Ajker Patrika

প্রবাসী সুরক্ষা আইনসহ ১০ দফা দাবি প্রবাসী অধিকার পরিষদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৫: ৫২
প্রবাসী সুরক্ষা আইনসহ ১০ দফা দাবি প্রবাসী অধিকার পরিষদের

প্রবাসীদের সুবিধার্থে প্রবাসী সুরক্ষা আইনসহ ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ। এ ছাড়া অবিলম্বে বিমানের টিকিটের দাম কমানোর দাবি জানিয়েছে তারা। আজ রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। 

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. কবীর হোসেন জানান, সরকারি হিসাব অনুযায়ী এখন পর্যন্ত প্রায় ১ কোটি ২০ লাখ বাংলাদেশি নাগরিক প্রবাসী হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছে, যা বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ১১ শতাংশ। 

মো. কবীর হোসেন বলেন, ‘উচ্চশিক্ষা ও উন্নত জীবনযাপনের লক্ষ্যে বিপুলসংখ্যক বাংলাদেশি নাগরিক তাঁদের শ্রম ও মেধা কাজে লাগিয়ে উপার্জিত বৈদেশিক অর্থ বাংলাদেশে পাঠাচ্ছেন। এর মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন ও অর্থনীতি গতিশীল রাখতে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।’ 

নাগরিক হিসেবে সব নাগরিক অধিকারের পূর্ণ প্রাপ্যতা থাকলেও প্রকৃত অর্থে প্রবাসী বাংলাদেশি নাগরিকেরা তাঁদের ন্যায্য নাগরিক অধিকার থেকে বঞ্চিত উল্লেখ করে তিনি বলেন, ‘সকল বাংলাদেশি প্রবাসীর সুযোগ-সুবিধা, নাগরিক অধিকার, স্বার্থ সংরক্ষণ, প্রাপ্য অধিকার আদায়, ন্যায়বিচার নিশ্চিত করা এবং সেই সঙ্গে সব প্রবাসী ও প্রবাসীদের পরিবারের নিরাপত্তা, শিক্ষা, চিকিৎসাসহ সব ন্যায্য অধিকার সুনিশ্চিত করা সরকার ও রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য।’ 

এ সময় তিনি প্রবাসীদের অধিকার রক্ষায় প্রবাসী সুরক্ষা আইন প্রণয়ন ও যথাযথ বাস্তবায়নের দাবি জানান। এ ছাড়া তিনি প্রবাসে মারা যাওয়া সব বাংলাদেশি নাগরিকদের মৃতদেহ রাষ্ট্রীয় খরচে দেশে নিয়ে আসা, প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র ও ভোটাধিকার নিশ্চিত করা, বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ করা, প্রবাসীদের জন্য যুগোপযোগী দ্বৈত নাগরিকত্ব আইন ও পেনশন সুবিধা প্রদান, পাসপোর্ট সংশোধনের সুযোগসহ দালালমুক্ত পাসপোর্ট ও দূতাবাস নিশ্চিত করা, জাতীয় বাজেটে প্রবাসীদের জন্য বিশেষ বরাদ্দ রাখা, বিদেশে কাগজপত্রবিহীন প্রবাসীদের বৈধকরণে সরকারি সহায়তা, বিদেশে প্রবাসীদের জন্য পর্যাপ্ত বাংলাদেশি দূতাবাস ও শ্রমকল্যাণ উইং গঠন, অভিবাসন ব্যয় ১ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ ও প্রবাসফেরতদের কর্মসংস্থান, সুদমুক্ত পর্যাপ্ত ঋণসুবিধা প্রদানের দাবি জানান। 

বক্তারা সমাবেশে বলেন, বাংলাদেশ বিমানসহ অন্যান্য দেশীয় উড়োজাহাজ সংস্থার টিকিটের অতিরিক্ত ভাড়া বেড়ে যাওয়ায় বিদেশে কর্মস্থলে যেতে সমস্যায় পড়ছেন হাজার হাজার প্রবাসী কর্মী। টিকিটের দামের এমন লাগামহীন ঊর্ধ্বগতি অভিবাসীদের জন্য এক মহাসংকট এবং দেশের অর্থনীতির জন্য অত্যন্ত নেতিবাচক। এতে অভিবাসন ব্যয় অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে।

সমাবেশে বক্তারা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কাছে মধ্যপ্রাচ্যগামী বাংলাদেশ বিমানসহ অন্যান্য দেশীয় উড়োজাহাজ সংস্থার টিকিটের বাড়তি দাম কমানো, সরকারি সংস্থা বাংলাদেশ বিমানসহ অন্যান্য দেশীয় উড়োজাহাজ সংস্থার মধ্যপ্রাচ্যে ফ্লাইট বৃদ্ধি এবং উড়োজাহাজ সংস্থার টিকিটের অতিরিক্ত মূল্যবৃদ্ধি ঠেকাতে রেগুলেটরি বোর্ডে গঠনের দাবিও জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

রূপপুর পরমাণু কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত