Ajker Patrika

নারায়ণগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩০ জুন ২০২৫, ১৮: ৫৫
নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা
নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে মারধর ও লাঞ্ছিতের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিএনপির নেতা-কর্মীরা।

আজ সোমবার (৩০ জুন) বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর অংশে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নেতা-কর্মীরা। এতে অংশ নেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির একাংশের নেতা-কর্মীসহ বন্দর উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা।

প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখলে মহাসড়কের উভয় লেনে দীর্ঘ যানজট তৈরি হয়। খবর পেয়ে পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করার আশ্বাস দিলে বিকেল ৫টার দিকে নেতা-কর্মীরা অবরোধ তুলে নেন।

অবরোধ কর্মসূচিতে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু বলেন, ‘আতাউর রহমান মুকুল বন্দরের দুবারের চেয়ারম্যান। তাঁর ওপর যেভাবে হামলা করা হয়েছে, তা সভ্য সমাজের কাজ নয়। আমরা এই অপরাধীদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে আলটিমেটাম দিচ্ছি। অন্যথায় বিএনপির নেতা-কর্মীরা আবার মহাসড়ক অবরোধ করতে বাধ্য হবে।’

এর আগে হামলার ঘটনায় আজ সকালে যুবদল নেতা মোস্তাকুর রহমান বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন। মামলায় আসামি করা হয় সোনারগাঁ বিএনপির সহসভাপতি বজলুর রহমান ওরফে ডন বজলুসহ ১৮ জনকে।

মামলার অভিযোগে বলা হয়, হরিপুর ৪১২ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের একটি কাজের চুক্তি স্বাক্ষর করতে যাওয়ার পথে বজলু ও তাঁর অনুসারীরা ১৫ লাখ টাকা দাবি করেন আতাউর রহমান মুকুলের কাছে। সেই টাকা না দেওয়ায় বাদী ও মুকুলকে মারধর এবং মুকুলের জামাকাপড় ছিঁড়ে সম্মানহানি ঘটান।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত