Ajker Patrika

ভিত খনন করতে গিয়ে মাটিচাপায় নিহত দুই শ্রমিক 

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ১০ মে ২০২২, ২০: ১৮
ভিত খনন করতে গিয়ে মাটিচাপায় নিহত দুই শ্রমিক 

টাঙ্গাইলে একটি নির্মাণাধীন ভবনের ভিত খনন করতে গিয়ে মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল পৌর এলাকার আশেকপুরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন বাসাইল উপজেলার কাশিল গ্রামের ঝটু পালের ছেলে আনন্দ পাল (৫৫) ও আন্নাত পালের ছেলে আখিল পাল (৪০)। 

স্থানীয় লোকজন জানান, নজরুল ইসলাম নামে এক ব্যক্তির নির্মাণাধীন বাড়িতে পাঁচজন শ্রমিক ভিত খননেন জন্য মাটি খুঁড়ছিলেন। তাঁদের মধ্যে আনন্দ এবং আখিল মাটি খুঁড়তে খুঁড়তে অনেক গভীরে চলে যান। একপর্যায়ে চারদিক থেকে মাটি ভেঙে তাঁরা চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ভেকু দিয়ে মাটি সরিয়ে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেন। 

এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, নিহত ব্যক্তিরা নির্মাণাধীন ভবনের ভিত খনন করতে গিয়ে মাটি চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা তাঁদের মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ দুটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শামিম হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

গুলি–ককটেল ছুড়তে ছুড়তে গজারিয়ার দুর্গম চরের পুলিশ ফাঁড়িতে ডাকাত দলের হামলা

ফজলুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে অষ্টগ্রামে বিক্ষোভ

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত