হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সিংগাইর ও সদর উপজেলার সকল ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শিগগিরই হরিরামপুর উপজেলার ১৩টি ইউনিয়নের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনকে সামনে রেখে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ করছেন ১১ জন প্রার্থী। তবে বেশির ভাগ প্রার্থী দলীয় মনোনয়ন না পেলে নির্বাচন করবেন না বলে জানিয়েছেন।
দলীয় মনোনয়ন পেতে আগ্রহী সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা সদস্য এ জেড এম শফিউল্লাহ শফি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান সোহরাব আলী আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান মনির মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হক শিকদার বিল্টু।
এ দিকে তরুণ কয়েকজন প্রার্থীও মনোনয়ন পেতে আগ্রহী ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. ফরিদ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম উজ্জ্বল, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. মিলন বিশ্বাস, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের সদস্য আবু ছালেক, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জহিরুল ইসলাম সেন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক জুলফিকার বিশ্বাস লিটন, কৌড়ি এম এ রউফ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. ফরহাদ হোসেন।
সাবেক চেয়ারম্যান সোহরাব আলী আকন্দ বলেন, ‘৭০ দশক থেকে আওয়ামী লীগ করি। আমি শ্রেষ্ঠ চেয়ারম্যানের জন্য পুরস্কার পেয়েছি। এবার আমি দলীয় প্রতীক প্রত্যাশী। দল যদি আমাকে মনোনয়ন দেয় তবে আমি দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার চেষ্টা করব। পাশাপাশি আমাকে মনোনয়ন না দিলেও দলীয়ভাবে আমি দলের মনোনীত প্রার্থীর হয়ে কাজ করব।’
মাহমুদুল হাসান মনির মোল্লা বলেন, ‘আগামী নির্বাচনে আমি দলীয়ভাবে নৌকা প্রতীক প্রত্যাশী। তবে দল যদি আমার থেকে অন্য কাউকে যোগ্য মনে করে নৌকার মাঝি করেন সমস্যা নেই, আমি দলের হয়ে কাজ করব।’
উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. ফরিদ মোল্লা বলেন, ১৯৯৪ সাল থেকে ছাত্র রাজনীতি করি। দলের দুঃসময়ে সব সময় দলের পাশে থেকে যতটুকু সম্ভব ভূমিকা রাখার চেষ্টা করেছি। পাশাপাশি গোপীনাথপুর ইউনিয়নবাসীর যে কোনো প্রয়োজনে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় নৌকা প্রতীক প্রত্যাশা করছি।
উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক জুলফিকার বিশ্বাস লিটন বলেন, ‘তরুণদের হাত ধরেই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়ে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্তির জন্য তরুণ নেতৃত্ব প্রয়োজন। তাই আগামী নির্বাচনে আমি দলীয়ভাবে নৌকা প্রতীক প্রত্যাশিত।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু বলেন, ‘এবার দলীয় মনোনয়ন প্রত্যাশী অন্যান্য সময়ের চেয়ে বেশি। দলীয় মনোনয়ন যিনি পাবেন তাঁর পক্ষে সবার কাজ করতে হবে। বিদ্রোহী প্রার্থী হলে বহিষ্কার হতে হবে। দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচন না করে বিদ্রোহী প্রার্থীকে যে সকল নেতা কর্মী সমর্থন দেবে, তাদের ব্যাপারেও দলীয়ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের কারণে আমরা পরাজিত হব, এটা আর হতে দেওয়া হবে না।’
মানিকগঞ্জের সিংগাইর ও সদর উপজেলার সকল ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শিগগিরই হরিরামপুর উপজেলার ১৩টি ইউনিয়নের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনকে সামনে রেখে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ করছেন ১১ জন প্রার্থী। তবে বেশির ভাগ প্রার্থী দলীয় মনোনয়ন না পেলে নির্বাচন করবেন না বলে জানিয়েছেন।
দলীয় মনোনয়ন পেতে আগ্রহী সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা সদস্য এ জেড এম শফিউল্লাহ শফি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান সোহরাব আলী আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান মনির মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হক শিকদার বিল্টু।
এ দিকে তরুণ কয়েকজন প্রার্থীও মনোনয়ন পেতে আগ্রহী ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. ফরিদ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম উজ্জ্বল, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. মিলন বিশ্বাস, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের সদস্য আবু ছালেক, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জহিরুল ইসলাম সেন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক জুলফিকার বিশ্বাস লিটন, কৌড়ি এম এ রউফ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. ফরহাদ হোসেন।
সাবেক চেয়ারম্যান সোহরাব আলী আকন্দ বলেন, ‘৭০ দশক থেকে আওয়ামী লীগ করি। আমি শ্রেষ্ঠ চেয়ারম্যানের জন্য পুরস্কার পেয়েছি। এবার আমি দলীয় প্রতীক প্রত্যাশী। দল যদি আমাকে মনোনয়ন দেয় তবে আমি দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার চেষ্টা করব। পাশাপাশি আমাকে মনোনয়ন না দিলেও দলীয়ভাবে আমি দলের মনোনীত প্রার্থীর হয়ে কাজ করব।’
মাহমুদুল হাসান মনির মোল্লা বলেন, ‘আগামী নির্বাচনে আমি দলীয়ভাবে নৌকা প্রতীক প্রত্যাশী। তবে দল যদি আমার থেকে অন্য কাউকে যোগ্য মনে করে নৌকার মাঝি করেন সমস্যা নেই, আমি দলের হয়ে কাজ করব।’
উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. ফরিদ মোল্লা বলেন, ১৯৯৪ সাল থেকে ছাত্র রাজনীতি করি। দলের দুঃসময়ে সব সময় দলের পাশে থেকে যতটুকু সম্ভব ভূমিকা রাখার চেষ্টা করেছি। পাশাপাশি গোপীনাথপুর ইউনিয়নবাসীর যে কোনো প্রয়োজনে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় নৌকা প্রতীক প্রত্যাশা করছি।
উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক জুলফিকার বিশ্বাস লিটন বলেন, ‘তরুণদের হাত ধরেই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়ে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্তির জন্য তরুণ নেতৃত্ব প্রয়োজন। তাই আগামী নির্বাচনে আমি দলীয়ভাবে নৌকা প্রতীক প্রত্যাশিত।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু বলেন, ‘এবার দলীয় মনোনয়ন প্রত্যাশী অন্যান্য সময়ের চেয়ে বেশি। দলীয় মনোনয়ন যিনি পাবেন তাঁর পক্ষে সবার কাজ করতে হবে। বিদ্রোহী প্রার্থী হলে বহিষ্কার হতে হবে। দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচন না করে বিদ্রোহী প্রার্থীকে যে সকল নেতা কর্মী সমর্থন দেবে, তাদের ব্যাপারেও দলীয়ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের কারণে আমরা পরাজিত হব, এটা আর হতে দেওয়া হবে না।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৩ ঘণ্টা আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৩ ঘণ্টা আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে