নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে আজ রোববার সকাল ৮টায়। এরই মধ্যে রাজধানীর ঢাকা-৪ আসনের কয়েকটি কেন্দ্রে গিয়ে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। রাজধানীর ঋষিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ড. আব্দুর রউফ প্রাথমিক বিদ্যালয়, আশরাফ মাস্টার আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় ঘুরে এ চিত্র দেখা যায়।
রাজধানীর শ্যামপুর ও কদমতলী থানা নিয়ে গঠিত এই আসন। দেশের দক্ষিণাঞ্চল থেকে রাজধানীতে প্রবেশের মুখ এটি। ভোটার রয়েছেন ২ লাখ ৫৪ হাজার ৫৬৭ জন। ঢাকা মহানগর ও জেলার ২০টি আসনের মধ্যে সবচেয়ে কম ভোটার এই আসনে।
এই আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা। গত দুটি নির্বাচনে সমঝোতার মাধ্যমে জাতীয় পার্টিকে আসনটি ছাড়লেও এবার ছাড়েনি আওয়ামী লীগ। বাবলা ১৯৮৬ ও ১৯৮৮ সালে অবিভক্ত ঢাকা-৪ আসনের এমপি ছিলেন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী সানজিদা খানম দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের নবম সংসদ জাতীয় সংসদের সদস্য ছিলেন তিনি।
এই আসনে স্বতন্ত্র প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব আওলাদ হোসেন। তিনি ট্রাক প্রতীকে নির্বাচন করছেন। ২০১৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি ৩ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন। এই তিন প্রার্থীসহ ঢাকা-৪ আসনে মোট ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফজরের নামাজ পড়ে অনেকেই সবার আগে ভোট দিয়ে চলে আসেন। এর মধ্যে অনেকেই বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁদের বক্তব্য, সারা দিন দোকানে ব্যস্ত থাকবেন। ফলে সকালে ছাড়া ভোট দিতে পারবেন না। এ জন্য ভোরে লাইনে এসে দাঁড়িয়েছেন, যাতে সবার আগে ঝামেলামুক্তভাবে ভোট দিতে পারেন।
লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় একজন সত্তরোর্ধ্ব বয়স্ক ভোটারকে। এত সকালে ভোট দিতে এলেন—জিজ্ঞেস করতেই তিনি বললেন, ‘আমি বুড়ো মানুষ। সারা দিন দীর্ঘ লাইন ধরে ঝক্কিঝামেলার মধ্যে ভোট দিতে পারব না। এ জন্য সকাল সকাল ভোট দিতে আসলাম।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে আজ রোববার সকাল ৮টায়। এরই মধ্যে রাজধানীর ঢাকা-৪ আসনের কয়েকটি কেন্দ্রে গিয়ে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। রাজধানীর ঋষিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ড. আব্দুর রউফ প্রাথমিক বিদ্যালয়, আশরাফ মাস্টার আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় ঘুরে এ চিত্র দেখা যায়।
রাজধানীর শ্যামপুর ও কদমতলী থানা নিয়ে গঠিত এই আসন। দেশের দক্ষিণাঞ্চল থেকে রাজধানীতে প্রবেশের মুখ এটি। ভোটার রয়েছেন ২ লাখ ৫৪ হাজার ৫৬৭ জন। ঢাকা মহানগর ও জেলার ২০টি আসনের মধ্যে সবচেয়ে কম ভোটার এই আসনে।
এই আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা। গত দুটি নির্বাচনে সমঝোতার মাধ্যমে জাতীয় পার্টিকে আসনটি ছাড়লেও এবার ছাড়েনি আওয়ামী লীগ। বাবলা ১৯৮৬ ও ১৯৮৮ সালে অবিভক্ত ঢাকা-৪ আসনের এমপি ছিলেন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী সানজিদা খানম দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের নবম সংসদ জাতীয় সংসদের সদস্য ছিলেন তিনি।
এই আসনে স্বতন্ত্র প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব আওলাদ হোসেন। তিনি ট্রাক প্রতীকে নির্বাচন করছেন। ২০১৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি ৩ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন। এই তিন প্রার্থীসহ ঢাকা-৪ আসনে মোট ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফজরের নামাজ পড়ে অনেকেই সবার আগে ভোট দিয়ে চলে আসেন। এর মধ্যে অনেকেই বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁদের বক্তব্য, সারা দিন দোকানে ব্যস্ত থাকবেন। ফলে সকালে ছাড়া ভোট দিতে পারবেন না। এ জন্য ভোরে লাইনে এসে দাঁড়িয়েছেন, যাতে সবার আগে ঝামেলামুক্তভাবে ভোট দিতে পারেন।
লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় একজন সত্তরোর্ধ্ব বয়স্ক ভোটারকে। এত সকালে ভোট দিতে এলেন—জিজ্ঞেস করতেই তিনি বললেন, ‘আমি বুড়ো মানুষ। সারা দিন দীর্ঘ লাইন ধরে ঝক্কিঝামেলার মধ্যে ভোট দিতে পারব না। এ জন্য সকাল সকাল ভোট দিতে আসলাম।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর পৃথক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল–মামুনকে বিভিন্ন মেয়াদে আবার রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাক
৪ মিনিট আগেরাজধানীর বনশ্রী, ফকিরাপুল ও বিমানবন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ও ঢাকা মেডিকেল সূত্রে এসব তথ্য জানা গেছে।
৫ মিনিট আগেবগুড়ায় আজগর আলী পিয়াল নামের এক অটোরিকশাচালককে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১১ মিনিট আগেজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
১৭ মিনিট আগে