টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
কিশোরকে বলাৎকারের অভিযোগ এনে গাজীপুরের পুবাইল এলাকায় মসজিদের ইমাম রইজ উদ্দিনকে মারধর ও কারাগারে মৃত্যুর ঘটনায় মধ্যরাতে সংবাদ সম্মেলন করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে টঙ্গী পূর্ব থানায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলন বলা হয়, গত রোববার সকালে গাজীপুরের হায়দরাবাদ এলাকায় এক কিশোরকে বলাৎকারের অভিযোগে মসজিদের ইমাম রইজ উদ্দিনকে আটক করে গাছে বেঁধে মারধর করেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ রইজকে হেফাজতে নিয়ে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়।
পরে রোববার দুপুরে কিশোরের বাবা মাইনুদ্দিন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ মসজিদের ইমাম রইজ উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠান। আদালতের বিচারক তাঁকে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত সোমবার ভোর সাড়ে ৩টার দিকে জেলা কারাগারে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে রইজ উদ্দিনের পরিবারের পক্ষ থেকে পুবাইল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ, দক্ষিণ) নূর মোহাম্মদ নাসিরুদ্দিন।
সম্মেলনে নূর মোহাম্মদ নাসিরুদ্দিন আরও জানান, মসজিদের ইমাম রইজ উদ্দিনের বিরুদ্ধে এর আগে শিশু বলাৎকার ও নারী নির্যাতনের অভিযোগের তথ্য পাওয়া গেছে। রইজ উদ্দিনের মৃত্যুকে কেন্দ্র করে সম্মানিত আলেম সমাজের একাংশের কেউ কেউ ভুল তথ্যের ভিত্তিতে ধর্মপ্রাণ মুসলমানদের আবেগকে পুঁজি করে তদন্তপ্রক্রিয়ায় প্রভাব বিস্তার করা এবং দেশব্যাপী অস্থিতিশীলতা ও অরাজক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে।
ইতিমধ্যে থানা ঘেরাও, অবরোধসহ বিভিন্ন স্থানে মানববন্ধন, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভাসহ নানা কর্মসূচি পালন করেছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নানা রকম অপপ্রচার ও উসকানিমূলক গুজব প্রচার করে জনমনে বিভ্রান্তি তৈরি করছেন। যা স্বাভাবিক আইন ও বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে।
তা ছাড়া যৌন হয়রানির স্বীকার হয়েছেন এমন পাঁচজন নারী ও শিশু আইন অনুযায়ী আদালতে মসজিদের ইমাম রইজ উদ্দিনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন।
কিশোরকে বলাৎকারের অভিযোগ এনে গাজীপুরের পুবাইল এলাকায় মসজিদের ইমাম রইজ উদ্দিনকে মারধর ও কারাগারে মৃত্যুর ঘটনায় মধ্যরাতে সংবাদ সম্মেলন করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে টঙ্গী পূর্ব থানায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলন বলা হয়, গত রোববার সকালে গাজীপুরের হায়দরাবাদ এলাকায় এক কিশোরকে বলাৎকারের অভিযোগে মসজিদের ইমাম রইজ উদ্দিনকে আটক করে গাছে বেঁধে মারধর করেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ রইজকে হেফাজতে নিয়ে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়।
পরে রোববার দুপুরে কিশোরের বাবা মাইনুদ্দিন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ মসজিদের ইমাম রইজ উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠান। আদালতের বিচারক তাঁকে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত সোমবার ভোর সাড়ে ৩টার দিকে জেলা কারাগারে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে রইজ উদ্দিনের পরিবারের পক্ষ থেকে পুবাইল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ, দক্ষিণ) নূর মোহাম্মদ নাসিরুদ্দিন।
সম্মেলনে নূর মোহাম্মদ নাসিরুদ্দিন আরও জানান, মসজিদের ইমাম রইজ উদ্দিনের বিরুদ্ধে এর আগে শিশু বলাৎকার ও নারী নির্যাতনের অভিযোগের তথ্য পাওয়া গেছে। রইজ উদ্দিনের মৃত্যুকে কেন্দ্র করে সম্মানিত আলেম সমাজের একাংশের কেউ কেউ ভুল তথ্যের ভিত্তিতে ধর্মপ্রাণ মুসলমানদের আবেগকে পুঁজি করে তদন্তপ্রক্রিয়ায় প্রভাব বিস্তার করা এবং দেশব্যাপী অস্থিতিশীলতা ও অরাজক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে।
ইতিমধ্যে থানা ঘেরাও, অবরোধসহ বিভিন্ন স্থানে মানববন্ধন, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভাসহ নানা কর্মসূচি পালন করেছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নানা রকম অপপ্রচার ও উসকানিমূলক গুজব প্রচার করে জনমনে বিভ্রান্তি তৈরি করছেন। যা স্বাভাবিক আইন ও বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে।
তা ছাড়া যৌন হয়রানির স্বীকার হয়েছেন এমন পাঁচজন নারী ও শিশু আইন অনুযায়ী আদালতে মসজিদের ইমাম রইজ উদ্দিনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এবার বাস বন্ধ করে দিয়েছেন খোদ মালিকেরাই। বৃহস্পতিবার রাত ১০টা থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন।
১ ঘণ্টা আগেএকপর্যায়ে চালক পেছনের দুই যাত্রীকে ‘বস বস’ বলে কী যেন বলতে থাকেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার পার হওয়ার পর তাঁর সঙ্গে থাকা দুই যাত্রী হঠাৎ মোকসেদ আলীর চোখ ও হাত-পা বেঁধে ফেলেন। তখন তিনি বুঝতে পারেন, তাঁর সঙ্গে দাঁড়িয়ে থাকা যাত্রীরা আদতে অপহরণকারী চক্রের সদস্য।
২ ঘণ্টা আগেনওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
২ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফলে একটি সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিপুলসংখ্যক নতুন ও পুরোনো পাঠ্যবই বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের সহযোগিতায় শিক্ষার্থীরা বইগুলো উদ্ধার করে স্কুলে জমা দিয়েছে।
২ ঘণ্টা আগে