নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে আজ রোববার সকাল ৮টায়। এরই মধ্যে রাজধানীর ঢাকা-৪ আসনের কয়েকটি কেন্দ্রে গিয়ে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। রাজধানীর ঋষিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ড. আব্দুর রউফ প্রাথমিক বিদ্যালয়, আশরাফ মাস্টার আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় ঘুরে এ চিত্র দেখা যায়।
রাজধানীর শ্যামপুর ও কদমতলী থানা নিয়ে গঠিত এই আসন। দেশের দক্ষিণাঞ্চল থেকে রাজধানীতে প্রবেশের মুখ এটি। ভোটার রয়েছেন ২ লাখ ৫৪ হাজার ৫৬৭ জন। ঢাকা মহানগর ও জেলার ২০টি আসনের মধ্যে সবচেয়ে কম ভোটার এই আসনে।
এই আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা। গত দুটি নির্বাচনে সমঝোতার মাধ্যমে জাতীয় পার্টিকে আসনটি ছাড়লেও এবার ছাড়েনি আওয়ামী লীগ। বাবলা ১৯৮৬ ও ১৯৮৮ সালে অবিভক্ত ঢাকা-৪ আসনের এমপি ছিলেন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী সানজিদা খানম দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের নবম সংসদ জাতীয় সংসদের সদস্য ছিলেন তিনি।
এই আসনে স্বতন্ত্র প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব আওলাদ হোসেন। তিনি ট্রাক প্রতীকে নির্বাচন করছেন। ২০১৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি ৩ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন। এই তিন প্রার্থীসহ ঢাকা-৪ আসনে মোট ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফজরের নামাজ পড়ে অনেকেই সবার আগে ভোট দিয়ে চলে আসেন। এর মধ্যে অনেকেই বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁদের বক্তব্য, সারা দিন দোকানে ব্যস্ত থাকবেন। ফলে সকালে ছাড়া ভোট দিতে পারবেন না। এ জন্য ভোরে লাইনে এসে দাঁড়িয়েছেন, যাতে সবার আগে ঝামেলামুক্তভাবে ভোট দিতে পারেন।
লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় একজন সত্তরোর্ধ্ব বয়স্ক ভোটারকে। এত সকালে ভোট দিতে এলেন—জিজ্ঞেস করতেই তিনি বললেন, ‘আমি বুড়ো মানুষ। সারা দিন দীর্ঘ লাইন ধরে ঝক্কিঝামেলার মধ্যে ভোট দিতে পারব না। এ জন্য সকাল সকাল ভোট দিতে আসলাম।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে আজ রোববার সকাল ৮টায়। এরই মধ্যে রাজধানীর ঢাকা-৪ আসনের কয়েকটি কেন্দ্রে গিয়ে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। রাজধানীর ঋষিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ড. আব্দুর রউফ প্রাথমিক বিদ্যালয়, আশরাফ মাস্টার আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় ঘুরে এ চিত্র দেখা যায়।
রাজধানীর শ্যামপুর ও কদমতলী থানা নিয়ে গঠিত এই আসন। দেশের দক্ষিণাঞ্চল থেকে রাজধানীতে প্রবেশের মুখ এটি। ভোটার রয়েছেন ২ লাখ ৫৪ হাজার ৫৬৭ জন। ঢাকা মহানগর ও জেলার ২০টি আসনের মধ্যে সবচেয়ে কম ভোটার এই আসনে।
এই আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা। গত দুটি নির্বাচনে সমঝোতার মাধ্যমে জাতীয় পার্টিকে আসনটি ছাড়লেও এবার ছাড়েনি আওয়ামী লীগ। বাবলা ১৯৮৬ ও ১৯৮৮ সালে অবিভক্ত ঢাকা-৪ আসনের এমপি ছিলেন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী সানজিদা খানম দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের নবম সংসদ জাতীয় সংসদের সদস্য ছিলেন তিনি।
এই আসনে স্বতন্ত্র প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব আওলাদ হোসেন। তিনি ট্রাক প্রতীকে নির্বাচন করছেন। ২০১৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি ৩ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন। এই তিন প্রার্থীসহ ঢাকা-৪ আসনে মোট ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফজরের নামাজ পড়ে অনেকেই সবার আগে ভোট দিয়ে চলে আসেন। এর মধ্যে অনেকেই বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁদের বক্তব্য, সারা দিন দোকানে ব্যস্ত থাকবেন। ফলে সকালে ছাড়া ভোট দিতে পারবেন না। এ জন্য ভোরে লাইনে এসে দাঁড়িয়েছেন, যাতে সবার আগে ঝামেলামুক্তভাবে ভোট দিতে পারেন।
লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় একজন সত্তরোর্ধ্ব বয়স্ক ভোটারকে। এত সকালে ভোট দিতে এলেন—জিজ্ঞেস করতেই তিনি বললেন, ‘আমি বুড়ো মানুষ। সারা দিন দীর্ঘ লাইন ধরে ঝক্কিঝামেলার মধ্যে ভোট দিতে পারব না। এ জন্য সকাল সকাল ভোট দিতে আসলাম।’
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর (চলতি দায়িত্ব) জাহাঙ্গীর আলমকে একাধিক মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে ফাতেমাতুজ্জোহুরা নামের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। উপজেলা রিসোর্স সেন্টার কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই শিক্ষকের বাড়ি নওগাঁ জেলার ধামইরহাট
২ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) রোকেয়া হলের ৩৪ লাখ টাকা এক দিনে ব্যাংক থেকে তুলে হল প্রভোস্ট তাঁর পারিবারিক কাজে ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। এ খবর জানাজানি হওয়ার পর আগামী ৬ মাসের মধ্যে এই টাকা হলে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
৫ মিনিট আগেমধ্যনগর উপজেলার কৃষক লীগের আহ্বায়ক মো. রুহুল আমিন তালুকদার রব রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘোষণা দেন তিনি।
২৮ মিনিট আগেরাজধানীর মগবাজারের দিলু রোড এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার (১১ আগস্ট) শিশুর নানা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪২ মিনিট আগে