Ajker Patrika

ডেঙ্গুতে প্রাণ গেল চিকিৎসকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১১: ৪৬
ডেঙ্গুতে প্রাণ গেল চিকিৎসকের

ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক আসাদ শিকদার মারা গেছেন। তিনি গতকাল রোববার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খায়রুল আনাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। ডা. আসাদ শিকদার প্রতিষ্ঠানটির ফেজ-বি রেসিডেন্ট হিসেবে ডেপুটেশনে ছিলেন।

খায়রুল আনাম বলেন, ‘বেশ কয়েক দিন ধরে আসাদ শিকদার অসুস্থ ছিলেন। পরে তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। অবস্থা সংকটাপন্ন হলে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রোববার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিলেও আর ফিরে আসেননি তিনি। সন্ধ্যা ৬টার দিকে মারা যান।’

খায়রুল আনাম আরও বলেন, ‘গত মাসেও ডেঙ্গুতে আমাদের এক নার্সের মৃত্যু হয়েছে। আরও ৫ থেকে ৬ জন চিকিৎসকসহ বেশ কিছু কর্মচারী এই মুহূর্তে ডেঙ্গুতে আক্রান্ত। তাঁদের নিয়ে শঙ্কা কাজ করছে।’

জানা গেছে, ডা. আসাদ ৩৩তম বিসিএসের মাধ্যমে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মজীবন শুরু করেন। ফরিদপুরে থেকে উঠে আসা এই চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।

এদিকে চলতি অক্টোবরের অর্ধেক যেতে না যেতেই আগের মাসের মৃত্যুর সংখ্যাকে ছাড়িয়ে গেছে। আক্রান্তেও ছাড়িয়ে যাওয়ার উপক্রম। গতকাল রেকর্ড ৮৫৫ জন আক্রান্ত ও ৫ জনের প্রাণহানি ঘটেছে। সব মিলিয়ে এ বছর ডেঙ্গুর শিকার ২৫ হাজার ১৮১ জন এবং মৃত্যু হয়েছে ৯৪ জনের।

বিশেষজ্ঞরা বলছেন, বছরের এই সময়টায় ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি দেখা দেয়। এ জন্য নিয়মিত অভিযান চালানোর পাশাপাশি ঠিকমতো ওষুধ ছিটানো হচ্ছে কিনা সেটি তদারকি করা দরকার।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (ম্যালেরিয়া ও এডিসবাহিত রোগ) ডা. ইকরামুল হক আজকের পত্রিকাকে বলেন, অন্যান্য বছরের চেয়ে এবার বৃষ্টিপাত তুলনামূলক কম কিন্তু তারপরও ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। করোনার সময়ে অনেক বড় বড় স্থাপনা হয়েছে, যেগুলোর ভেতরে-বাইরে ও আশপাশে পানি জমে থাকে। এতে এডিস মশার প্রজনন হয়। এগুলো ধ্বংসে সিটি করপোরেশন অভিযান চালিয়েছে। এটি নিয়মিত করার দরকার ছিল। এ ছাড়া বাসা-বাড়ির ছাদ ও আশপাশ পরিষ্কার রাখায় জোর দিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

কনস্যুলেটে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলা, ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি

ট্রাম্পের শুল্ক এড়াতে ১০৩টি বোয়িং বিমান কিনবে দক্ষিণ কোরিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত