Ajker Patrika

ঢাকা-৪ আসনের বিভিন্ন কেন্দ্রে ভোট দিতে দীর্ঘ লাইন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১০: ৪৯
ঢাকা-৪ আসনের বিভিন্ন কেন্দ্রে ভোট দিতে দীর্ঘ লাইন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে আজ রোববার সকাল ৮টায়। এরই মধ্যে রাজধানীর ঢাকা-৪ আসনের কয়েকটি কেন্দ্রে গিয়ে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। রাজধানীর ঋষিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ড. আব্দুর রউফ প্রাথমিক বিদ্যালয়, আশরাফ মাস্টার আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় ঘুরে এ চিত্র দেখা যায়। 

রাজধানীর শ্যামপুর ও কদমতলী থানা নিয়ে গঠিত এই আসন। দেশের দক্ষিণাঞ্চল থেকে রাজধানীতে প্রবেশের মুখ এটি। ভোটার রয়েছেন ২ লাখ ৫৪ হাজার ৫৬৭ জন। ঢাকা মহানগর ও জেলার ২০টি আসনের মধ্যে সবচেয়ে কম ভোটার এই আসনে। 

এই আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা। গত দুটি নির্বাচনে সমঝোতার মাধ্যমে জাতীয় পার্টিকে আসনটি ছাড়লেও এবার ছাড়েনি আওয়ামী লীগ। বাবলা ১৯৮৬ ও ১৯৮৮ সালে অবিভক্ত ঢাকা-৪ আসনের এমপি ছিলেন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী সানজিদা খানম দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের নবম সংসদ জাতীয় সংসদের সদস্য ছিলেন তিনি। 

 

এই আসনে স্বতন্ত্র প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব আওলাদ হোসেন। তিনি ট্রাক প্রতীকে নির্বাচন করছেন। ২০১৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি ৩ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন। এই তিন প্রার্থীসহ ঢাকা-৪ আসনে মোট ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

ঢাকা-৪ আসনের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের বেশ ভিড় দেখা যায়। ছবি: আজকের পত্রিকা 

ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফজরের নামাজ পড়ে অনেকেই সবার আগে ভোট দিয়ে চলে আসেন। এর মধ্যে অনেকেই বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁদের বক্তব্য, সারা দিন দোকানে ব্যস্ত থাকবেন। ফলে সকালে ছাড়া ভোট দিতে পারবেন না। এ জন্য ভোরে লাইনে এসে দাঁড়িয়েছেন, যাতে সবার আগে ঝামেলামুক্তভাবে ভোট দিতে পারেন। 

লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় একজন সত্তরোর্ধ্ব বয়স্ক ভোটারকে। এত সকালে ভোট দিতে এলেন—জিজ্ঞেস করতেই তিনি বললেন, ‘আমি বুড়ো মানুষ। সারা দিন দীর্ঘ লাইন ধরে ঝক্কিঝামেলার মধ্যে ভোট দিতে পারব না। এ জন্য সকাল সকাল ভোট দিতে আসলাম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত