Ajker Patrika

হাসপাতালে থাই করোনা রোগীকে ধর্ষণের চেষ্টা, স্টাফ নার্স গ্রেপ্তার

প্রতিবেদক, উত্তরা-বিমানবন্দর
আপডেট : ১৮ জুলাই ২০২১, ০৫: ০২
হাসপাতালে থাই করোনা রোগীকে ধর্ষণের চেষ্টা, স্টাফ নার্স গ্রেপ্তার

রাজধানীর তুরাগের জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাই করোনা রোগীকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাসপাতালের স্টাফ নার্স রাসেল রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উত্তরা জোনের সহকারী কমিশনার (এসি) এস এম আশিকুর রহমান আজ শনিবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভুক্তভোগী ওই নারী ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটেই চিকিৎসাধীন রয়েছেন। তিনি ফিজিক্যালি অ্যাসল্ট হয়েছেন। এ ঘটনায় হাসপাতালের একজন স্টাফ নার্সকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে কি না? এমন প্রশ্নের জবাবে এসি আশিক আজকের পত্রিকাকে বলেন, আমরা তদন্তের স্বার্থে যা যা প্রয়োজন সবকিছুই করছি।

এ ঘটনায় বিস্তারিত তথ্য দিতে নারাজ তুরাগ থানা-পুলিশ। যার ফলে পুলিশ কর্মকর্তারা শুরু করে দেন গড়িমসি। তুরাগ থানার ডিউটি অফিসার (এসআই) ফারুক থেকে শুরু করে পরিদর্শক (তদন্ত) মো. শফিউল্লাহ, ওসি মেহেদী হাসানের সঙ্গেও যোগাযোগ করে কোনো তথ্য পাওয়া যায়নি।

ওসি মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, ইস্ট ওয়েস্ট মেডিকেলের এক ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বলেই তিনি গাড়ি টেনে চলে যান। তারপর ডিউটি অফিসার ফারুক বলেন, থানা থেকে এ তথ্য দেওয়া যাবে না। আপনি থানায় আসছেন কেন, এসব তথ্য কি থানায় থাকে? তারপর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শফিউল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার তো ওই তথ্য মুখস্থ নাই, এখন বলতে গেলে ভুল হবে। আপনি মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাবলু রহমান খান আজকের পত্রিকাকে বলেন, মামলাটি তদন্তাধীন। আপনি মিডিয়া সেলে কথা বলেন।

অনুসন্ধানে জানা যায়, ভুক্তভোগী ওই থাই নাগরিক আইটিডি সিনোহাইড্রো জেভির নামের একটি চীনা প্রতিষ্ঠানের ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছেন। আইটিডি সিনোহাইড্রো জেভি বর্তমানে বাংলাদেশের উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেল প্রকল্পের কাজ করছে।

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গত ৬ জুলাই ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ৫০ বছর বয়সী ওই ভুক্তভোগী নারী। চিকিৎসাধীন অবস্থায় ১৩ জুলাই তিনি বুকে ব্যথা অনুভব করেন। এমতাবস্থায় হাসপাতালের ডিউটিরত স্টাফ নার্স রাসেল রেজা বডি ম্যাসেজের নামে ১৩ ও ১৪ জুলাই তাকে বিভিন্নভাবে যৌন হয়রানি করেন। এ ঘটনায় ওই কোম্পানির সিকিউরিটি ম্যানেজার রজব আলী বাদী হয়ে তুরাগ থানায় গত শুক্রবার ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে একটি মামলা করেন। যার মামলা নম্বর ১৫(৭)২১।

পরবর্তীতে ওই মামলায় অভিযুক্ত স্টাফ নার্স রাসেল রেজাকে শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া রাসেল হলেন, যশোরের শার্শা উপজেলার পারিয়াগোফ গ্রামের আব্দুল মতলবের ছেলে। তিনি বর্তমানে ইস্ট ওয়েস্ট মেডিকেলে স্টাফ নার্স হিসেবে কর্তব্যরত রয়েছেন এবং হাসপাতালের পেছনের একটি মেসে থাকেন।

একই হাসপাতালের ওয়ার্ড বয় সাব্বির তালুকদার আজকের পত্রিকাকে বলেন, আমি ও রেজা ভাই চার মাস ধরে হাসপাতালের পাশের একটি মেসে চার মাস ধরে থাকি। এক করোনা রোগীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গতকাল সন্ধ্যায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।

থাই নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় করা মামলা প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হয় উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ সাইফুল ইসলামের সাথে। তিনি আজকের পত্রিকাকে বলেন, একজন করোনা রোগীকে যৌন হয়রানি করার অভিযোগে মামলা করা হয়েছে, একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত