Ajker Patrika

কোটা বহালের রায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতে অ্যাটর্নি জেনারেলকে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ জুন ২০২৪, ১৫: ৩৬
কোটা বহালের রায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতে অ্যাটর্নি জেনারেলকে স্মারকলিপি

কোটা বহালের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে পদক্ষেপ নিতে অ্যাটর্নি জেনারেলকে স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এসে এই স্মারকলিপি দেয়।
 
স্মারকলিপি দিয়ে বের হওয়ার সময় প্রতিনিধিদলের সদস্য নাহিদ ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা স্মারকলিপি জমা দিয়েছি। আমাদের বলা হয়েছে এরই মধ্যে রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ থেকে আবেদন করা হয়েছে। আমরা আশা করব শিক্ষার্থীদের পক্ষে যাতে চূড়ান্ত রায় আসে।’

স্মারকলিপিতে বলা হয়েছে, ‘২০১৮ সালে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের গণ-আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি (নবম থেকে ত্রয়োদশ গ্রেড) থেকে কোটা পদ্ধতি বিলুপ্ত করা হয়। কোটা সংস্কার ছিল শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের প্রাণের দাবি। বৈষম্যমুক্ত ও মেধাভিত্তিক বাংলাদেশ নির্মাণে চাকরিতে কোটা পদ্ধতির পুনর্বিবেচনা করে কোটার যৌক্তিক সংস্কার চেয়েছিল শিক্ষার্থীরা। সরকার সার্বিক বিবেচনায় নবম থেকে ত্রয়োদশ গ্রেডে কোটার বিলুপ্তিকে সমাধান মনে করেছিল।

‘আমরা মনে করি, হাইকোর্টের রায়ে বাংলাদেশের শিক্ষার্থীদের আশা–আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। পুনরায় কোটা ফিরে আসা মানে দেশের লক্ষ লক্ষ তরুণ-তরুণীদের দাবি ও আন্দোলনের সঙ্গে রাষ্ট্রযন্ত্রের প্রহসন। মুক্তিযুদ্ধের যে মূলমন্ত্র সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার—তা নিশ্চিত করতে এবং একটা দক্ষ প্রশাসন গড়তে মেধাভিত্তিক নিয়োগের কোনো বিকল্প নেই।

‘তাই বাংলাদেশের ছাত্রসমাজ, চাকরিপ্রার্থী এবং আপামর জনতার পক্ষে কোটা পুনর্বহালের রায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত সকল পদক্ষেপ এবং সকল পর্যায়ে অ্যাটর্নি জেনারেলের সরাসরি অংশগ্রহণ দাবি করা হয় স্মারকলিপিতে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত