টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে পুলিশের তাড়া খেয়ে খালে ঝাঁপ দেয় এক মাদক কারবারি। পরে তাকে পুলিশসহ স্থানীয়রা ডাকাডাকি করলেও ওঠেননি তিনি। একপর্যায়ে পানিতে ডুব দিয়ে নিখোঁজ হন।
আজ বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ মাদক কারবারিকে খুঁজে পেতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে ডুবুরি দলের সদস্যরা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটেছে উপজেলার চাষী বালিগাঁও এলাকায়।
নিখোঁজ ওই মাদক কারবারির নাম আব্দুল কুদ্দুস (৪২)। তিনি ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
স্থানীয়রা বলছে, বুধবার বিকেল ৫টার দিকে পুলিশ দেখে কুদ্দুস গৌরগঞ্জ তালতলা ডহুরি খালের পানিতে ঝাঁপ দেয়। পরে তাঁকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। আজ সকালে ঢাকা হেডকোয়ার্টার থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের কর্মীরা কুদ্দুসকে খুঁজে পেতে উদ্ধার অভিযান চালাচ্ছে।
তারা আরও জানান, কুদ্দুস এলাকার চিহ্নিত মাদক কারবারি। তিনি মাদক বিক্রি করে পাশাপাশি বাড়িতে জুয়ার আসরও বসান। কিছুদিন পর পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাঁকে ধরে নিয়ে যায়। পুনরায় জেলহাজত থেকে জামিনে এসে মাদক কারবার ০ করেন।
নিখোঁজ কুদ্দুসের মা তহুরা বেগম বলেন, ‘আমি আমার ছেলেকে চাই। আমার ছেলে হারানোর বিচার চাই।’
কুদ্দুসের মেয়ে ফাহিমা বলেন, ‘আমার বাবাকে তারা কেন বাচাইলোনা? তারা চাইলে তখন আমার বাবাকে উঠাইতে পারত। তাদের চোখের সামনে আমার বাবা পানিতে ডুইবা গেছে।’
এ বিষয়ে বালিগাঁও বাজার কমিটির সাধারণ সম্পাদক ও স্থানীয় বাসিন্দা আলমগীর মোল্লা বলেন, ‘মাদক কারবারি কুদ্দুস পুলিশ দেখে ভয়ে পালানোর জন্য পানিতে ঝাঁপ দেয়। পরে তাকে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। কুদ্দুসকে খুঁজে পেতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ করছে।’
ঢাকা হেডকোয়ার্টার থেকে আশা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবুল খায়ের আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ৭টা ৪০ মিনিট থেকে ৫ সদস্যের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছেন। কুদ্দুসকে না পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলমান থাকবে।’
এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার বিকেল ৫টার দিকে চাষী বালিগাঁও এলাকায় আমরা অটোতে করে যাচ্ছিলাম। একই সময় কুদ্দুস আরেকটি অটোতে করে আসছিলেন। আমাদের দেখেই সে অটো থেকে নেমে দৌড়ে পালাতে গিয়ে পানিতে ঝাঁপ দেয়। তাঁকে অনেকবার উঠে আসতে বলার পরেও সে সাঁতরে গিয়ে নিখোঁজ হয়।’
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার বিকেলে মাদক কারবারি কুদ্দুস পুলিশ সদস্যদের দেখে দৌড়ে পালাতে গিয়ে খালে ঝাঁপ দেয়। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উঠে আসতে বললেও, সে উঠে না এসে সাঁতরে পালিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘কুদ্দুসের বিরুদ্ধে থানায় ১৫ টির অধিক মাদক মামলা রয়েছে।’
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে পুলিশের তাড়া খেয়ে খালে ঝাঁপ দেয় এক মাদক কারবারি। পরে তাকে পুলিশসহ স্থানীয়রা ডাকাডাকি করলেও ওঠেননি তিনি। একপর্যায়ে পানিতে ডুব দিয়ে নিখোঁজ হন।
আজ বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ মাদক কারবারিকে খুঁজে পেতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে ডুবুরি দলের সদস্যরা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটেছে উপজেলার চাষী বালিগাঁও এলাকায়।
নিখোঁজ ওই মাদক কারবারির নাম আব্দুল কুদ্দুস (৪২)। তিনি ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
স্থানীয়রা বলছে, বুধবার বিকেল ৫টার দিকে পুলিশ দেখে কুদ্দুস গৌরগঞ্জ তালতলা ডহুরি খালের পানিতে ঝাঁপ দেয়। পরে তাঁকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। আজ সকালে ঢাকা হেডকোয়ার্টার থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের কর্মীরা কুদ্দুসকে খুঁজে পেতে উদ্ধার অভিযান চালাচ্ছে।
তারা আরও জানান, কুদ্দুস এলাকার চিহ্নিত মাদক কারবারি। তিনি মাদক বিক্রি করে পাশাপাশি বাড়িতে জুয়ার আসরও বসান। কিছুদিন পর পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাঁকে ধরে নিয়ে যায়। পুনরায় জেলহাজত থেকে জামিনে এসে মাদক কারবার ০ করেন।
নিখোঁজ কুদ্দুসের মা তহুরা বেগম বলেন, ‘আমি আমার ছেলেকে চাই। আমার ছেলে হারানোর বিচার চাই।’
কুদ্দুসের মেয়ে ফাহিমা বলেন, ‘আমার বাবাকে তারা কেন বাচাইলোনা? তারা চাইলে তখন আমার বাবাকে উঠাইতে পারত। তাদের চোখের সামনে আমার বাবা পানিতে ডুইবা গেছে।’
এ বিষয়ে বালিগাঁও বাজার কমিটির সাধারণ সম্পাদক ও স্থানীয় বাসিন্দা আলমগীর মোল্লা বলেন, ‘মাদক কারবারি কুদ্দুস পুলিশ দেখে ভয়ে পালানোর জন্য পানিতে ঝাঁপ দেয়। পরে তাকে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। কুদ্দুসকে খুঁজে পেতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ করছে।’
ঢাকা হেডকোয়ার্টার থেকে আশা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবুল খায়ের আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ৭টা ৪০ মিনিট থেকে ৫ সদস্যের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছেন। কুদ্দুসকে না পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলমান থাকবে।’
এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার বিকেল ৫টার দিকে চাষী বালিগাঁও এলাকায় আমরা অটোতে করে যাচ্ছিলাম। একই সময় কুদ্দুস আরেকটি অটোতে করে আসছিলেন। আমাদের দেখেই সে অটো থেকে নেমে দৌড়ে পালাতে গিয়ে পানিতে ঝাঁপ দেয়। তাঁকে অনেকবার উঠে আসতে বলার পরেও সে সাঁতরে গিয়ে নিখোঁজ হয়।’
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার বিকেলে মাদক কারবারি কুদ্দুস পুলিশ সদস্যদের দেখে দৌড়ে পালাতে গিয়ে খালে ঝাঁপ দেয়। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উঠে আসতে বললেও, সে উঠে না এসে সাঁতরে পালিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘কুদ্দুসের বিরুদ্ধে থানায় ১৫ টির অধিক মাদক মামলা রয়েছে।’
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত তৈরি পোশাক কারখানা এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ৮টায় শ্রমিকেরা কারখানার গেটে টানানো বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। নোটিশ দেখার পর শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা...
৪ মিনিট আগেকারও হাতে খাতা, কারও বইয়ের ভাঁজে গুঁজে রাখা কলম। হঠাৎ হাওয়ার ঝাপটা এসে উড়িয়ে দেয় কাগজ। মাথায় হাত দিয়ে ধরে রাখতে হয় বই। শিক্ষক একটু থেমে যান। শব্দ থেমে যায়। কয়েক সেকেন্ড পরে আবারও
২৫ মিনিট আগে২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ঘটনাস্থলেই নয়জন নিহত হন। হাসপাতালে মারা যান আরও একজন। রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় ২০১৪ সালের ২৩ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে মুফতি হান্নানসহ আটজনের মৃত্যুদণ্ড এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড
৪১ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন।
১ ঘণ্টা আগে