মুন্সিগঞ্জ প্রতিনিধি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে মোটরসাইকেল পারাপার নিষিদ্ধ ও নাব্য সংকটে ফেরি চলাচল বন্ধ থাকায় ঝুঁকি নিয়ে ট্রলারে করে পদ্মা পাড়ি দিচ্ছেন মোটরসাইকেল আরোহীরা। আজ বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল চালকদের ট্রলারে করে পদ্মা পাড়ি দিতে দেখা যায়।
আজ বৃহস্পতিবার শিমুলিয়া বাজার ঘাটে সরেজমিনে দেখা যায়, রাজধানীর বিভিন্ন জায়গা থেকে কখনো এক্সপ্রেসওয়ে আবার কখনো অন্যান্য ছোট সড়ক ধরে মোটরসাইকেল পদ্মা পাড়ে এসে জড়ো হচ্ছে। সেখান থেকে ট্রলারে করে পদ্মা পাড়ি দিচ্ছে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলমুখী মোটরসাইকেল আরোহীরা। ঝুঁকির পাশাপাশি অতিরিক্ত ভাড়াও গুনতে হচ্ছে তাঁদের। প্রতি মোটরসাইকেলে ভাড়া হিসেবে সর্বনিম্ন ৬০০ টাকা করে নেওয়া হচ্ছে। ২০-২৫টি ট্রলার দিয়ে এসব মোটরসাইকেল পারাপার করতে দেখা গেছে।
মোটরসাইকেল আরোহীরা জানান, পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ। সে সঙ্গে ফেরিও বন্ধ। তাই বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে বেশি টাকা খরচ করে পদ্মা পাড়ি দিতে হচ্ছে।
হাসাঁড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক উৎপল দাস জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল প্রবেশ করতে পারবে না। এক্সপ্রেসওয়েতে টহল জোরদার করা হয়েছে।
পদ্মা সেতুর উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসাইন বলেন, সরকারি ঘোষণা অনুযায়ী মোটরসাইকেল চলাচল বন্ধ করা হয়েছে। কেউ যদি মোটরসাইকেল নিয়ে আসে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের মিয়া বলেন, ‘শিমুলিয়া বাজার থেকে ট্রলারে করে মোটরসাইকেল পারাপার হচ্ছে কিনা তা আমার জানা নেই। ট্রলারে করে মোটরসাইকেল পারাপার করলে তাঁদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা নেব।’
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে মোটরসাইকেল পারাপার নিষিদ্ধ ও নাব্য সংকটে ফেরি চলাচল বন্ধ থাকায় ঝুঁকি নিয়ে ট্রলারে করে পদ্মা পাড়ি দিচ্ছেন মোটরসাইকেল আরোহীরা। আজ বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল চালকদের ট্রলারে করে পদ্মা পাড়ি দিতে দেখা যায়।
আজ বৃহস্পতিবার শিমুলিয়া বাজার ঘাটে সরেজমিনে দেখা যায়, রাজধানীর বিভিন্ন জায়গা থেকে কখনো এক্সপ্রেসওয়ে আবার কখনো অন্যান্য ছোট সড়ক ধরে মোটরসাইকেল পদ্মা পাড়ে এসে জড়ো হচ্ছে। সেখান থেকে ট্রলারে করে পদ্মা পাড়ি দিচ্ছে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলমুখী মোটরসাইকেল আরোহীরা। ঝুঁকির পাশাপাশি অতিরিক্ত ভাড়াও গুনতে হচ্ছে তাঁদের। প্রতি মোটরসাইকেলে ভাড়া হিসেবে সর্বনিম্ন ৬০০ টাকা করে নেওয়া হচ্ছে। ২০-২৫টি ট্রলার দিয়ে এসব মোটরসাইকেল পারাপার করতে দেখা গেছে।
মোটরসাইকেল আরোহীরা জানান, পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ। সে সঙ্গে ফেরিও বন্ধ। তাই বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে বেশি টাকা খরচ করে পদ্মা পাড়ি দিতে হচ্ছে।
হাসাঁড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক উৎপল দাস জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল প্রবেশ করতে পারবে না। এক্সপ্রেসওয়েতে টহল জোরদার করা হয়েছে।
পদ্মা সেতুর উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসাইন বলেন, সরকারি ঘোষণা অনুযায়ী মোটরসাইকেল চলাচল বন্ধ করা হয়েছে। কেউ যদি মোটরসাইকেল নিয়ে আসে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের মিয়া বলেন, ‘শিমুলিয়া বাজার থেকে ট্রলারে করে মোটরসাইকেল পারাপার হচ্ছে কিনা তা আমার জানা নেই। ট্রলারে করে মোটরসাইকেল পারাপার করলে তাঁদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা নেব।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৮ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১০ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৬ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে