছে। বিভিন্ন বিমানবন্দর দিয়ে মাদক চোরা চালান হচ্ছে। সবাই মিলে এসব প্রতিহত করতে হবে। আমরা জোরালো ব্যবস্থা নিচ্ছি, কাউকে ছাড় দেওয়া হবে না।
আজ সোমবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের অভিযোগ নিয়ে করা গণশুনানিতে বেবিচক চেয়ারম্যান এসব কথা বলেন।
মফিদুর রহমান বলেন, অনেকের লাগেজে মাদক পাওয়া যাচ্ছে। অনেক যাত্রী দাবি করেন, অন্য কেউ স্বজনের জন্য মালামাল পাঠানোর নামে মাদক ঢুকিয়ে দিয়েছেন। এই ধরনের বক্তব্য আমরা গ্রহণ করব না। আপনারা নিজস্ব লাগেজ ছাড়া অন্য কারও কাছ থেকে কিছু নেবেন না। কারও সঙ্গে যদি মাদক পাওয়া যায়, তাহলে তাঁদের আজীবনের জন্য বিদেশ যাওয়া বন্ধ হয়ে যাবে। আপনারা সচেতন হবেন, যাতে কেউ ভুক্তভোগী না হন।
বেবিচক চেয়ারম্যান বলেন, 'যাত্রীদের আট ঘণ্টা আগে আসতে হবে। তাহলে এই সময়ে করোনা টেস্টসহ যাবতীয় কার্যক্রম শেষ করা যাবে। এখানে এসে বললে হবে না। ট্রাফিকের জন্য মিস করেছি। তাহলে সমস্যা তৈরি হবে। যারা সমস্যায় পড়েছেন, তাঁদের সহযোগিতা করা হবে।'
আগের দুই গণশুনানির সমস্যা সমাধান করা হয়েছে জানিয়ে এম মফিদুর রহমান বলেন, ট্রাভেল এজেন্সি নিয়ে অনেক অভিযোগ ছিল, সেগুলো সংশ্লিষ্টদের জানিয়েছি। এ ছাড়া বিমানবন্দরের নিরাপত্তা ব্যাপারেও আমরা সর্বাধিক গুরুত্ব দিচ্ছি।
বেবিচকের তথ্যমতে, গণশুনানিতে ১৪ জন প্রবাসী তাঁদের সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। সমস্যার মধ্যে রয়েছে করোনা টেস্টে ভোগান্তি, এয়ারলাইনসের অসহযোগিতায় ফ্লাইট মিস, বিমানবন্দর কর্মীদের খারাপ ব্যবহার ইত্যাদি।
গণশুনানিতে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসানসহ বিভিন্ন এয়ারলাইনসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ বিভিন্ন বিমানবন্দরে মাদক পাচার বেড়ে গেছে। বিভিন্ন বিমানবন্দর দিয়ে মাদক চোরা চালান হচ্ছে। সবাই মিলে এসব প্রতিহত করতে হবে। আমরা জোরালো ব্যবস্থা নিচ্ছি, কাউকে ছাড় দেওয়া হবে না।
আজ সোমবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের অভিযোগ নিয়ে করা গণশুনানিতে বেবিচক চেয়ারম্যান এসব কথা বলেন।
মফিদুর রহমান বলেন, অনেকের লাগেজে মাদক পাওয়া যাচ্ছে। অনেক যাত্রী দাবি করেন, অন্য কেউ স্বজনের জন্য মালামাল পাঠানোর নামে মাদক ঢুকিয়ে দিয়েছেন। এই ধরনের বক্তব্য আমরা গ্রহণ করব না। আপনারা নিজস্ব লাগেজ ছাড়া অন্য কারও কাছ থেকে কিছু নেবেন না। কারও সঙ্গে যদি মাদক পাওয়া যায়, তাহলে তাঁদের আজীবনের জন্য বিদেশ যাওয়া বন্ধ হয়ে যাবে। আপনারা সচেতন হবেন, যাতে কেউ ভুক্তভোগী না হন।
বেবিচক চেয়ারম্যান বলেন, 'যাত্রীদের আট ঘণ্টা আগে আসতে হবে। তাহলে এই সময়ে করোনা টেস্টসহ যাবতীয় কার্যক্রম শেষ করা যাবে। এখানে এসে বললে হবে না। ট্রাফিকের জন্য মিস করেছি। তাহলে সমস্যা তৈরি হবে। যারা সমস্যায় পড়েছেন, তাঁদের সহযোগিতা করা হবে।'
আগের দুই গণশুনানির সমস্যা সমাধান করা হয়েছে জানিয়ে এম মফিদুর রহমান বলেন, ট্রাভেল এজেন্সি নিয়ে অনেক অভিযোগ ছিল, সেগুলো সংশ্লিষ্টদের জানিয়েছি। এ ছাড়া বিমানবন্দরের নিরাপত্তা ব্যাপারেও আমরা সর্বাধিক গুরুত্ব দিচ্ছি।
বেবিচকের তথ্যমতে, গণশুনানিতে ১৪ জন প্রবাসী তাঁদের সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। সমস্যার মধ্যে রয়েছে করোনা টেস্টে ভোগান্তি, এয়ারলাইনসের অসহযোগিতায় ফ্লাইট মিস, বিমানবন্দর কর্মীদের খারাপ ব্যবহার ইত্যাদি।
গণশুনানিতে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসানসহ বিভিন্ন এয়ারলাইনসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কৃষি ব্যাংকের খুলনার পূর্ব রূপসা শাখা থেকে লকার ভেঙে কয়েক লাখ টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। শুক্রবার রাতে বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা
১ ঘণ্টা আগেসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে কোটি কোটি টাকার পাথর লুটপাটের ঘটনায় ১৫০০ থেকে ২০০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। সাদাপাথরে লুটে আলোচনা-সমালোচনার সপ্তাহখানেক পর শুক্রবার বিকেলে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) মহাপরিচালক মো. আনোয়ারুল হাবীর বাদী হয়ে এই মামল
২ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলী বিওপি এলাকার আলীমনগর ঘাট থেকে এক যুবককে মাদকসহ আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসী পাল্টাপাল্টি দাবি করেছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার রামচন্দ্রপুর হাটের কোথালীপাড়া এলাকায় চারজন বিজিবি সদস্য রামচন্দ্রপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে সাজিদ আহমেদ টুটুলকে (৩০) আটক করে
৩ ঘণ্টা আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ আটকাতে গভীর ষড়যন্ত্র চলছে দাবি করে পৃথক দুটি সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এ সময় তাঁরা আগামী একনেক সভায় প্রকল্প অনুমোদন না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন। শুক্রবার বেলা ১১টার দিকে...
৪ ঘণ্টা আগে