টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
কেউ মানুক আর না মানুক, তিনি এবং তাঁর পরিবার জন্মগতভাবেই আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
আজ রোববার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুনকে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এসব মন্তব্য করেন তিনি।
সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা জন্মগতভাবে আওয়ামী লীগ। কেউ মানুক আর না মানুক, সেটা তাদের ব্যাপার। আমি সারা জীবন আওয়ামী লীগ করেছি, এখনো আওয়ামী লীগেই আছি।’
জাহাঙ্গীর আরও বলেন, ‘আজ অন্য কোনো কথা বলব না। শুধু এটুকুই বলব, আমরা মহান নেতা বঙ্গবন্ধুর কাছে এসেছি, আমাদের নেত্রীর বাড়িতে এসেছি। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সবার কাছে আমরা সহযোগিতা চাই।’
গাজীপুরের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন বলেন, ‘গাজীপুর নগরীর উন্নয়নে সবার সহযোগিতা নিয়ে কাজ করব। সবার সাথেই মিলেমিশে কাজ করব।’
এর আগে তাঁরা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, তার পরিবারের শহীদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় গাজীপুরের শতাধিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
কেউ মানুক আর না মানুক, তিনি এবং তাঁর পরিবার জন্মগতভাবেই আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
আজ রোববার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুনকে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এসব মন্তব্য করেন তিনি।
সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা জন্মগতভাবে আওয়ামী লীগ। কেউ মানুক আর না মানুক, সেটা তাদের ব্যাপার। আমি সারা জীবন আওয়ামী লীগ করেছি, এখনো আওয়ামী লীগেই আছি।’
জাহাঙ্গীর আরও বলেন, ‘আজ অন্য কোনো কথা বলব না। শুধু এটুকুই বলব, আমরা মহান নেতা বঙ্গবন্ধুর কাছে এসেছি, আমাদের নেত্রীর বাড়িতে এসেছি। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সবার কাছে আমরা সহযোগিতা চাই।’
গাজীপুরের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন বলেন, ‘গাজীপুর নগরীর উন্নয়নে সবার সহযোগিতা নিয়ে কাজ করব। সবার সাথেই মিলেমিশে কাজ করব।’
এর আগে তাঁরা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, তার পরিবারের শহীদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় গাজীপুরের শতাধিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের সংঘর্ষে শাহ আলম (২০) এক তরুণ নিহত হওয়ার পর পুরো এলাকা ঘিরে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে দুপুরে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। তাদের মোহাম্মদপুর থানা হেফাজতে রাখা হয়েছে।
২ মিনিট আগেমিয়ানমারের রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির এক বাংলাদেশি সদস্য পালিয়ে দেশে চলে এসেছেন। আজ সোমবার সকালে কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে আত্মসমর্পণ করেন তিনি।
৪ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে সংঘবদ্ধ পিটুনিতে রিপন মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। রিপন মিয়া ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আহম্মদাবাদ গ্রামের আব্দুল খালেকের ছেলে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ...
৭ মিনিট আগে‘অধ্যাপক ড. রুবেল আনসার বলেন, ‘‘আমি কখনো এত দিন কারও পেছনে ঘুরিনি, কারও জন্য অপেক্ষা করিনি, তোমার জন্যই এত দিন অপেক্ষা করতে হয়েছে। আমি তোমার রেজাল্টও বাড়িয়ে দেব, তোমার রেজাল্ট ৩ দশমিক ৫০ হয়ে যাবে।’’ এসব শোনার পরে আমি দ্রুত তাঁর গাড়ি থেকে নেমে কোনো রকমে আত্মরক্ষা করি।’
৯ মিনিট আগে