Ajker Patrika

দুই জঙ্গি ছিনতাই: আগাম গোয়েন্দা তথ্য না থাকাকে ব্যর্থতা হিসেবে দেখছে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুই জঙ্গি ছিনতাই: আগাম গোয়েন্দা তথ্য না থাকাকে ব্যর্থতা হিসেবে দেখছে র‍্যাব

আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গি ছিনতাই ঘটনা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায় এড়াতে পারে না বলে উল্লেখ করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। আজ সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

খন্দকার আল মঈন বলেছেন, ‘যদি আগাম গোয়েন্দা তথ্য থাকত তাহলে এই ঘটনায় আমাদের প্রস্তুতি থাকত। পূর্ব প্রস্তুতি থাকলে পদক্ষেপ নেওয়া সহজ হতো এবং তাহলে জঙ্গি ছিনতাইয়ের ঘটনা রোধ করতে পারতাম। এ জন্য আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায় এড়াতে পারি না।’ 

আদালত চত্বর থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনা সম্পর্কে দেশবাসী জানতে চায়। জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় আগাম গোয়েন্দা তথ্য ছিল কিনা? আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় দায় এড়ানো যায় কী? ছিনতাই হওয়া জঙ্গিরা কোথায়? এমন কতগুলো প্রশ্নের উত্তরে মঈন বলেন, ‘আদালত প্রাঙ্গণ থেকে ছিনতাই হওয়া দুই জঙ্গিকে পুনরায় গ্রেপ্তার র‍্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে। যারা আদালত প্রাঙ্গণ থেকে পালিয়েছে তাদের পূর্বের অপরাধ কার্যক্রম, তাদের বিচরণ, সিসিটিভি বিশ্লেষণসহ সার্বিক দিক মূল্যায়ন করা হচ্ছে।’ 

এ ধরনের ঘটনা রোধে সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন উল্লেখ করে কমান্ডার মঈন বলেন, ‘আমরা মনে করি, কারাগার নিরাপত্তায় নিয়োজিত বিভাগ, গোয়েন্দাসহ সকলের পক্ষ থেকে যদি সমন্বিত উদ্যোগ নেওয়া হয়তো এমন ঘটনা ঘটতো না। ২০১৪ সালে এমন একটি ঘটনা ঘটেছিল। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্য নিহত হয়েছিল। তারপর অনেক দিন পর এমন একটি ঘটনা ঘটল।’ 

আমরা আত্মতুষ্টিতে ভুগছি না উল্লেখ করে কমান্ডার মঈন বলেন, ‘আমরা সব সময় নজরদারি রাখছি, আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। এমন না যে, এমন ঘটনায় আমরা শতভাগ ফুলফিল করে কাজ করতে পেরেছি। দুই জঙ্গি পালিয়ে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের দায়বদ্ধতা রয়েছে। একইভাবে তাদের আইনের আওতায় নিয়ে আসতে র‍্যাবসহ অন্যান্য সকল আইন-শৃঙ্খলা বাহিনীর কাজ করে যাচ্ছে।’ 

পালিয়ে যাওয়া দুই জঙ্গি কোথায়: দেশে নাকি দেশের বাইরে? জানতে চাইলে র‍্যাবের মুখপাত্র বলেন, ‘এই মুহূর্তে এটা বলার অবকাশ রাখছে না। আমরা কাজ করছি। আমরা তাদের পালানো, বিচরণ, সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ তথ্যপ্রযুক্তির সহায়তায় কাজ করে যাচ্ছি।’

এই সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত