Ajker Patrika

পি কে হালদারসহ ২৮ জনকে আসামি করে দুদকের মামলার   

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পি কে হালদারসহ ২৮ জনকে আসামি করে দুদকের মামলার   

দুটি অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ঋণ তুলে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ৮২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আলোচিত প্রশান্ত কুমার হালদারসহ ২৮ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুপুরে সংস্থাটির উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন। 

গুলশান আনোয়ার জানান, দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ দায়ের করা মামলা দুটোতেই আসামি করা হয়েছে পি কে হালদারকে। এ ছাড়া মামলা দুটোর অন্যতম আরেক আসামি হলেন এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্টের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাসেল শাহরিয়ার।
 
মামলার এজাহার সূত্রে জানা যায়, এফএএস ফাইন্যান্স থেকে ভুয়া প্রতিষ্ঠান এস এ এন্টারপ্রাইজের নামে ৪২ কোটি টাকা ঋণের নামে তুলে তা আত্মসাৎ করেন আসামিরা। অপর মামলার এজাহারে বলা হয়, পিকে হালদার, রাসেল শাহরিয়ার ও উজ্জ্বল কুমার নন্দীর সহায়তায় সন্দ্বীপ করপোরেশন নামের আরেক প্রতিষ্ঠান দেখিয়ে ৪০ কোটি টাকা আত্মসাৎ ও পাচার করা হয়।
 
এদিকে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের সাবেক ব্যবস্থাপনা পরিচালক রাসেল শাহরিয়ার ১৬৪ ধারায় গতকাল বুধবার আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দিতে বলেছেন, তার নিয়োগ মূলত পি কে হালদার দিয়েছেন। মাঝে মাঝেই এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের বোর্ড মিটিংয়ে অংশগ্রহণ করতেন এবং ঋণ অনুমোদনে ভূমিকা পালন করতেন পিকে। বিভিন্ন অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ঋণ অনুমোদনের পর ঋণের বেশির ভাগ অর্থ পি কে হালদারের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন অস্তিত্বহীন প্রতিষ্ঠান ও ব্যক্তির হিসাবে, এমনকি নিজ হিসাবে তার নির্দেশে প্রেরণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত