Ajker Patrika

সমাবেশের আড়ালে সহিংস পরিস্থিতি সৃষ্টি করলে কঠোর হস্তে দমন: ডিএমপি কমিশনার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১৩: ২২
সমাবেশের আড়ালে সহিংস পরিস্থিতি সৃষ্টি করলে কঠোর হস্তে দমন: ডিএমপি কমিশনার

সভা-সমাবেশ, মিটিং-মিছিলের আড়ালে সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। 

রাজধানীর দিয়াবাড়ীর মেট্রোরেলের উত্তর স্টেশনে আজ শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের প্রস্তুতি প্রসঙ্গে জানতে চাইলে ডিএমপি কমিশনার এই হুঁশিয়ারি দেন। আজ থেকে এমআরটি পুলিশ মেট্রোরেলের নিরাপত্তার কাজ শুরু করেছে। এ উপলক্ষে সকালে তিনি মেট্রোরেল পরিদর্শনে সেখানে যান।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। শান্তিপূর্ণভাবে রাজনৈতিক সমাবেশ, মিটিং, মিছিল প্রত্যেকেরই করার অধিকার আছে। সেখানে পুলিশ নিরাপত্তাও দিয়ে থাকে।’ 

তিনি বলেন, ‘কেউ এসবের আড়ালে কোনো সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে এবং ঢাকার ২ কোটি ২৪ লাখ সম্মানিত নাগরিকের জীবন শঙ্কা, মালামালের শঙ্কা দেখা যায় এমন যেকোনো পরিস্থিতি অত্যন্ত কঠোর হোতেে দমন করা হবে।’ 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো রাজনৈতিকসহ বিভিন্ন গুজব প্রসঙ্গে জানতে চাইলে হাবিবুর রহমান বলেন, ‘গুজব শুধু এ বিষয়েই নয়, দীর্ঘদিন ধরে একটি স্বার্থান্বেষী মহল মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন মাধ্যমে (ফেসবুক, ইউটিউব) গুজব ছড়ানোর অপচেষ্টা করে আসছে। আমি মনে করি, বাংলাদেশের মানুষ, ঢাকা শহরের মানুষ সবাই সচেতন। সেসব গুজবে আদৌ কান দেবে না। সেগুলো প্রতিহত করার জন্য সবাই সচেষ্ট থাকব।’ 

ডিএমপি কমিশনার বলেন, ‘আমাদের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া গুজবের বিরুদ্ধে একটি শক্তিশালী ভূমিকা রাখবে। আমরা আমাদের সঠিক পথে যেতে সক্ষম হব। জনগণের জান-মালের নিরাপত্তা দিতে সক্ষম হব।’ 

সংবাদ সম্মেলনে এমআরটি পুলিশ প্রধান ডিআইজি জিহাদুল কবির, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. ফারুক হোসেন, উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

এনবিআর কর্মকর্তার কাণ্ড: কৃত্রিম অঙ্গের ঘোষণা দিয়ে ৪৫০ টন গয়না আমদানি

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত