Ajker Patrika

জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনা: নির্ধারিত সময়ে কমলাপুর ছাড়েনি সকালের ৩ ট্রেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ মে ২০২৪, ১৫: ৫২
জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনা: নির্ধারিত সময়ে কমলাপুর ছাড়েনি সকালের ৩ ট্রেন

গাজীপুরের জয়দেবপুর স্টেশনে দুর্ঘটনার আগে থেকেই কমলাপুর রেলস্টেশনে বিলম্বে আছে তিনটি ট্রেন। এসব ট্রেনের সময় সকালে হলেও বেলা ১টা পর্যন্ত ট্রেনগুলোকে কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মেই দেখা যায়। জয়দেবপুরে দুর্ঘটনার কারণে লাইন ক্লিয়ার না থাকার বিষয়টি এই বিলম্বে প্রভাব ফেলেছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় বুড়িমারী এক্সপ্রেস, সকাল ৯টায় রংপুর এক্সপ্রেস ও বেলা সাড়ে ১১টায় অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন আজ বেলা ১টা পর্যন্ত সেগুলো কমলাপুর ছেড়ে যায়নি।

এর সঙ্গে জয়দেবপুরে সংঘটিত দুর্ঘটনার কোনো যোগ নেই বলে সকালের দিকে আজকের পত্রিকাকে জানিয়েছিলেন কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার। তিনি বলেছিলেন, পশ্চিমাঞ্চলের সকালের কোনো ট্রেনের দুর্ঘটনার জন্য সমস্যায় পড়েনি। বাকি ট্রেনগুলো সব দুপুরের পর। 

তবে কমলাপুর স্টেশনমাস্টার শাহাদাৎ হোসেন জানান, জয়দেবপুরের ট্রেন দুর্ঘটনার কারণে কিছুটা ঝামেলা হয়েছে। তিনি বলেন, ‘জয়দেবপুরের দুর্ঘটনার কারণে যাতায়াত উপযোগী (লাইন ক্লিয়ার) ছিল না। এটা ঠিক হয়েছে, ধীরে ধীরে সবগুলো ট্রেন ছেড়ে যাবে।’ 

এর আগে, আজ বেলা ১১টার দিকে জয়দেবপুর রেলস্টেশনের আউটার সিগন্যালে মুখোমুখি সংঘর্ষ হয় টাঙ্গাইল কমিউটার ও তেলবাহী একটি ট্রেনের। এতে চালকসহ চারজন আহত হন। আহতদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত