Ajker Patrika

ভাটারায় ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ২১: ০০
ভাটারায় ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

রাজধানীর ভাটারা থেকে প্রায় সাত লাখ টাকা সমমূল্যের জাল টাকার নোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। তাঁর নাম সাহেব আলী ওরফে মিরাজ (২৪)। 

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় ভাটারার নতুন বাজারের স্মার্ট হোস্টেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিকেলে এ তথ্য জানিয়েছে র‍্যাব। 

র‍্যাব জানায়, গ্রেপ্তারকালে তাঁর কাছ থেকে ৬ লাখ ৯৮ হাজার সমমূল্যের জাল টাকার নোট জব্দ করা হয়। গ্রেপ্তার মো. মজনুর সাহেব আলী ওরফে মিরাজ কুষ্টিয়ার কুমারখালী এলাকার। 

র‍্যাব-১-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মাহফুজুর রহমান বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে ভাটারায় অভিযানকালে সাহেব আলী র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে মুজাহিদুল ইসলামের স্মার্ট হোস্টেল থেকে ৬ লাখ ৯৮ হাজার জাল টাকাসহ গ্রেপ্তার করা হয়।’ 

তিনি বলেন, ‘এ সময় ২০০ টাকা মূল্যমানের ১ হাজার ৯৯০টি, ১০০ টাকা মূল্যমানের ৩ হাজারটি জাল নোট এবং নগদ ২ হাজার ১৬০ টাকা জব্দ করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি হিসাব করার ডায়েরি, একটি স্টিলের স্কেল এবং দুটি অ্যান্টি কাটার উদ্ধার করা হয়। 

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ভাটারা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান এএসপি মাহফুজুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত