Ajker Patrika

সবুজবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিনিধি
সবুজবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর সবুজবাগের কদমতলার একটি বাসা থেকে শ্রাবনী জামাল নিপা (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে কদমতলার একটি বাসার দ্বিতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

সবুজবাগ থানার এসআই রবিন আওয়াল জানান, ভোরে খবর পেয়ে কদমতলার বাসা থেকে দরজা ভেঙে নিপার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাঁকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠান হয়। 

এসআই আরও জানান, নিপা একমাত্র ছেলে আবদুল্লাহ নাহিয়ানকে (৭) নিয়ে কদমতলার বাসায় থাকতেন। তিনি বাসার পাশেই থ্রিপিসের ব্যবসা করতেন। স্বামী আয়াতুল্লাহর সঙ্গে মনোমালিন্যের কারণে তিন বছর যাবৎ আলাদা থাকতেন। মানসিকভাবেও বিষণ্ন ছিলেন নিপা। স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। 

নিপার মামা খাইরুল আহসান জানান, তাঁদের বাড়ি বরিশাল জেলার মুলাদি উপজেলার ব্রজমোহন গ্রামে। নিপার বাবার নাম আনিছুজ্জামান। নিপা নিজে পছন্দ করে বিয়ে করেছিল আয়াতুল্লাহকে। তাঁদের ঘরে ৭ বছরের ছেলে সন্তান আছে। বিয়ের আগে তাঁর স্বামী কাপড়ের ব্যবসা করতেন। ব্যবসায় লোকসান হওয়ায় ব্যবসা বন্ধ হয়ে যায়। তারপর তেমন কিছুই করতেন না। এসব বিষয় নিয়ে গত তিন বছর আগে স্বামীর সঙ্গে ঝগড়া লাগে। তারপর ছেলেকে নিয়ে আলাদা থাকত নিপা। স্বামী আয়াতুল্লাহ ডেমরা এলাকায় থাকেন। পুলিশের মাধ্যমে জানতে পেরেছি নিপা আত্মহত্যা করেছে। 

স্বামী আয়াতুল্লাহ বলেন, নিপার সঙ্গে বিয়ের আগে কাপড়ের ব্যবসা করতাম। ব্যবসায় লোকসানের কারণে বেশ কিছুদিন বেকার হয়ে পড়ি। সংসার চালানো খুব কষ্টকর হয়ে পড়ে। সিদ্ধান্ত নিই গ্রামের বাড়ি ময়মনসিংহে নিয়ে যাব। কিন্তু সে গ্রামে যেতে রাজি হয় না। এ সব বিষয় নিয়ে মাঝে মাঝে ঝগড়া হতো। তিন বছর আগে আমি আলাদা থাকতে শুরু করি। রাতে শুনতে পাই নিপা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

১৫ বছর যাদের জন্য লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত