নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে অ্যাডভোকেট এহসানুল হক সমাজীকে নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। আজ বুধবার দুপুরে তাঁরা বিক্ষোভ করেন।
দুপুরে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইকবাল হোসেন ও ওমর ফারুকীর নেতৃত্বে বিএনপিপন্থী আইনজীবীরা সমিতি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন।
পরে তাঁরা বিভিন্ন আদালতে গিয়ে নবনিযুক্ত পিপিকে মামলা পরিচালনা করতে বাধা দেন। তাঁরা পিপির অফিস তালাবদ্ধ করে রাখেন।
ঢাকার আইনজীবী দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, দুপুর থেকে আইনজীবী সমিতি ভবনের সামনে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। নব নিযুক্ত পিপি এহসানুল হক সমাজীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
আরেক সিনিয়র আইনজীবী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঢাকা মহানগর দায়রা জজ আদালতে গিয়ে বিএনপিপন্থী আইনজীবীরা হইচই করেন। নতুন পিপি নিয়োগের বিষয়ে তারা আপত্তি জানান। ওই আদালতে যাতে নবনিযুক্ত পিপি মামলা পরিচালনা করতে না পারেন সেজন্য তারা সেখানে এক ঘণ্টার মতো অবস্থান করেন।
উল্লেখ্য, মঙ্গলবার ফৌজদারি বিশেষজ্ঞ এহসানুল হক সমাজীকে ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়া হয়।
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত একটি চিঠি ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে নতুন মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে এহসানুল হক সমাজীর নিয়োগের বিষয়টি জানানো হয়।
তিনি আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবুর স্থলাভিষিক্ত হন। একই চিঠিতে আবদুল্লাহ আবুর নিয়োগ বাতিল করা হয়।
অ্যাডভোকেট সমাজী ২০০৭ সাল থেকে ২০০৯ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার আমলে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) ছিলেন। তিনি ওই সময় দুর্নীতি দমন কমিশনের বিশেষ পিপি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তিনি বাংলাদেশে প্রচলিত ফৌজদারি কার্যবিধির প্রয়োজনীয় সংশোধনীর উদ্দেশ্যে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) পরিচালিত জাতীয় পরামর্শক সংস্থার আইন পরামর্শক হিসেবেও কাজ করেছেন।
১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে স্নাতক ও ১৯৮৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন সমাজী। ১৯৮৬ সালে তিনি আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্ত হন।
সকালে এহসানুল হক সমাজী আজকের পত্রিকাকে পিপি হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। বিকেলের পর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে অ্যাডভোকেট এহসানুল হক সমাজীকে নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। আজ বুধবার দুপুরে তাঁরা বিক্ষোভ করেন।
দুপুরে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইকবাল হোসেন ও ওমর ফারুকীর নেতৃত্বে বিএনপিপন্থী আইনজীবীরা সমিতি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন।
পরে তাঁরা বিভিন্ন আদালতে গিয়ে নবনিযুক্ত পিপিকে মামলা পরিচালনা করতে বাধা দেন। তাঁরা পিপির অফিস তালাবদ্ধ করে রাখেন।
ঢাকার আইনজীবী দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, দুপুর থেকে আইনজীবী সমিতি ভবনের সামনে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। নব নিযুক্ত পিপি এহসানুল হক সমাজীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
আরেক সিনিয়র আইনজীবী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঢাকা মহানগর দায়রা জজ আদালতে গিয়ে বিএনপিপন্থী আইনজীবীরা হইচই করেন। নতুন পিপি নিয়োগের বিষয়ে তারা আপত্তি জানান। ওই আদালতে যাতে নবনিযুক্ত পিপি মামলা পরিচালনা করতে না পারেন সেজন্য তারা সেখানে এক ঘণ্টার মতো অবস্থান করেন।
উল্লেখ্য, মঙ্গলবার ফৌজদারি বিশেষজ্ঞ এহসানুল হক সমাজীকে ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়া হয়।
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত একটি চিঠি ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে নতুন মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে এহসানুল হক সমাজীর নিয়োগের বিষয়টি জানানো হয়।
তিনি আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবুর স্থলাভিষিক্ত হন। একই চিঠিতে আবদুল্লাহ আবুর নিয়োগ বাতিল করা হয়।
অ্যাডভোকেট সমাজী ২০০৭ সাল থেকে ২০০৯ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার আমলে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) ছিলেন। তিনি ওই সময় দুর্নীতি দমন কমিশনের বিশেষ পিপি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তিনি বাংলাদেশে প্রচলিত ফৌজদারি কার্যবিধির প্রয়োজনীয় সংশোধনীর উদ্দেশ্যে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) পরিচালিত জাতীয় পরামর্শক সংস্থার আইন পরামর্শক হিসেবেও কাজ করেছেন।
১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে স্নাতক ও ১৯৮৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন সমাজী। ১৯৮৬ সালে তিনি আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্ত হন।
সকালে এহসানুল হক সমাজী আজকের পত্রিকাকে পিপি হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। বিকেলের পর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়।
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ডিসি রদবদল হলে সেই উদ্ধার করা জায়গা আরেক দখলদারের
২ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
২ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
২ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
২ ঘণ্টা আগে