Ajker Patrika

ফরিদপুরে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত-২

প্রতিনিধি
ফরিদপুরে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত-২

ফরিদপুর: ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার কোমরপুর এলাকায় বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুসলিম মিশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও এক ব্যক্তি আহত হয়েছেন। 

নিহতরা হলেন প্রাইভেটকারের চালক জাহিদ হোসেন (৪৫)। তার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। অপর নিহত পথচারী সবিরুন খাতুন (৫৫)। তার বাড়ি জেলার সালথা উপজেলার গোয়ালপাড়া গ্রামে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার সুভাষ বাড়ৈ জানান, ঢাকাগামী একটি প্রাইভেটকার ঢাকা-খুলনা মহাসড়কের মুসলিম মিশনের সামনে পৌঁছা মাত্রই সবিরুন নামের এক পথচারীকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক জাহিদ হোসেন (৪৫) ও প্রাইভেটকারের ধাক্কায় সেই পথচারী সবিরুন খাতুন (৫৫) মারা যান। 

তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ছাড়া গুরুতর আহত প্রাইভেটকারের মালিক জাহাঙ্গীর হোসেন (৪৭) কে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত