Ajker Patrika

মধ্যরাতে চুলা জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১২: ৫২
মধ্যরাতে চুলা জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ ৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন একই পরিবারের চার সদস্য। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

গতকাল শনিবার দিবাগত রাত ১২টায় সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের খিলমার্কেট এলাকার একটি বহুতল ভবনের তৃতীয় তালায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধরা হলেন সুলতান মিয়া (৬২), তাঁর স্ত্রী শাহিদা খাতুন (৫০), ছেলে স্কুলশিক্ষক নবী হোসেন (২৯) ও আরেক ছেলে গাড়ি মেকানিক আলী হোসেন (২৭)। 

ঘটনার বিবরণে আহত নবী হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতি রাতেই আমার ছোট ভাই আলী হোসেন বাসায় ফিরে গরম পানি দিয়ে গোসল করে। যথারীতি বাসায় ফিরে পানি গরম করার জন্য রান্নাঘরে যায়। সেখানে গিয়ে চুলা জ্বালাতেই বিস্ফোরণ হয়। ঘরের ভেতরে আমরা চারজনই আহত হই। রান্নাঘরে থাকা আমার ছোট ভাইয়ের শরীরে আগুন ধরে যায়।’ 

বিস্ফোরণের পর ঘটনাস্থলতিনি আরও বলেন, ‘পরে আশপাশের ফ্ল্যাটের মানুষ এসে আগুন নেভায় এবং আমাদের নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে আসে।’ 

ভিক্টোরিয়া হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. ফরহাদ বলেন, ‘ভোরে (শনিবার) আহতদের ঢাকায় পাঠানো হয়েছে। সেখান থেকে জানতে পেরেছি শাহিদা খাতুনের ৫৩ শতাংশ, নবীর ২২ শতাংশ ও আলীর ২০ শতাংশ শরীর পুড়ে গেছে। আর সুলতান মিয়ার শুধু মুখে সামান্য পুড়ে গেছে।’ 

বিস্ফোরণের খবরে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনার বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক ফখরুদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনের লিকেজ থেকে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আমাদের অনুসন্ধান চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত