Ajker Patrika

রাজধানীতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢামেক প্রতিবেদক
আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ২০: ০৮
রাজধানীতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজধানীতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। রামপুরায় কাভার্ড ভ্যানের চাপায় নিহত হন সাদমান সাকিব (৩১) এবং গুলশানে আব্দুল লতিফ (৪৮)। সোমবার ভোরের দিকে এই দুর্ঘটনা দুটি ঘটে। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর ৬টার দিকে সাকিবকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে মারা যান আব্দুল লতিফ।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন ভূঁইয়া জানান, ভোর সাড়ে ৫টার দিকে রামপুরা টিভি সেন্টারের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি কাভার্ড ভ্যান সাদমানকে ধাক্কা দেয়। পরে ওই কাভার্ড ভ্যানচালকই মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, কাভার্ড ভ্যানের চালক সজিবকে আটক করা হয়েছে এবং কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

স্বজনেরা জানান, সাকিবের বাড়ি বগুড়া সদর উপজেলায়। তাঁর বাবার নাম জহুরুল হক। সাকিব খিলক্ষেত লেক সিটিতে থাকতেন এবং আফতাব নগরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ভোরে অফিস থেকে বাসায় ফেরার সময় দুর্ঘটনার শিকার হন তিনি।

এদিকে, মৃত আব্দুল লতিফের ভগ্নিপতি মানিক মিয়া বলেন, ‘তাঁর বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বিশ্বনাথপুর গ্রামে। লতিফের বাবার নাম মফিজ উদ্দিন। স্ত্রী-সন্তান নিয়ে গুলশান নর্দ্দা এলাকায় থাকতেন এবং সেখানেই কাঁচামালের ব্যবসা করতেন তিনি। ভোরবেলায় কারওয়ান বাজার থেকে পিকআপে কাঁচামাল নিয়ে যাচ্ছিলেন নর্দ্দাতে। পথে গুলশান-২-এর ৯২ নম্বর রোডের মাথায় পিকআপ ভ্যানটি আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত বলে জানতে পেরেছি।’

মানিক মিয়া আরও জানান, আহত অবস্থায় তাঁকে পথচারীরা প্রথমে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লতিফকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া আত্মীয়স্বজন জানিয়েছেন, গুলশান-২-এর ৯২ নম্বর রোডের মাথায় একটি কাঁচামালবোঝাই পিকআপ আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এতে এ দুর্ঘটনা ঘটেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত