Ajker Patrika

নির্বাচনে উত্তেজনা থাকেই, অনিয়ম হলে ভোট বন্ধ: ইসি আলমগীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচনে উত্তেজনা থাকেই, অনিয়ম হলে ভোট বন্ধ: ইসি আলমগীর

নির্বাচনে উত্তেজনা থাকেই তবে অনিয়ম হলে আইন অনুযায়ী সেই কেন্দ্রের ভোট বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ভোটের ক্ষেত্রে উত্তেজনা থাকেই। সব প্রার্থীই নির্বাচনে জেতার চেষ্টা করেন। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে, এই ধরনের তথ্য আমাদের কাছে নাই। তারপরও সতর্কতা হিসেবে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে তারা যে অতিরিক্ত ফোর্স চেয়েছে সেভাবে দিয়েছি।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আইন অনুযায়ী কেন্দ্রের নির্বাচন বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করবেন। মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। এরপরও যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, উনারা বন্ধ করে দেবেন। আর যদি না পারে, আমাদের কাছে তথ্য আসলে তা যাচাই করে সত্যতা পেলে আমরা (কমিশন) বন্ধ করে দেবো। 

মো. আলমগীর বলেন, ময়মনসিংহ, কুমিল্লা সিটির সঙ্গে ৯ মার্চ পৌরসভা, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের নির্বাচনও আছে। আইনশৃঙ্খলা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। যে সকল জায়গা থেকে চাহিদা এসেছে সেখানে বেশি ফোর্স দিয়েছি। অতিরিক্ত ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে। এখন পর্যন্ত আমাদের যে মূল্যায়ন পরিবেশ ভালো। আশা করি নির্বাচন ভালোভাবেই হবে। আমাদের প্রস্তুতি সব দিক থেকেই ভালো। 

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বিষয়ে তিনি বলেন, যেহেতু ইভিএম রেগুলারলি ব্যবহার করা হয় না। এটা যদি রেগুলার মেইনটেন্যান্স করা না যায়, ব্যবহার করা না হয়। তাহলে স্বাভাবিকই নষ্ট হয়ে যাবে। আমাদের প্রকল্পে রক্ষণাবেক্ষণের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। দেখভালের জন্য জনবল রাখা হয়নি। এ জন্য নিয়মিত কর্মকর্তাদের দিয়েই বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির সহায়তায় রক্ষণাবেক্ষণ করে থাকি। আমাদের আর্থিক, জনবলের সীমাবদ্ধতা আছে। এ জন্য অনেকগুলো ইভিএম এখন অচল হয়ে যাচ্ছে, কাজ করছে না। ইভিএম পরীক্ষা নিরীক্ষা করে যেগুলো সচল পাওয়া যাচ্ছে সেগুলোই ব্যবহারের জন্য পাঠানো হচ্ছে।

ভোটের দিন ইভিএম নিয়ে কোনো সমস্যা হবে না এমন কোনো নিশ্চয়তা দিচ্ছেন কি না? জানতে চাইলে তিনি বলেন, ইভিএম ইলেকট্রনিক জিনিস। এর নিশ্চয়তা ইঞ্জিনিয়াররাও দিতে পারবে না। এতে যেকোনো সময় সমস্যা দিতে পারে। তবে আমরা বিকল্প রাখব, একটি নষ্ট হলে আরেকটি ব্যবহার করা হবে। তাই ভোটে কোনো সমস্যা হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত