নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর বাড্ডা থেকে দুই বছর বয়সী এক শিশুকে অপহরণ ও দশ হাজার টাকা মুক্তিপণ দাবির ঘটনায় মুক্তা আক্তার সুমাইয়া (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে বাড্ডা থানা-পুলিশ। আজ সোমবার ভোরে চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার ও শিশুটিকে উদ্ধার করা হয়।
শিশু মরিয়মকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
শিশুটিকে উদ্ধার অভিযানে থাকা বাড্ডা থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম ভূঁইয়া বলেন, এই নারী দীর্ঘ দিন থেকে শিশু চুরি, অপহরণ ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। তিনি মানুষের বাসা-বাড়িতে বুয়া হিসেবে ঢুকে এসব অপকর্ম করেন। আবার কখনো কখনো দীর্ঘদিন থেকে মানুষের বিশ্বাস অর্জন করে তাঁদের শিশু সন্তান চুরি করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন এসব কথা এবং তাঁর সঙ্গে আরও অনেকেই যুক্ত। আমরা তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।
বাচ্চা ফিরে পাওয়ার পর তাঁর মা রিমা বিবি বলেন, ‘আমরা প্রায় দশ বছর সাজেদা ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানে কাজ করেছি। কখনোই বুঝতে পারিনি তাঁর মনে এসব আছে। গত শনিবার রাতে সে আমার বাসায় আসে এবং রাতে আমাদের সঙ্গে থাকেন। পরদিন সকালে আমার মেয়েকে পাউরুটি কিনে দেওয়ার কথা বলে যায় আর আসে নাই। তারপর দুপুরের দিকে আমার স্বামীর নম্বরে ফোন করে ১০ হাজার টাকা চায়। না দিলে মেয়েকে মেরে ফেলার হুমকি দিয়ে ফোন বন্ধ করে রাখে। আমরা থানায় জিডি করি পুলিশ চারপুর থেকে আমাদের মেয়েকে উদ্ধার করে দেয়।’
এ বিষয়ে ডিএমপির গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাজন কুমার সাহা বলেন, ‘অভিযোগ পেয়ে বাড্ডা থানার একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় চাঁদপুরের ফরিদগঞ্জে অভিযান চালিয়ে অপহরণের সঙ্গে জড়িত সুমাইয়াকে গ্রেপ্তার করে। সুমাইয়াকে বাড্ডা থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। সুমাইয়া পেশাদার শিশু চোর চক্রের সদস্য। সে বিভিন্ন শিশুকে টার্গেট করে কৌশলে চুরি করে নিয়ে যায়। অনেক সময় ছোট শিশুদের বিক্রি করে দেয়। আবার কখনো জিম্মি করে মুক্তিপণ আদায় করার তথ্য পাওয়া গেছে। বিষয়টি আমার তদন্ত করছি।’
রাজধানীর বাড্ডা থেকে দুই বছর বয়সী এক শিশুকে অপহরণ ও দশ হাজার টাকা মুক্তিপণ দাবির ঘটনায় মুক্তা আক্তার সুমাইয়া (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে বাড্ডা থানা-পুলিশ। আজ সোমবার ভোরে চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার ও শিশুটিকে উদ্ধার করা হয়।
শিশু মরিয়মকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
শিশুটিকে উদ্ধার অভিযানে থাকা বাড্ডা থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম ভূঁইয়া বলেন, এই নারী দীর্ঘ দিন থেকে শিশু চুরি, অপহরণ ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। তিনি মানুষের বাসা-বাড়িতে বুয়া হিসেবে ঢুকে এসব অপকর্ম করেন। আবার কখনো কখনো দীর্ঘদিন থেকে মানুষের বিশ্বাস অর্জন করে তাঁদের শিশু সন্তান চুরি করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন এসব কথা এবং তাঁর সঙ্গে আরও অনেকেই যুক্ত। আমরা তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।
বাচ্চা ফিরে পাওয়ার পর তাঁর মা রিমা বিবি বলেন, ‘আমরা প্রায় দশ বছর সাজেদা ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানে কাজ করেছি। কখনোই বুঝতে পারিনি তাঁর মনে এসব আছে। গত শনিবার রাতে সে আমার বাসায় আসে এবং রাতে আমাদের সঙ্গে থাকেন। পরদিন সকালে আমার মেয়েকে পাউরুটি কিনে দেওয়ার কথা বলে যায় আর আসে নাই। তারপর দুপুরের দিকে আমার স্বামীর নম্বরে ফোন করে ১০ হাজার টাকা চায়। না দিলে মেয়েকে মেরে ফেলার হুমকি দিয়ে ফোন বন্ধ করে রাখে। আমরা থানায় জিডি করি পুলিশ চারপুর থেকে আমাদের মেয়েকে উদ্ধার করে দেয়।’
এ বিষয়ে ডিএমপির গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাজন কুমার সাহা বলেন, ‘অভিযোগ পেয়ে বাড্ডা থানার একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় চাঁদপুরের ফরিদগঞ্জে অভিযান চালিয়ে অপহরণের সঙ্গে জড়িত সুমাইয়াকে গ্রেপ্তার করে। সুমাইয়াকে বাড্ডা থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। সুমাইয়া পেশাদার শিশু চোর চক্রের সদস্য। সে বিভিন্ন শিশুকে টার্গেট করে কৌশলে চুরি করে নিয়ে যায়। অনেক সময় ছোট শিশুদের বিক্রি করে দেয়। আবার কখনো জিম্মি করে মুক্তিপণ আদায় করার তথ্য পাওয়া গেছে। বিষয়টি আমার তদন্ত করছি।’
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
১ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৪ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৫ ঘণ্টা আগে