Ajker Patrika

ঢাকায় ভারতীয় সেনাপ্রধান, শিখা অনির্বাণে শ্রদ্ধা

ঢাকায় ভারতীয় সেনাপ্রধান, শিখা অনির্বাণে শ্রদ্ধা

পাঁচ দিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের আমন্ত্রণে তিনি সফরে এসেছেন।

আজ বৃহস্পতিবার ঢাকায় নেমে ঢাকা সেনানিবাসে ‘শিখা অনির্বাণ’ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন ভারতীয় সেনাপ্রধান।

পরে সেনাকুঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ভারতের সেনাবাহিনী প্রধানকে গার্ড অব অনার দেওয়া হয়।

জেনারেল মুকুন্দের সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী বীণা নরভানে এবং দুই সদস্যের একটি প্রতিনিধি দল। ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হাইকমিশন জানায়, ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশের সেনা, নৌ ও ভারপ্রাপ্ত বিমানবাহিনী প্রধান এবং বাংলাদেশ সেনাবাহিনীর অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্যসাক্ষাৎ করবেন। তিনি বিভিন্ন সামরিক ঘাঁটিও পরিদর্শন করবেন।

ভারতীয় সেনাপ্রধান জাতিসংঘের শান্তির সমর্থনে অপারেশন সম্পর্কিত সেমিনারে অভিজ্ঞতা বিনিময় করবেন। তিনি যৌথ সামরিক অনুশীলন-শান্তির অগ্রসেনার সমাপনী অনুশীলন, হার্ডওয়্যার প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন।

এই সফর দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব: জাকসু নির্বাচন কমিশন

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত