নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক আসাদ শিকদার মারা গেছেন। তিনি গতকাল রোববার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খায়রুল আনাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। ডা. আসাদ শিকদার প্রতিষ্ঠানটির ফেজ-বি রেসিডেন্ট হিসেবে ডেপুটেশনে ছিলেন।
খায়রুল আনাম বলেন, ‘বেশ কয়েক দিন ধরে আসাদ শিকদার অসুস্থ ছিলেন। পরে তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। অবস্থা সংকটাপন্ন হলে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রোববার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিলেও আর ফিরে আসেননি তিনি। সন্ধ্যা ৬টার দিকে মারা যান।’
খায়রুল আনাম আরও বলেন, ‘গত মাসেও ডেঙ্গুতে আমাদের এক নার্সের মৃত্যু হয়েছে। আরও ৫ থেকে ৬ জন চিকিৎসকসহ বেশ কিছু কর্মচারী এই মুহূর্তে ডেঙ্গুতে আক্রান্ত। তাঁদের নিয়ে শঙ্কা কাজ করছে।’
জানা গেছে, ডা. আসাদ ৩৩তম বিসিএসের মাধ্যমে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মজীবন শুরু করেন। ফরিদপুরে থেকে উঠে আসা এই চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।
এদিকে চলতি অক্টোবরের অর্ধেক যেতে না যেতেই আগের মাসের মৃত্যুর সংখ্যাকে ছাড়িয়ে গেছে। আক্রান্তেও ছাড়িয়ে যাওয়ার উপক্রম। গতকাল রেকর্ড ৮৫৫ জন আক্রান্ত ও ৫ জনের প্রাণহানি ঘটেছে। সব মিলিয়ে এ বছর ডেঙ্গুর শিকার ২৫ হাজার ১৮১ জন এবং মৃত্যু হয়েছে ৯৪ জনের।
বিশেষজ্ঞরা বলছেন, বছরের এই সময়টায় ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি দেখা দেয়। এ জন্য নিয়মিত অভিযান চালানোর পাশাপাশি ঠিকমতো ওষুধ ছিটানো হচ্ছে কিনা সেটি তদারকি করা দরকার।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (ম্যালেরিয়া ও এডিসবাহিত রোগ) ডা. ইকরামুল হক আজকের পত্রিকাকে বলেন, অন্যান্য বছরের চেয়ে এবার বৃষ্টিপাত তুলনামূলক কম কিন্তু তারপরও ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। করোনার সময়ে অনেক বড় বড় স্থাপনা হয়েছে, যেগুলোর ভেতরে-বাইরে ও আশপাশে পানি জমে থাকে। এতে এডিস মশার প্রজনন হয়। এগুলো ধ্বংসে সিটি করপোরেশন অভিযান চালিয়েছে। এটি নিয়মিত করার দরকার ছিল। এ ছাড়া বাসা-বাড়ির ছাদ ও আশপাশ পরিষ্কার রাখায় জোর দিতে হবে।
ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক আসাদ শিকদার মারা গেছেন। তিনি গতকাল রোববার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খায়রুল আনাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। ডা. আসাদ শিকদার প্রতিষ্ঠানটির ফেজ-বি রেসিডেন্ট হিসেবে ডেপুটেশনে ছিলেন।
খায়রুল আনাম বলেন, ‘বেশ কয়েক দিন ধরে আসাদ শিকদার অসুস্থ ছিলেন। পরে তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। অবস্থা সংকটাপন্ন হলে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রোববার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিলেও আর ফিরে আসেননি তিনি। সন্ধ্যা ৬টার দিকে মারা যান।’
খায়রুল আনাম আরও বলেন, ‘গত মাসেও ডেঙ্গুতে আমাদের এক নার্সের মৃত্যু হয়েছে। আরও ৫ থেকে ৬ জন চিকিৎসকসহ বেশ কিছু কর্মচারী এই মুহূর্তে ডেঙ্গুতে আক্রান্ত। তাঁদের নিয়ে শঙ্কা কাজ করছে।’
জানা গেছে, ডা. আসাদ ৩৩তম বিসিএসের মাধ্যমে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মজীবন শুরু করেন। ফরিদপুরে থেকে উঠে আসা এই চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।
এদিকে চলতি অক্টোবরের অর্ধেক যেতে না যেতেই আগের মাসের মৃত্যুর সংখ্যাকে ছাড়িয়ে গেছে। আক্রান্তেও ছাড়িয়ে যাওয়ার উপক্রম। গতকাল রেকর্ড ৮৫৫ জন আক্রান্ত ও ৫ জনের প্রাণহানি ঘটেছে। সব মিলিয়ে এ বছর ডেঙ্গুর শিকার ২৫ হাজার ১৮১ জন এবং মৃত্যু হয়েছে ৯৪ জনের।
বিশেষজ্ঞরা বলছেন, বছরের এই সময়টায় ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি দেখা দেয়। এ জন্য নিয়মিত অভিযান চালানোর পাশাপাশি ঠিকমতো ওষুধ ছিটানো হচ্ছে কিনা সেটি তদারকি করা দরকার।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (ম্যালেরিয়া ও এডিসবাহিত রোগ) ডা. ইকরামুল হক আজকের পত্রিকাকে বলেন, অন্যান্য বছরের চেয়ে এবার বৃষ্টিপাত তুলনামূলক কম কিন্তু তারপরও ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। করোনার সময়ে অনেক বড় বড় স্থাপনা হয়েছে, যেগুলোর ভেতরে-বাইরে ও আশপাশে পানি জমে থাকে। এতে এডিস মশার প্রজনন হয়। এগুলো ধ্বংসে সিটি করপোরেশন অভিযান চালিয়েছে। এটি নিয়মিত করার দরকার ছিল। এ ছাড়া বাসা-বাড়ির ছাদ ও আশপাশ পরিষ্কার রাখায় জোর দিতে হবে।
খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লকে হত্যাচেষ্টাসহ সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তার অভিযোগে মামলা হয়েছে। এতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১২০ জনকে আসামি করা হয়েছে।
৫ মিনিট আগেফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মো. আশরাফুল মোল্যাকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন
১০ মিনিট আগেলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভুয়া ডিগ্রি লাগিয়ে অবৈধভাবে চিকিৎসা দেওয়া ও নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে হাসিবুর রহমান (৩১) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় চেম্বার ও নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়।
১৬ মিনিট আগেরাজশাহীর আদালত চত্বর থেকে সোহেল রানা নামের এক যুবককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টার ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া অপহরণের শিকার যুবককে উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
২৬ মিনিট আগে