Ajker Patrika

রাজধানীতে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

রাজধানীর নিউ বেইলী রোডের একটি বাসার ছাদ থেকে পড়ে লাবণ্য প্রামাণিক (৫৭) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।

আজ রোববার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

রমনা থানার এসআই মো. ইউনুস মোল্লা বলেন, খবর পেয়ে সকালে নিউ বেইলি রোডের ১৪৬ নম্বর বাসার নিচে থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। তার স্বামীর নাম তাপস প্রামাণিক। বেইলি রোডের ওই বাড়িটির ১২ তলায় স্বামীর সঙ্গে বসবাস করতেন লাবণ্য। কিন্তু তিনি বিশতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে বলে জানান ইউনুস।

মৃত লাবণ্যর ড্রাইভার রিপন বদ্দি জানান, লবণ্যের বাড়ি নড়াইলে। তিনি নিউ বেইলি রোডের বাসাটিতে স্বামীর সঙ্গে থাকতেন। তার স্বামী ব্যবসায়ী। তাদের একমাত্র ছেলে অরিন্দম প্রামাণিক তার স্ত্রী সন্তান নিয়ে কানাডাতে থাকেন।

লাবণ্য প্রামাণিক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন জানিয়ে রিপন আরও জানান, সকালে স্বামী-স্ত্রী দুজনই বাসায় ছিলেন। সকাল ১০টার একটু আগে লাবণ্য ছাদে যান হাটাহাটি করতে। কিছুক্ষণ পরই শুনতে পাই তিনি নিচে পড়ে গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউর প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত