Ajker Patrika

অবহেলা ও ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাঙচুর

মাদারীপুর প্রতিনিধি
অবহেলা ও ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাঙচুর

মাদারীপুরে চিকিৎসকের দায়িত্ব অবহেলায় প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ঘণ্টাব্যাপী ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ স্বজনেরা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত লাকী বেগম (৩০) মাদারীপুর শহরের শান্তিনগর এলাকার মন্টু বেপারীর স্ত্রী। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের শান্তিনগর এলাকার মন্টু বেপারীর স্ত্রী লাকী বেগমের গতকাল বুধবার রাতে প্রসব বেদনা শুরু হয়। রাত সাড়ে ১১টার দিকে মাদারীপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভর্তি করা হয়। এরপর পরিবার পরিকল্পনা পরিদর্শক তাছলিমা বেগম নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব করান। এরপর লাকীর অবস্থা গুরুতর হয়। 

ভাঙচুরে কাচ ভেঙে পড়ে আছে। ছবি: আজকের পত্রিকাদায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার আমেনা খাতুনকে হাসপাতাল থেকে ফোন করে ঘটনা জানানো হয়। এ সময় তিনি হাসপাতালে না এসেই ফোনে লাকীকে সদর হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। সেখান থেকে দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক লাকীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ফরিদপুর নেওয়ার মাঝপথেই লাকী মারা যান। 

এই ঘটনাকে কেন্দ্রে করে আজ বৃহস্পতিবার দুপুরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সামনে বিক্ষোভ করেন নিহতে পরিবারের লোকজন। একপর্যায়ে হামলা ও ভাঙচুর করেন তাঁরা। খবর পেয়ে মাদারীপুর সদর থানা-পুলিশের পাশাপাশি জেলার গোয়েন্দা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

নিহতের স্বজনদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকালাকীর স্বামী মন্টু বেপারী বলেন, ‘ভুল চিকিৎসা ও অবহেলায় আমার স্ত্রীর অনেক রক্তক্ষরণ হয়। আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়লে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের প্রধান আমেনা খাতুন হাসপাতালে আসেননি। তিনি ফোনে সদর হাসপাতালে পাঠানো নির্দেশ দিয়েছেন। আমি এই ঘটনার বিচার চাই।’ 

মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার (অতিরিক্ত দায়িত্বে) ডা. আমেনা খাতুন বলেন, ভুল কিংবা অবহেলা নয়, সঠিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছিল লাকির। নরমাল ডেলিভারি করতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাঁকে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

নিহতের স্বজনেরা। ছবি: আজকের পত্রিকামাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম সরদার বলেন, প্রসূতি মায়ের মৃত্যুকে কেন্দ্র করে মাদারীপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে হামলা-ভাঙচুরের খবরে পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত