Ajker Patrika

নাব্য সংকটে বন্ধ ফেরি, মোটরসাইকেল নিয়ে ট্রলারে পদ্মা পাড়ি

মুন্সিগঞ্জ প্রতিনিধি
নাব্য সংকটে বন্ধ ফেরি, মোটরসাইকেল নিয়ে ট্রলারে পদ্মা পাড়ি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে মোটরসাইকেল পারাপার নিষিদ্ধ ও নাব্য সংকটে ফেরি চলাচল বন্ধ থাকায় ঝুঁকি নিয়ে ট্রলারে করে পদ্মা পাড়ি দিচ্ছেন মোটরসাইকেল আরোহীরা। আজ বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল চালকদের ট্রলারে করে পদ্মা পাড়ি দিতে দেখা যায়।

আজ বৃহস্পতিবার শিমুলিয়া বাজার ঘাটে সরেজমিনে দেখা যায়, রাজধানীর বিভিন্ন জায়গা থেকে কখনো এক্সপ্রেসওয়ে আবার কখনো অন্যান্য ছোট সড়ক ধরে মোটরসাইকেল পদ্মা পাড়ে এসে জড়ো হচ্ছে। সেখান থেকে ট্রলারে করে পদ্মা পাড়ি দিচ্ছে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলমুখী মোটরসাইকেল আরোহীরা। ঝুঁকির পাশাপাশি অতিরিক্ত ভাড়াও গুনতে হচ্ছে তাঁদের। প্রতি মোটরসাইকেলে ভাড়া হিসেবে সর্বনিম্ন ৬০০ টাকা করে নেওয়া হচ্ছে। ২০-২৫টি ট্রলার দিয়ে এসব মোটরসাইকেল পারাপার করতে দেখা গেছে। 

মোটরসাইকেল আরোহীরা জানান, পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ। সে সঙ্গে ফেরিও বন্ধ। তাই বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে বেশি টাকা খরচ করে পদ্মা পাড়ি দিতে হচ্ছে। 

হাসাঁড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক উৎপল দাস জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল প্রবেশ করতে পারবে না। এক্সপ্রেসওয়েতে টহল জোরদার করা হয়েছে। 

পদ্মা সেতুর উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসাইন বলেন, সরকারি ঘোষণা অনুযায়ী মোটরসাইকেল চলাচল বন্ধ করা হয়েছে। কেউ যদি মোটরসাইকেল নিয়ে আসে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের মিয়া বলেন, ‘শিমুলিয়া বাজার থেকে ট্রলারে করে মোটরসাইকেল পারাপার হচ্ছে কিনা তা আমার জানা নেই। ট্রলারে করে মোটরসাইকেল পারাপার করলে তাঁদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা নেব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

ভারত-পাকিস্তানে যুদ্ধের প্রস্তুতি

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত