মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে বাসচাপায় শারমিন হক বীথি (৩৫) নামের এক প্রবাসী নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন বীথির মেয়েসহ চারজন। আজ বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ডের ওভারব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শারমিন হক বীথি মির্জাপুর সদরের বাইমহাটি গ্রামের ময়নূল হকের মেয়ে। তিনি মেয়েসহ স্বামীর সঙ্গে দক্ষিণ কোরিয়ায় বসবাস করতেন। আহতরা হলেন বীথির মেয়ে আলিজা (৭), বড় ভাই মোস্তাফিজুর রহমান পিলুর মেয়ে পিয়াম, আরেক ভাতিজি মানহা ও অটোরিকশার চালক নয়ন মিয়া। নয়ন পার্শ্ববর্তী দেলদুয়ার উপজেলার শরিফ মিয়া ছেলে।
দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি পালিয়ে গেছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শারমিন হক বীথি দুই মাস আগে মেয়েকে নিয়ে দেশে আসেন। আজ দুপুরে বাইমহাটি তাঁর বাবার বাসা থেকে মেয়ে, বড় ভাইয়ের মেয়ে এবং ভাতিজিকে নিয়ে একটি অটোরিকশায় করে জেলা সদরের ত্রিমোহন এলাকা ঘুরতে বের হন।
পথিমধ্যে মহাসড়কের মির্জাপুর বাইপাসের ওভারব্রিজের কাছে এলে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শারমিন হক বীথি নিহত হন। আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের শেখ ফজিলাতুন নেছা হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল মেকানিক জালাল মিয়া বলেন, দুপুরের দিকে একটি বাস অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুতবেগে টাঙ্গাইলের দিকে পালিয়ে যায়।
টাঙ্গাইলের মির্জাপুরে বাসচাপায় শারমিন হক বীথি (৩৫) নামের এক প্রবাসী নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন বীথির মেয়েসহ চারজন। আজ বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ডের ওভারব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শারমিন হক বীথি মির্জাপুর সদরের বাইমহাটি গ্রামের ময়নূল হকের মেয়ে। তিনি মেয়েসহ স্বামীর সঙ্গে দক্ষিণ কোরিয়ায় বসবাস করতেন। আহতরা হলেন বীথির মেয়ে আলিজা (৭), বড় ভাই মোস্তাফিজুর রহমান পিলুর মেয়ে পিয়াম, আরেক ভাতিজি মানহা ও অটোরিকশার চালক নয়ন মিয়া। নয়ন পার্শ্ববর্তী দেলদুয়ার উপজেলার শরিফ মিয়া ছেলে।
দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি পালিয়ে গেছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শারমিন হক বীথি দুই মাস আগে মেয়েকে নিয়ে দেশে আসেন। আজ দুপুরে বাইমহাটি তাঁর বাবার বাসা থেকে মেয়ে, বড় ভাইয়ের মেয়ে এবং ভাতিজিকে নিয়ে একটি অটোরিকশায় করে জেলা সদরের ত্রিমোহন এলাকা ঘুরতে বের হন।
পথিমধ্যে মহাসড়কের মির্জাপুর বাইপাসের ওভারব্রিজের কাছে এলে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শারমিন হক বীথি নিহত হন। আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের শেখ ফজিলাতুন নেছা হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল মেকানিক জালাল মিয়া বলেন, দুপুরের দিকে একটি বাস অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুতবেগে টাঙ্গাইলের দিকে পালিয়ে যায়।
আলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
৭ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
১০ মিনিট আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত তৈরি পোশাক কারখানা এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ৮টায় শ্রমিকেরা কারখানার গেটে টানানো বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। নোটিশ দেখার পর শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা...
১ ঘণ্টা আগেকারও হাতে খাতা, কারও বইয়ের ভাঁজে গুঁজে রাখা কলম। হঠাৎ হাওয়ার ঝাপটা এসে উড়িয়ে দেয় কাগজ। মাথায় হাত দিয়ে ধরে রাখতে হয় বই। শিক্ষক একটু থেমে যান। শব্দ থেমে যায়। কয়েক সেকেন্ড পরে আবারও
১ ঘণ্টা আগে