Ajker Patrika

স্মৃতিসৌধে জাবি শিক্ষার্থীকে মারধর

প্রতিনিধি, জাবি
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ২২: ৩৫
স্মৃতিসৌধে জাবি শিক্ষার্থীকে মারধর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে স্মৃতিসৌধে দায়িত্বরত আনসার সদস্যরা মারধর করেছেন। মারধরের শিকার ওই শিক্ষার্থীর নাম নূর হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী। বর্তমানে আহত নূর হোসেন সাভারের এনাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। 

জাতীয় স্মৃতিসৌধে কর্তব্যরত গণপূর্ত বিভাগের ইনচার্জ সহকারী প্রকৌশলী মিজানুর রহমান শিক্ষার্থীকে মারধরের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, 'ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। আনসার সদস্যের সঙ্গে ওই শিক্ষার্থীর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে চারজন আনসার সদস্য তাঁকে মারধর করে। ঘটনাটি জানা মাত্র আমি সেখানে উপস্থিত হই। কিছুক্ষণ পরে পুলিশ আসে। সেখানে সাময়িক কিছু আলোচনার পর শিক্ষার্থীকে হাসপাতালে পাঠানো হয়েছে।' 

ভুক্তভোগী শিক্ষার্থী নূর হোসেন বলেন, 'আমি বিকেলে আমার দুজন ভাগিনা নিয়ে স্মৃতিসৌধ ঘুরতে যাই। সেখানে অনেককে অর্থের বিনিময়ে প্রবেশ করতে দিচ্ছিল দায়িত্বরত আনসার সদস্যরা। আমি এ অন্যায়ের প্রতিবাদ করলে তাঁরা আমাকে প্রথমে একটি কক্ষে নিয়ে আবদ্ধ করে। পরে অত্যন্ত নারকীয় কায়দায় সাত-আটজন আনসার সদস্য আমার ঠোঁট, গলা ও তলপেটে মারাত্মকভাবে আঘাত করে। মাথাতেও মারাত্মক আঘাত করে। এ ছাড়া তাঁদের ব্যবহৃত লাঠি দিয়ে আমার পা থেঁতলে দেওয়া হয়েছে।' 

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী জহির ফয়সাল বলেন, 'আমি নূরকে নিয়ে হাসপাতালে আছি। তাঁকে অমানবিক নির্যাতন করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেওয়ার পরেও তাঁকে অমানুষিক নির্যাতন করে আনসার সদস্যরা।'

তিনি আরও বলেন, 'নূরের চিকিৎসা ব্যয় স্মৃতিসৌধ প্রশাসনকে বহন করতে হবে। এ ঘটনায় আমরা অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছি। এ ছাড়া এ ঘটনার প্রতিবাদে আমরা মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করব।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

অহনার দাবি, নিজের দোষ ঢাকতে ডাবল টাইমিংয়ের কথা বলেছেন শামীম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত