Ajker Patrika

ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের যুবক নিহত

মাদারীপুর প্রতিনিধি
ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের যুবক নিহত

ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুর সদর উপজেলার ধুরাইল এলাকার সানজিদ হাওলাদার (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। বাংলাদেশ সময় গতকাল বুধবার রাতে ইতালির টারান্ত শহরে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মাদারীপুর সদরের ধুরাইল ইউনিয়নের ধুরাইল এলাকার মো. লিটন হাওলাদারের ছেলে সানজিদ হাওলাদার প্রায় দুই বছর আগে ইতালি যান। সেখানে ভালো চাকরি করতেন তিনি। গতকাল বুধবার রাতে ইতালিতে কাগজপত্র করার জন্য আঙুলের ছাপ দিতে বাসা থেকে বের হন। ইতালির টারান্ত এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহতের বাবা লিটন হাওলাদার বলেন, ‘ছেলেকে হারানোর শোক কীভাবে সইব! এখন ওর মুখটা শেষবারের মতো একবার দেখতে চাই। সরকারের কাছে আমাদের দাবি, আমার ছেলের লাশটা যেন বাংলাদেশে আনতে পারি, সেই ব্যবস্থা যেন করে দেয়।’

নিহতের মা শান্তি বেগম বলেন, ‘আমার তিন মেয়ে আর এই একটাই ছেলে। সেই ছেলেটা আজ ইতালি গিয়ে লাশ হলো। এটা আমি কীভাবে মেনে নেব। আমার ছেলেটার মুখ আমি শেষবারের মতো দেখতে চাই। যেভাবেই হোক আমার ছেলেকে দেশে এনে দাফনের ব্যবস্থা করা হোক।’

স্থানীয় ধুরাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাওলাদার বলেন, ‘আমার চাচাতো ভাই লিটন হাওলাদারের একমাত্র ছেলে বাংলাদেশ সময় বুধবার রাতে ইতালিতে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আমরা তার লাশ বাংলাদেশে আনার চেষ্টা করছি।’

এ বিষয়ে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ঘটনার কথা নিহতের পরিবার থেকে এখনো কেউ জানায়নি। তবে তারা চাইলে লাশ আনার ব্যাপারে অবশ্যই নিয়ম অনুযায়ী সহযোগিতা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত