নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-১-এ তিনি আত্মসমর্পণ করেন। তবে এখনো শুনানি হয়নি।
আমানের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আত্মসমর্পণ করে জামিনের আবেদন করা হয়েছে। শুনানির অপেক্ষায় আছেন।’
সকাল সাড়ে ১০টার দিকে আদালত এলাকায় উপস্থিত হন আমান উল্লাহ আমান। এ সময় কেরানীগঞ্জ থানা বিএনপির শত শত নেতা-কর্মীও আসেন। আত্মসমর্পণকে ঘিরে তাঁরা মিছিল-সমাবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মী ও বিএনপিপন্থী আইনজীবীদের সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শী আইনজীবী দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশের দিকে বিএনপির নেতা-কর্মীরা ইট-পাটকেল মেরেছেন। পুলিশও লাঠিচার্জ করেছে। তবে কিছু সময় পরই বিএনপির নেতা-কর্মীরা আদালত এলাকা ত্যাগ করেন।’
এর আগে গত তিন সেপ্টেম্বর আত্মসমর্পণ করেন আমান উল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমান। একই সঙ্গে জামিন চান। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে সাবেরা আমানকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি অন্তর্বর্তীকালীন জামিন দেন। গতকাল শনিবার তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
দুর্নীতির এই মামলায় আমান উল্লাহ আমানের ১৩ বছর ও সাবেরা আমানের তিন বছরের কারাদণ্ড বহাল থাকার আদেশ হাইকোর্ট থেকে বিচারিক আদালতে পৌঁছায় গত ২৭ আগস্ট।
হাইকোর্টের নির্দেশে বলা হয়েছিল, বিচারিক আদালতে আদেশ পৌঁছানোর ১৫ দিনের মধ্যে তাঁদের আত্মসমর্পণ করতে হবে। সেই হিসাবে ১১ সেপ্টেম্বর আত্মসমর্পণের সর্বশেষ সময় রয়েছে। এর আগেই সাবেরা আত্মসমর্পণ করেন। আমান উল্লাহ আমান আজ আত্মসমর্পণ করলেন।
গত ৩০ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আমানের ১৩ বছর ও তাঁর স্ত্রী সাবেরা আমানের তিন বছরের কারাদণ্ড বহাল রাখেন আদালত। গত ৭ আগস্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
২০০৭ সালের ২১ জুন বিশেষ জজ আদালত আমানকে ১৩ বছরের কারাদণ্ড দেন, সাবেরাকে দেন তিন বছরের কারাদণ্ড। ওই সাজার বিরুদ্ধে প্রত্যেকে আপিল করলে হাইকোর্ট দুজনকেই খালাস দেন। দুদক আপিল বিভাগে আপিল করলে আপিল বিভাগ হাইকোর্টকে পুনরায় শুনানির নির্দেশ দেন। হাইকোর্ট পুনরায় শুনানি গ্রহণ করে গত ৩০ মে বিচারিক আদালতের রায় বহাল রাখেন।
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-১-এ তিনি আত্মসমর্পণ করেন। তবে এখনো শুনানি হয়নি।
আমানের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আত্মসমর্পণ করে জামিনের আবেদন করা হয়েছে। শুনানির অপেক্ষায় আছেন।’
সকাল সাড়ে ১০টার দিকে আদালত এলাকায় উপস্থিত হন আমান উল্লাহ আমান। এ সময় কেরানীগঞ্জ থানা বিএনপির শত শত নেতা-কর্মীও আসেন। আত্মসমর্পণকে ঘিরে তাঁরা মিছিল-সমাবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মী ও বিএনপিপন্থী আইনজীবীদের সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শী আইনজীবী দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশের দিকে বিএনপির নেতা-কর্মীরা ইট-পাটকেল মেরেছেন। পুলিশও লাঠিচার্জ করেছে। তবে কিছু সময় পরই বিএনপির নেতা-কর্মীরা আদালত এলাকা ত্যাগ করেন।’
এর আগে গত তিন সেপ্টেম্বর আত্মসমর্পণ করেন আমান উল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমান। একই সঙ্গে জামিন চান। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে সাবেরা আমানকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি অন্তর্বর্তীকালীন জামিন দেন। গতকাল শনিবার তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
দুর্নীতির এই মামলায় আমান উল্লাহ আমানের ১৩ বছর ও সাবেরা আমানের তিন বছরের কারাদণ্ড বহাল থাকার আদেশ হাইকোর্ট থেকে বিচারিক আদালতে পৌঁছায় গত ২৭ আগস্ট।
হাইকোর্টের নির্দেশে বলা হয়েছিল, বিচারিক আদালতে আদেশ পৌঁছানোর ১৫ দিনের মধ্যে তাঁদের আত্মসমর্পণ করতে হবে। সেই হিসাবে ১১ সেপ্টেম্বর আত্মসমর্পণের সর্বশেষ সময় রয়েছে। এর আগেই সাবেরা আত্মসমর্পণ করেন। আমান উল্লাহ আমান আজ আত্মসমর্পণ করলেন।
গত ৩০ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আমানের ১৩ বছর ও তাঁর স্ত্রী সাবেরা আমানের তিন বছরের কারাদণ্ড বহাল রাখেন আদালত। গত ৭ আগস্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
২০০৭ সালের ২১ জুন বিশেষ জজ আদালত আমানকে ১৩ বছরের কারাদণ্ড দেন, সাবেরাকে দেন তিন বছরের কারাদণ্ড। ওই সাজার বিরুদ্ধে প্রত্যেকে আপিল করলে হাইকোর্ট দুজনকেই খালাস দেন। দুদক আপিল বিভাগে আপিল করলে আপিল বিভাগ হাইকোর্টকে পুনরায় শুনানির নির্দেশ দেন। হাইকোর্ট পুনরায় শুনানি গ্রহণ করে গত ৩০ মে বিচারিক আদালতের রায় বহাল রাখেন।
নারায়ণগঞ্জের বন্দরে চুরির অভিযোগে এক যুবককে গণপিটুনি নিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের বারপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রাহিম (২২)। তিনি দক্ষিণ বারপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
৫ মিনিট আগেগতকাল সোয়া ১টার দিকে টঙ্গী-গাজীপুর রুটে চলাচল করা ‘ক্ষণিকা’ বাসে হামলার ঘটনা ঘটে। এতে বাসের ড্রাইভারসহ কয়েকজন শিক্ষার্থী আঘাত পেয়ে ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসা নেন। পরে রাত সাড়ে ৮টায় উত্তরা পশ্চিম থানায় যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। এ সময় আসামিদে
৬ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে পোশাকশ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৭৫ জনকে ছাঁটাই ও মামলা করেছে কারখানা কর্তৃপক্ষ। এ মামলায় পুলিশ আজ বুধবার সাত শ্রমিককে গ্রেপ্তার করেছে। যমুনা অ্যাপারেলস লিমিটেড নামের কারখানাটির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা সোলায়মান কবির বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে টঙ্গী পূর্ব থানায় মাম
১২ মিনিট আগেমাগুরায় শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় ৪র্থ দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আজ বুধবার সকাল ১০ টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্য দিয়েছেন মাগুরা ও ফরিদপুর মেডিকেলের তিন জন চিকিৎসক। যারা শিশুটির চিকিৎসা করেছিলেন।
৩১ মিনিট আগে