নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাসে আগুন দেওয়া নাশকতাকারীরা সাংকেতিক ভাষায় হামলার পরিকল্পনা, বাস্তবায়ন ও স্থান নির্ধারণ করে। বাসে আগুন দেওয়ার সময়ে হাতেনাতে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মোবাইল ফোন ঘেঁটে এসব তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার।
আজ বুধবার দুপুরে ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনটি ধাপে নাশকতার বাস্তবায়ন করা হচ্ছে উল্লেখ করে বিপ্লব কুমার বলেন, ‘আমরা এখন পর্যন্ত ১৪ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছি। এই ১৪ জনের কাছ থেকে তথ্য পেয়ে আরও অনেককে গ্রেপ্তার করা হয়েছে। তারা প্রত্যেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। প্রত্যেকের মোবাইল ফোন ঘেঁটে নানা তথ্য পাওয়া গেছে। তাদের সাংকেতিক ভাষায় পেট্রল হলো কোক, অর্থাৎ পেট্রলের বোতলকে কোকের বোতল বলা হয়। সন্ধ্যার সময় দাওয়াত রইল।’
একসঙ্গে হয়ে নাশকতা করার বিষয়ে তিনি বলেন, ‘তারা যে সাংকেতিক ভাষা ও শব্দ ব্যবহার করছে, এগুলো আমরা বুঝি। সাধারণ মানুষও বোঝে। আমরা তাদের ধরে ধরে নাশকতার উৎস পর্যায়ে অর্থাৎ কারা কারা পরিকল্পনার সঙ্গে জড়িত, নাশকতার প্রস্তুতির সঙ্গে জড়িত, বাস্তবায়নের সঙ্গে জড়িতদের শনাক্ত করেছি। আমরা অতি দ্রুত সবাইকে আইনের আওতায় নিয়ে আসব। সবগুলো হয় তো মিডিয়ায় আসছে না। তবে প্রতিদিনই কেউ না কেউ গ্রেপ্তার হচ্ছেন।’
নাশকতা দমনে ডিএমপি তার আইনগত সক্ষমতার মাধ্যমে নিরাপত্তাব্যবস্থা ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তথ্য সংগ্রহ করে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
তফসিল ঘোষণার পর রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁও এলাকায় প্রধান নির্বাচন কমিশনসহ ঢাকার প্রতিটি আঞ্চলিক কার্যালয়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে নির্বাচন কমিশন এলাকায় বেশ কয়েকটি স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।
তিনি বলেন, ‘আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনের কার্যালয়কে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনকে কেন্দ্র করে যত ধরনের নিরাপত্তা পরিকল্পনা প্রয়োজন, সবই আমরা গ্রহণ করেছি। পাশাপাশি ঢাকায় নির্বাচন কমিশনের যত ধরনের কার্যালয়ে রয়েছে সেগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
বিপ্লব কুমার আরও বলেন, ‘তারপরও রাজনৈতিক দলের রাজনীতি নিয়ে কোনো কথা নেই। তারা তাদের কর্মসূচি পালন করবে। বর্তমান সরকার কোনো দলের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিচ্ছে না। কিন্তু রাজনৈতিক কর্মসূচির নামে কেউ যদি বাস পোড়ানো, গাড়ি ভাঙচুর করার চেষ্টা করে এবং রাজনৈতিক কর্মসূচির নামে কেউ যদি অরাজকতা করার চেষ্টা করে। নগরবাসীর জীবনযাত্রা বিঘ্ন করার চেষ্টা এবং নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে তাদের বিরুদ্ধে ডিএমপি জিরো টলারেন্স নীতিতে রয়েছে। বিন্দুমাত্র নাশকতা-অরাজকতা সহ্য করা হবে না।’
বাসে আগুন দেওয়া নাশকতাকারীরা সাংকেতিক ভাষায় হামলার পরিকল্পনা, বাস্তবায়ন ও স্থান নির্ধারণ করে। বাসে আগুন দেওয়ার সময়ে হাতেনাতে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মোবাইল ফোন ঘেঁটে এসব তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার।
আজ বুধবার দুপুরে ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনটি ধাপে নাশকতার বাস্তবায়ন করা হচ্ছে উল্লেখ করে বিপ্লব কুমার বলেন, ‘আমরা এখন পর্যন্ত ১৪ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছি। এই ১৪ জনের কাছ থেকে তথ্য পেয়ে আরও অনেককে গ্রেপ্তার করা হয়েছে। তারা প্রত্যেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। প্রত্যেকের মোবাইল ফোন ঘেঁটে নানা তথ্য পাওয়া গেছে। তাদের সাংকেতিক ভাষায় পেট্রল হলো কোক, অর্থাৎ পেট্রলের বোতলকে কোকের বোতল বলা হয়। সন্ধ্যার সময় দাওয়াত রইল।’
একসঙ্গে হয়ে নাশকতা করার বিষয়ে তিনি বলেন, ‘তারা যে সাংকেতিক ভাষা ও শব্দ ব্যবহার করছে, এগুলো আমরা বুঝি। সাধারণ মানুষও বোঝে। আমরা তাদের ধরে ধরে নাশকতার উৎস পর্যায়ে অর্থাৎ কারা কারা পরিকল্পনার সঙ্গে জড়িত, নাশকতার প্রস্তুতির সঙ্গে জড়িত, বাস্তবায়নের সঙ্গে জড়িতদের শনাক্ত করেছি। আমরা অতি দ্রুত সবাইকে আইনের আওতায় নিয়ে আসব। সবগুলো হয় তো মিডিয়ায় আসছে না। তবে প্রতিদিনই কেউ না কেউ গ্রেপ্তার হচ্ছেন।’
নাশকতা দমনে ডিএমপি তার আইনগত সক্ষমতার মাধ্যমে নিরাপত্তাব্যবস্থা ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তথ্য সংগ্রহ করে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
তফসিল ঘোষণার পর রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁও এলাকায় প্রধান নির্বাচন কমিশনসহ ঢাকার প্রতিটি আঞ্চলিক কার্যালয়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে নির্বাচন কমিশন এলাকায় বেশ কয়েকটি স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।
তিনি বলেন, ‘আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনের কার্যালয়কে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনকে কেন্দ্র করে যত ধরনের নিরাপত্তা পরিকল্পনা প্রয়োজন, সবই আমরা গ্রহণ করেছি। পাশাপাশি ঢাকায় নির্বাচন কমিশনের যত ধরনের কার্যালয়ে রয়েছে সেগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
বিপ্লব কুমার আরও বলেন, ‘তারপরও রাজনৈতিক দলের রাজনীতি নিয়ে কোনো কথা নেই। তারা তাদের কর্মসূচি পালন করবে। বর্তমান সরকার কোনো দলের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিচ্ছে না। কিন্তু রাজনৈতিক কর্মসূচির নামে কেউ যদি বাস পোড়ানো, গাড়ি ভাঙচুর করার চেষ্টা করে এবং রাজনৈতিক কর্মসূচির নামে কেউ যদি অরাজকতা করার চেষ্টা করে। নগরবাসীর জীবনযাত্রা বিঘ্ন করার চেষ্টা এবং নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে তাদের বিরুদ্ধে ডিএমপি জিরো টলারেন্স নীতিতে রয়েছে। বিন্দুমাত্র নাশকতা-অরাজকতা সহ্য করা হবে না।’
কৃষি ব্যাংকের খুলনার পূর্ব রূপসা শাখা থেকে লকার ভেঙে কয়েক লাখ টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। শুক্রবার রাতে বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা
১ ঘণ্টা আগেসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে কোটি কোটি টাকার পাথর লুটপাটের ঘটনায় ১৫০০ থেকে ২০০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। সাদাপাথরে লুটে আলোচনা-সমালোচনার সপ্তাহখানেক পর শুক্রবার বিকেলে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) মহাপরিচালক মো. আনোয়ারুল হাবীর বাদী হয়ে এই মামল
২ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলী বিওপি এলাকার আলীমনগর ঘাট থেকে এক যুবককে মাদকসহ আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসী পাল্টাপাল্টি দাবি করেছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার রামচন্দ্রপুর হাটের কোথালীপাড়া এলাকায় চারজন বিজিবি সদস্য রামচন্দ্রপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে সাজিদ আহমেদ টুটুলকে (৩০) আটক করে
৩ ঘণ্টা আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ আটকাতে গভীর ষড়যন্ত্র চলছে দাবি করে পৃথক দুটি সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এ সময় তাঁরা আগামী একনেক সভায় প্রকল্প অনুমোদন না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন। শুক্রবার বেলা ১১টার দিকে...
৩ ঘণ্টা আগে