Ajker Patrika

শরীয়তপুরের কাঁচিকাটায় নুরুল আমিন–বড় কান্দিতে লুৎফর রহমান জয়ী 

শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের কাঁচিকাটায় নুরুল আমিন–বড় কান্দিতে লুৎফর রহমান জয়ী 

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়ন পরিষদে নুরুল আমিন দেওয়ান ও জাজিরা উপজেলার বড় কান্দি ইউনিয়ন পরিষদে মো. লুৎফর রহমান বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

গতকাল শনিবার রাতে সংশ্লষ্ট উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম এবং জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা এ ফল ঘোষণা করেন। 

জানা গেছে, ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানাধীন কাঁচিকাটা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১৭ হাজার ২৩৭ ভোটের বিপরীতে চেয়ারম্যান প্রার্থী ছিলেন চারজন। এর মধ্যে আনারস প্রতীকে নুরুল আমিন দেওয়ান পেয়েছেন ৪ হাজার ১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী চশমা প্রতীকে এইচ এম কামরুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৯৩৪ ভোট। 

এ ছাড়া মোটরসাইকেল প্রতীকে মো. ফজলুল হক পেয়েছেন ৩ হাজার ৫২৩ ভোট ও ঘোড়া প্রতীকে আব্দুল হাজী পেয়েছেন ৩৮৫ ভোট। অপরদিকে জাজিরা উপজেলার বড় কান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে ১৫ হাজার ২৯০ জন ভোটারের বিপরীতে প্রার্থী ছিলেন ৭ জন। এর মধ্যে ঘোড়া প্রতীকে লুৎফর রহমান পেয়েছেন ৫ হাজার ৩১৬ ভোট। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের এম এ ওয়াহাব মাদবর পেয়েছেন ৪ হাজার ১৩২ ভোট। এ ছাড়া মতিউর রহমান অটোরিকশা প্রতীকে ১১ ভোট, মুফরাত সিদ্দিকী টেবিল ফ্যান প্রতীকে ৪ ভোট, হাচিনা বেগম আনারস প্রতীকে ১৭ ভোট, আলী আশরাফ মাল মোটরসাইকেল প্রতীকে ৫৯ ভোট ও কামরুল হাসান টেলিফোন প্রতীকে পেয়েছেন ৬ ভোট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত