Ajker Patrika

ওসির ‘ঘুষ চাওয়ার’ কথোপকথনের অডিও ফরেনসিক যাচাই হবে: গাজীপুরের এসপি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল। ছবি: সংগৃহীত
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরের এক ঝুট ব্যবসায়ীর সঙ্গে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মণ্ডলের ‘ঘুষ চাওয়ার’ কথোপকথনের অডিও প্রকাশের পর তা তদন্ত করতে ফরেনসিক যাচাই করবে পুলিশ। এ ঘটনায় ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছ। তবে তদন্ত কমিটির সদস্যদের নাম প্রকাশে অনীহা প্রকাশ করেছেন গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে আজকের পত্রিকাকে গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা তদন্ত করছি। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এটার ফরেনসিক যাচাই করব। যেহেতু অডিও আসছে। যার অডিও, তাঁকেও আমি আমার অফিসে ডেকেছি। তিনি আসবেন। তিনি আসলে পুরো বিষয়টি নিয়ে আমি কথা বলব। বিষয়টি সম্পর্কে জেনে বুঝে আবশ্যই আমরা ব্যবস্থা নেব। আমরা সবাইকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে চাই। তবে তদন্ত কমিটিতে কারা আছেন, তা সুষ্ঠু তদন্তের স্বার্থে এখনই জানাতে চাই না।’

উল্লেখ্য, শ্রীপুরে এক ঝুট ব্যবসায়ীর কাছে ঘুষ চাওয়া-সম্পর্কিত কথোপকথনের একটি অডিও গত রোববার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ছড়াতে থাকে।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই ব্যবসায়ীর নাম সেলিম সিকদার। তিনি শ্রীপুরের নগরহাওলা গ্রামের জালাল উদ্দিনের ছেলে। অন্যদিকে কথোপকথনে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তা মো. জয়নাল আবেদীন মণ্ডল। তিনি শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্বে আছেন। তবে পরবর্তীকালে ওসি অবশ্য দাবি করেছেন তিনি এ ধরনের কথা বলেননি। তাঁর কণ্ঠ সম্পাদনা করে ছড়ানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত