Ajker Patrika

বোর্ডের সভায় প্রতিনিধি পাঠিয়ে শোকজ ৩৭ কলেজের অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ২০: ৪৮
বোর্ডের সভায় প্রতিনিধি পাঠিয়ে শোকজ ৩৭ কলেজের অধ্যক্ষ

আসন্ন উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা উপলক্ষে ঢাকা বোর্ডের চেয়ারম্যানরে সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছিল বোর্ডে। এই সভায় ঢাকা বিভাগের শিক্ষা বোর্ডের আওতায় থাকা ৩৭টি কলেজের অধ্যক্ষরা নিজে না গিয়ে প্রতিনিধি পাঠিয়েছেন। যদিও গত ২২ ও ২৩ অক্টোবরের আয়োজিত সভা উপলক্ষে বোর্ডের আমন্ত্রণ পত্রে সশরীরে প্রত্যেক কলেজের অধ্যক্ষকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সেই নির্দেশনা উপেক্ষা করে ৩৭টি কলেজের অধ্যক্ষ নিজেদের মনোনীত প্রতিনিধি পাঠানোর কারণে কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন। 

তাদেরকে আগামী তিন (২৫ থেকে ২৭ অক্টোবর) দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। 

ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত নোটিশে ৩৭টি কলেজের নাম উল্লেখ করা হয়। কারণ দর্শানো নোটিশের তালিকা অনুযায়ী রাজধানী ঢাকার সর্বোচ্চ ১৩টি কলেজ রয়েছে। এর মধ্যে রয়েছে-মিরপুরের কমার্স কলেজ, মোহাম্মদপুরের রেসিডেন্টশিয়াল মডেল কলেজ, পুরান ঢাকার কবি কাজী নজরুল ইসলাম সরকারি কলেজ, বিএএফ শাহীন কলেজ, রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ।

এছাড়া ঢাকা, নরসিংদী, মুন্সীগঞ্জ ও টাঙ্গাইলের জেলার তিনটি করে, গাজীপুর জেলার ৫ টি, রাজবাড়ী জেলার ২ টি, এবং মানিকগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও কিশোরগঞ্জের একটি করে কলেজ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত