Ajker Patrika

মাভাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. সাইফুল্লাহ ও সাধারণ সম্পাদক ড. মাসুদার

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৩: ৫৫
মাভাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. সাইফুল্লাহ ও সাধারণ সম্পাদক ড. মাসুদার

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাহী পরিষদ-২০২২ নির্বাচনে সভাপতি পদে প্রফেসর ড. এ এস এম সাইফুল্লাহ ও সাধারণ সম্পাদক পদে প্রফেসর ড. মো. মাসুদার রহমান নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৩টি প্যানেল থেকে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। 

বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত প্রগতিশীল শিক্ষক সমাজ থেকে সহসভাপতি পদে মো. আশরাফুল আলম, নির্বাহী সদস্য পদে প্রতুল দীপ্ত সমাদ্দার প্রথম, ড. মো. খাইরুল ইসলাম তৃতীয়, মো. মনিরুজ্জামান মুজিব চতুর্থ, ড. আশেকুল ইসলাম পঞ্চম ও মুহাম্মদ জসীম উদ্দিন ষষ্ঠ নির্বাচিত হয়েছেন। 

 ‘বঙ্গবন্ধু পরিষদ’ মনোনীত মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত গণতান্ত্রিক শিক্ষক প্যানেল ‘নীল দল’ থেকে কোষাধ্যক্ষ পদে ড. মো. নাজমুস সাদেকীন, যুগ্ম সম্পাদক পদে ড. মো. রোস্তম আলী, দপ্তর সম্পাদক পদে ড. মো. আবীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. আব্দুর রাজ্জাক, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে মো. আহসান হাবীব, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক পদে বৃষ্টি চক্রবর্তী ও নির্বাহী সদস্য পদে ড. আশরাফ হোসাইন তালুকদার নির্বাচিত হয়েছেন। 

নির্বাচনে ২৪৩ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করা হয়েছে ১৮১টি। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর ড. রোকেয়া বেগম এবং নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ড কে এম কাদেরী কিবরিয়া ও মোছা. নুরজাহান খাতুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত