Ajker Patrika

সোহাগ হত্যা: বিচারিক কমিশন চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১৫: ৩০
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনা তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে।

আজ রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূছ আলী আকন্দ এই রিট করেন। হত্যাকাণ্ডে সরাসরি জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করতে নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

আইনজীবী ইউনূছ আলী আকন্দ আজকের পত্রিকাকে বলেন, ‘বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার বেঞ্চে রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।’

গত ৯ জুলাই পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনের রাস্তায় প্রকাশ্যে সোহাগকে পিটিয়ে কংক্রিটের বোল্ডাল দিয়ে থেঁতলে হত্যা করা হয়।

এখন পর্যন্ত এ ঘটনায় পুলিশ ও র‍্যাব পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে গত শুক্রবার এই মামলায় গ্রেপ্তার মাহমুদুল হাসান মহিনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মহীনের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত রবিন। আর গ্রেপ্তার টিটন গাজীকে গতকাল আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। পরে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন—মাহমুদুল হাসান মহিন, তারেক রহমান রবিন, টিটন গাজী, সারোয়ার হোসেন টিটু, মনির ওরফে ছোট মনির, আলমগীর, মনির ওরফে লম্বা মনির, মো. নান্নু, সজীব, রিয়াদ, রাজীব, সাবা করিম লাকী, কালু ওরফে স্বেচ্ছাসেবক কালু, রজব আলী পিন্টু, সিরাজুল ইসলাম, মিজান, অপু দাস, হিম্মত আলী ও আনিসুর রহমান হাওলাদার।

তাঁদের মধ্যে মাহমুদুল হাসান মহিন, তারেক রহমান রবিন, মনির ওরফে লম্বা মনির, আলমগীর এবং টিটন গাজীকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত