Ajker Patrika

এমপির বিরুদ্ধে গরু চুরির অভিযোগ তুললেন যুবলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৪: ১০
এমপির বিরুদ্ধে গরু চুরির অভিযোগ তুললেন যুবলীগ নেতা

কক্সবাজার ১ আসনের সংসদ সদস্য জাফর আলম এমপির বিরুদ্ধে গরু চুরিসহ কয়েকটি অভিযোগ তুলে প্রতিকারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন চকরিয়া উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি মোজাফফর হোসেন পল্টু। আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তোলেন তিনি। 

সংবাদ সম্মেলনে পল্টু অভিযোগ করেন, জাফর আলম এমপি নির্বাচিত হওয়ার পর তাঁর ছেলে তুহিনের নেতৃত্বে এমপি লীগ ও স্বাধীন মঞ্চ নামে সন্ত্রাসী সংগঠন করেন। এই সংগঠনগুলো বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগ নিধনের জন্য করা হয়েছে। এসব সংগঠনের মাধ্যমে খুন, ইয়াবা ব্যবসা, গরু-মহিষ চুরি, দখল-বেদখল, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীদের ওপর হামলা, মার্কেটে ছিনতাই অব্যাহত রাখেন তাঁরা। 

যুবলীগ নেতা পল্টু জানান, ‘চকরিয়া পৌর নির্বাচনে আমি নৌকার পক্ষে কাজ করায় এমপির ভাতিজা স্বতন্ত্র প্রার্থী হয়ে ফেল করে। ফলে প্রতিশোধপরায়ণ হয়ে আমার জমি জবর-দখল, হত্যাচেষ্টা ও বলপ্রয়োগের মাধ্যমে আমাকে এলাকাছাড়া করে।’ 

তিনি বলেন, ‘এলাকাছাড়া হয়ে এখন আমি আমার জবরদখলকৃত জমি বুঝিয়ে দেওয়া এবং স্বাভাবিক জীবনে ফিরতে জাফর আলম এমপি ও তাঁর সন্ত্রাসীদের শাস্তির দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত