নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। এই বিষয়ে রুল জারির ১১ বছর পর আজ বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ এ রায় দেন। রায়ে কয়েকটি নির্দেশনাও দেওয়া হয়।
রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তিনি বলেন, অবৈধ গ্যাস সংযোগ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট করলে ২০১২ সালের ৮ নভেম্বর রুল জারি করেন হাইকোর্ট। যা দীর্ঘদিন পর শুনানি শেষে রায় দেওয়া হয়। এছাড়া এই মামলাটি আদালত চলমান হিসেবে রেখেছেন বলে জানান তিনি।
রায়ের নির্দেশনা:
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে উচ্চপদস্থ কর্মকর্তাদের সমন্বয়ে ছয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতে বলা হয়েছে। কমিটি ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও চট্টগ্রামের অবৈধ গ্যাস সংযোগের অভিযোগের তদন্ত এবং জড়িত কর্মকর্তা, ঠিকাদারদের তালিকা তৈরি করে ছয় মাসের মধ্যে আদালতে দাখিল করবেন।
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে সংশ্লিষ্ট সকলের নিকট নির্দেশনা জারি করতে বলা হয়েছে। যাতে অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গ্যাস আইনের ১০, ১২ এবং ১৯ ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়।
অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ পাওয়া ঠিকাদারদের লাইসেন্স বাতিল করতে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দিয়েছেন আদালত।
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে তিন সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ কমিটি গঠন করতে বলা হয়েছে। যেখানে বুয়েটের ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি থাকবেন। কমিটিকে বলা হয়েছে ২০১২ সাল থেকে কী পরিমাণ অবৈধ গ্যাস ব্যবহার করা হয়েছে তার পরিমাণ অর্থে নির্ধারণ করতে। আর অর্থ সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে ওই অর্থ অবৈধ গ্যাস ব্যবহারকারী ভোক্তাদের নিকট থেকে আদায় করতে।
অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। এই বিষয়ে রুল জারির ১১ বছর পর আজ বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ এ রায় দেন। রায়ে কয়েকটি নির্দেশনাও দেওয়া হয়।
রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তিনি বলেন, অবৈধ গ্যাস সংযোগ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট করলে ২০১২ সালের ৮ নভেম্বর রুল জারি করেন হাইকোর্ট। যা দীর্ঘদিন পর শুনানি শেষে রায় দেওয়া হয়। এছাড়া এই মামলাটি আদালত চলমান হিসেবে রেখেছেন বলে জানান তিনি।
রায়ের নির্দেশনা:
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে উচ্চপদস্থ কর্মকর্তাদের সমন্বয়ে ছয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতে বলা হয়েছে। কমিটি ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও চট্টগ্রামের অবৈধ গ্যাস সংযোগের অভিযোগের তদন্ত এবং জড়িত কর্মকর্তা, ঠিকাদারদের তালিকা তৈরি করে ছয় মাসের মধ্যে আদালতে দাখিল করবেন।
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে সংশ্লিষ্ট সকলের নিকট নির্দেশনা জারি করতে বলা হয়েছে। যাতে অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গ্যাস আইনের ১০, ১২ এবং ১৯ ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়।
অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ পাওয়া ঠিকাদারদের লাইসেন্স বাতিল করতে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দিয়েছেন আদালত।
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে তিন সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ কমিটি গঠন করতে বলা হয়েছে। যেখানে বুয়েটের ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি থাকবেন। কমিটিকে বলা হয়েছে ২০১২ সাল থেকে কী পরিমাণ অবৈধ গ্যাস ব্যবহার করা হয়েছে তার পরিমাণ অর্থে নির্ধারণ করতে। আর অর্থ সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে ওই অর্থ অবৈধ গ্যাস ব্যবহারকারী ভোক্তাদের নিকট থেকে আদায় করতে।
সিলেটের রাজনীতির ‘সৌন্দর্য’ প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সৌহার্দ্য। চোরাচালান, বালু-পাথর লুটসহ নানা অপকর্মেও তাঁদের ‘মিলমিশের’ বিষয়টিও বেশ আলোচিত-সমালোচিত। বিখ্যাত পর্যটন স্পট সাদাপাথরের পাথর লুটের পর বিষয়টি আবার আলোচনায় এসেছে। পাথর লুটপাটে বিএনপির অন্তত ২৮ নেতার জড়িত থাকার অভিযোগ উঠেছে।
২৮ মিনিট আগেসাদাপাথর, জাফলং, বিছনাকান্দির পর এবার লুটপাটে অস্তিত্ব হারানোর পথে সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি। সেখান থেকেও শুরু হয়েছে পাথর চুরি। দিনদুপুরে ঘটছে এসব ঘটনা। রাংপানি পর্যটনকেন্দ্র একসময় শ্রীপুর নামে পরিচিত ছিল। সালমান শাহসহ বেশ কয়েকজন জনপ্রিয় নায়কের সিনেমার শুটিং হয়েছিল সেই সময়।
১ ঘণ্টা আগেনদ-নদীতে পানি বাড়ায় রাজশাহী বিভাগের পাঁচ জেলায় কমপক্ষে সাড়ে ছয় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভাঙনের কবলে পড়েছে অনেক বাড়িঘর। গতকাল রোববার সকাল থেকে পদ্মার পানি কমছে। এর ফলে ভাঙন আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছে নদীপারের মানুষ। এদিকে রংপুরের পীরগাছায় অর্ধশত পরিবার এখন নদীভাঙনের কারণে অসহায় দিন পার করছে
১ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালেই ডেঙ্গুর হটস্পট রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগী ও তাঁদের স্বজনেরা।
১ ঘণ্টা আগে