Ajker Patrika

আদালতে আত্মসমর্পণ করলেন বিএনপি নেতা আমান 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৪: ০৮
আদালতে আত্মসমর্পণ করলেন বিএনপি নেতা আমান 

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-১-এ তিনি আত্মসমর্পণ করেন। তবে এখনো শুনানি হয়নি।

আমানের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আত্মসমর্পণ করে জামিনের আবেদন করা হয়েছে। শুনানির অপেক্ষায় আছেন।’ 

সকাল সাড়ে ১০টার দিকে আদালত এলাকায় উপস্থিত হন আমান উল্লাহ আমান। এ সময় কেরানীগঞ্জ থানা বিএনপির শত শত নেতা-কর্মীও আসেন। আত্মসমর্পণকে ঘিরে তাঁরা মিছিল-সমাবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মী ও বিএনপিপন্থী আইনজীবীদের সংঘর্ষ হয়। 

প্রত্যক্ষদর্শী আইনজীবী দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশের দিকে বিএনপির নেতা-কর্মীরা ইট-পাটকেল মেরেছেন। পুলিশও লাঠিচার্জ করেছে। তবে কিছু সময় পরই বিএনপির নেতা-কর্মীরা আদালত এলাকা ত্যাগ করেন।’ 

এর আগে গত তিন সেপ্টেম্বর আত্মসমর্পণ করেন আমান উল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমান। একই সঙ্গে জামিন চান। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে সাবেরা আমানকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি অন্তর্বর্তীকালীন জামিন দেন। গতকাল শনিবার তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। 

দুর্নীতির এই মামলায় আমান উল্লাহ আমানের ১৩ বছর ও সাবেরা আমানের তিন বছরের কারাদণ্ড বহাল থাকার আদেশ হাইকোর্ট থেকে বিচারিক আদালতে পৌঁছায় গত ২৭ আগস্ট। 

হাইকোর্টের নির্দেশে বলা হয়েছিল, বিচারিক আদালতে আদেশ পৌঁছানোর ১৫ দিনের মধ্যে তাঁদের আত্মসমর্পণ করতে হবে। সেই হিসাবে ১১ সেপ্টেম্বর আত্মসমর্পণের সর্বশেষ সময় রয়েছে। এর আগেই সাবেরা আত্মসমর্পণ করেন। আমান উল্লাহ আমান আজ আত্মসমর্পণ করলেন। 

গত ৩০ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আমানের ১৩ বছর ও তাঁর স্ত্রী সাবেরা আমানের তিন বছরের কারাদণ্ড বহাল রাখেন আদালত। গত ৭ আগস্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। 

২০০৭ সালের ২১ জুন বিশেষ জজ আদালত আমানকে ১৩ বছরের কারাদণ্ড দেন, সাবেরাকে দেন তিন বছরের কারাদণ্ড। ওই সাজার বিরুদ্ধে প্রত্যেকে আপিল করলে হাইকোর্ট দুজনকেই খালাস দেন। দুদক আপিল বিভাগে আপিল করলে আপিল বিভাগ হাইকোর্টকে পুনরায় শুনানির নির্দেশ দেন। হাইকোর্ট পুনরায় শুনানি গ্রহণ করে গত ৩০ মে বিচারিক আদালতের রায় বহাল রাখেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত