নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে নারায়ণগঞ্জের তারাব সাবেক পৌর মেয়র দম্পতির বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আব্দুল মাজেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
উভয় মামলায় আসামি করা হয়েছে সাবেক মেয়র মাহবুবুর রহমান খান ও তার স্ত্রী মহিমা রহমানকে। দুদকের ২০০৪ এর ২৭ (১) ধারা ও দণ্ডবিধি ১০৯ ধারায় মামলায় অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
প্রথম মামলায় মাহবুবুর রহমানের বিরুদ্ধে ১৩ কোটি ৬৭ লাখ ৪১ হাজার ১১১ টাকা স্থাবর ও অস্থাবর সম্পদ অবৈধ উপায়ে অর্জনের অভিযোগ আনা হয়েছে। অন্য মামলায় তার স্ত্রী মহিমা রহমানের বিরুদ্ধে ছয় কোটি ৬৮ লাখ চার হাজার ৩৪৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
দুদক সূত্র জানায়, মাহবুব রহমান বর্তমানে মাহবুবু স্পিনিং মিলস লিমিটেডের চেয়ারম্যান। দুদকের কাছে দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি মোট ১৪ কোটি তিন লাখ ৬৩ হাজার ৭৯৬ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব দিয়েছেন। এর মধ্যে এক কোটি ৫১ লাখ ৭১ হাজার ৬৮৫ টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া গেলেও বাকি টাকার বৈধ উৎস পায়নি দুদক।
অন্যদিকে তার স্ত্রী মিসেস মহিমা রহমান গৃহিণী হলেও ছয় কোটি ৬৮ লাখ টাকার সম্পদ অসাধু উপায়ে অর্জন করেছেন এমন প্রমাণ পাওয়া গেছে দুদকের অনুসন্ধানে। এই সম্পদ তিনি তার স্বামীর অবৈধভাবে অর্জিত অর্থের মাধ্যমে গড়েছেন। সেই কারণে তাকেও সহযোগী আসামি করা হয়েছে।
২০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে নারায়ণগঞ্জের তারাব সাবেক পৌর মেয়র দম্পতির বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আব্দুল মাজেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
উভয় মামলায় আসামি করা হয়েছে সাবেক মেয়র মাহবুবুর রহমান খান ও তার স্ত্রী মহিমা রহমানকে। দুদকের ২০০৪ এর ২৭ (১) ধারা ও দণ্ডবিধি ১০৯ ধারায় মামলায় অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
প্রথম মামলায় মাহবুবুর রহমানের বিরুদ্ধে ১৩ কোটি ৬৭ লাখ ৪১ হাজার ১১১ টাকা স্থাবর ও অস্থাবর সম্পদ অবৈধ উপায়ে অর্জনের অভিযোগ আনা হয়েছে। অন্য মামলায় তার স্ত্রী মহিমা রহমানের বিরুদ্ধে ছয় কোটি ৬৮ লাখ চার হাজার ৩৪৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
দুদক সূত্র জানায়, মাহবুব রহমান বর্তমানে মাহবুবু স্পিনিং মিলস লিমিটেডের চেয়ারম্যান। দুদকের কাছে দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি মোট ১৪ কোটি তিন লাখ ৬৩ হাজার ৭৯৬ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব দিয়েছেন। এর মধ্যে এক কোটি ৫১ লাখ ৭১ হাজার ৬৮৫ টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া গেলেও বাকি টাকার বৈধ উৎস পায়নি দুদক।
অন্যদিকে তার স্ত্রী মিসেস মহিমা রহমান গৃহিণী হলেও ছয় কোটি ৬৮ লাখ টাকার সম্পদ অসাধু উপায়ে অর্জন করেছেন এমন প্রমাণ পাওয়া গেছে দুদকের অনুসন্ধানে। এই সম্পদ তিনি তার স্বামীর অবৈধভাবে অর্জিত অর্থের মাধ্যমে গড়েছেন। সেই কারণে তাকেও সহযোগী আসামি করা হয়েছে।
সাংবাদিক মো. ফজলে রাব্বি বলেন, `আমরা পেশাগত দায়িত্ব থেকে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছি। এ মামলা হয়রানিমূলক এবং সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা। অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
৩ মিনিট আগে৫ মিনিট ২১ সেকেন্ডের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শনিবার রাত ৯টার দিকে বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে ভ্যানের ওপর শোয়া রুপলাল ও প্রদীপ লাল। ভ্যানটির তিন দিকে পুলিশ সদস্য। পুলিশ সদস্যরা হাত তুলে বাঁশিতে ফু দিয়ে লোকজনকে নিবৃত্ত করার চেষ্টা করছে। এতেই হৈ-চৈ বেড়ে যায়। পুলিশের সামনেই রুপলাল-প্রদীপকে মারধর শুর
৯ মিনিট আগেপানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সকালে ৬টায় পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ২২ মিটার, যা ছিল বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। সকাল ৯টার দিকে কিছুটা কমে তা এসে দাঁড়ায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে। বিপৎসীমা অতিক্রম করায় ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে।
৩৪ মিনিট আগেসরেজমিনে জানা যায়, থানচিতে মোট চারটি গণশৌচাগার রয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত দুটি শৌচাগার ব্যবসায়ীরা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। একটি শৌচাগার বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে এবং আরেকটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।
৩৭ মিনিট আগে